X
শনিবার, ০৪ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

ঘুমের ওষুধ খাইয়ে স্বামীর পুরুষাঙ্গ কেটে স্ত্রীর ‘আত্মহত্যা’

সাতক্ষীরা প্রতিনিধি
২০ এপ্রিল ২০২৪, ২২:১১আপডেট : ২০ এপ্রিল ২০২৪, ২২:১৪

সাতক্ষীরার কলারোয়ায় ঘুমের ওষুধ খাইয়ে স্বামীর পুরুষাঙ্গ কেটে স্ত্রীর আত্মহত্যার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ। শনিবার (২০ এপ্রিল) ভোরে উপজেলার কেঁড়াগাছি ইউনিয়নের পাঁচপোতা গ্রামে ওই ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ওই গ্রামের মৃত আনছার আলীর ছেলে আজহারুল ইসলামের (৩৫) পুরুষাঙ্গ কেটে আত্মহত্যা করেন তার দ্বিতীয় স্ত্রী ঝরনা খাতুন। ভোরে তাদের ঘরে ভেতর থেকে দরজা দেওয়া অবস্থায় আজহারুলের গোঙানি শুনে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে দরজা ভেঙে আজহারুলকে রক্তাক্ত অবস্থায় পুরুষাঙ্গ কাটা ও পাশে স্ত্রী ঝরনাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখতে পায়। পুলিশ এসে তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। শেষ খবর পাওয়া পর্যন্ত ঝরনা খাতুনের লাশ সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে এবং আহত আজহারুলকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কেঁড়াগাছি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এস এম আফজাল হোসেন হাবিল বলেন, ‘ঝরনা খাতুনের বাবার বাড়ি শ্যামনগর উপজেলায়। তার প্রথম বিয়ে হয় একই ইউনিয়নের গাড়াখালিতে। পরবর্তীতে পাঁচপোতা গ্রামের আজহারুলের সঙ্গে তার বিয়ে হয়। আজহারুল পেশায় রাজমিস্ত্রির কাজ করতেন। তারা ওই গ্রামের হাসানের বাড়িতে ভাড়া থাকতেন। শনিবার ভোরে ঘরে গোঙানির শব্দ শুনে স্থানীয়রা আমাকে জানালে আমি চৌকিদার পাঠাই। পরে পুলিশ এসে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। তখন দেখা যায় আজারুলের পুরুষাঙ্গ কাটা ও ঝরনা অচেতন অবস্থায় রয়েছেন।’

কলারোয়া হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা. শফিকুল ইসলাম বলেন, ‘দুজনকে অচেতন অবস্থায় পুলিশ হাসপাতালে নিয়ে আসে। পুরুষটির পুরুষাঙ্গ পুরোপুরি কাটা ছিল। অবস্থা খারাপ থাকায় তাদের দুজনকেই সাতক্ষীরায় পাঠানো হয়।’

কলারোয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম জানান, সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে ঝরনা খাতুনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। গুরুতর আহত অবস্থায় আজহারুলকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, আজহারুল ও ঝরনা দুজনেরই এটি দ্বিতীয় বিয়ে। পারিবারিক কলহের জের ধরে রাগে-ক্ষোভে স্বামীর পুরুষাঙ্গ কেটে স্ত্রী আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

ওসি রফিকুল ইসলাম বলেন, ‘আজহারুল ইসলামের প্রথম স্ত্রীর নাম রাশিদা খাতুন। তাকে নিয়ে সম্প্রতি দ্বিতীয় স্ত্রী ঝরনা খাতুনের সঙ্গে আজহারুল ইসলামের পারিবারিক দ্বন্দ্ব চলছিল। শনিবার রাতে আজহারুল ইসলামকে খাবারের সঙ্গে ঘুমের ওষুধ খাইয়ে দেন ঝরনা খাতুন। পরে ঘুমন্ত স্বামী আজহারুল ইসলামের পুরুষাঙ্গ কেটে নেন তিনি। একপর্যায়ে ঝরনা খাতুনও ঘুমের ওষুধ খেয়ে অজ্ঞান হয়ে পড়েন। ভোরে ঘটনাটি জানাজানি হলে স্থানীয়রা পুলিশি সহায়তায় তাদের উদ্ধার করে কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে তাদের সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।’ এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান তিনি।

সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালের রেজিস্ট্রার ডা. মানস কুমার জানান, হাসপাতালে ভর্তি হওয়ার আগেই ঝরনা খাতুন মারা যান। আজহারুল ইসলামের অবস্থার অবনতি হওয়ায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

/কেএইচটি/
সম্পর্কিত
‘মানুষের কত ফ্রেন্ড, কাউকে পাশে পাইলে আমার এমন মৃত্যু হইতো না’
নির্বাচনে অনিয়ম হলে কর্মকর্তাদের চাকরিচ্যুত করা হবে: ইসি হাবিব
সাতক্ষীরার ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড 
সর্বশেষ খবর
আলোচিত কিশোরী ইয়াসমিনের মায়ের অস্বাভাবিক মৃত্যু
আলোচিত কিশোরী ইয়াসমিনের মায়ের অস্বাভাবিক মৃত্যু
বদির বিরুদ্ধে চেয়ারম্যানের জিডি
বদির বিরুদ্ধে চেয়ারম্যানের জিডি
ছেলের মৃত্যুর ৪ দিনের মাথায় চলে গেলেন বাবা, গ্রামজুড়ে শোকের ছায়া
ছেলের মৃত্যুর ৪ দিনের মাথায় চলে গেলেন বাবা, গ্রামজুড়ে শোকের ছায়া
গাজা ও ইউক্রেনে যুদ্ধ বন্ধে যুক্তরাজ্যের সঙ্গে কাজ করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী
গাজা ও ইউক্রেনে যুদ্ধ বন্ধে যুক্তরাজ্যের সঙ্গে কাজ করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা