X
রবিবার, ১৯ মে ২০২৪
৪ জ্যৈষ্ঠ ১৪৩১

সূর্য ডুবে যাওয়ায় সুন্দরবনের আগুন নেভানোর কাজ স্থগিত

মোংলা প্রতিনিধি
০৫ মে ২০২৪, ২২:০৭আপডেট : ০৫ মে ২০২৪, ২২:০৭

রবিবার সন্ধ্যার আগ পর্যন্ত সুন্দরবনের আগুন নেভাতে দীর্ঘ প্রচেষ্টা চালিয়েছে সংশ্লিষ্টরা। এদিন বিকাল ৫টায় বনরক্ষী, ফায়ার সার্ভিস, নৌবাহিনীসহ অন্যরা বন থেকে ফিরে আসেন। সোমবার (৬ মে) সকাল থেকে আগুন নিয়ন্ত্রণে আবার কাজ শুরু করবেন তারা।

তবে কী কারণে বনে আগুন লাগলো এবং ক্ষতির পরিমাণ কত, সে বিষয়ে পরিষ্কার কিছু বলছে না বন বিভাগসহ কোনও দফতর। গঠিত তদন্ত কমিটিও সাত কার্যদিবসের আগে মুখ খুলবেন না।

কমিটির প্রধান পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জর সহকারী বন সংরক্ষক রানা দেব এমনটিই এই প্রতিবেদককে জানান। তিনি বলেন, ‘তদন্ত কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত কিছুই নিশ্চিত করে বলা যাচ্ছে না।’

এদিকে, রবিবার বিকেলে আগুন লাগার ঘটনাস্থল সরেজমিন পরিদর্শন করেছেন বন বিভাগের প্রধান বন সংরক্ষক আমির হোসেন চৌধুরী ও কমান্ডার খুলনা নৌ-অঞ্চল রিয়ার অ্যাডমিরাল গোলাম সাদেক। পরিদর্শন শেষে করণীয় সম্পর্কে সংশ্লিষ্ট সকলকে নিয়ে বৈঠকে বসেন তারা।

রবিবার রাত পৌনে ১০টার দিকে খুলনা অঞ্চলের বন সংরক্ষক (সিএফ) মিহির কুমার দো বলেন, ‘সুন্দরবনের আগুন নিয়ন্ত্রণে আছে। বর্তমানে সেখানে কাজ করছে ৪০ সদস্যের একটি বনরক্ষী টিম।’

বাগেরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক সাইদুল আলম চৌধুরী বলেন, ‘বনের ভেতর ও বাইরে কয়েক ধরনের চ্যালেঞ্জ মোকাবিলা করে কাজ করতে হচ্ছে। বনে সাপসহ বিভিন্ন বন্যপ্রাণী থাকায় সূর্য ডুবে যাওয়ার পর এখন আর কাজ করা যাচ্ছে না। ৬২ জন ফায়ার ফাইটার কাজ করে যাচ্ছে। আজকের (রবিবার) মতো আগুন নেভানোর কাজ স্থগিত করা হয়েছে। সোমবার সকাল থেকে আগুন নেভানোর কাজ আবার শুরু করা হবে।’

শনিবার সুন্দরবনে লাগা আগুন রবিবার বিকাল পর্যন্ত অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে, বন বিভাগের কর্মকর্তারা এমন দাবি করলেও দুর্ঘটনাস্থলের অন্তত অর্ধশতাধিক স্থানে বিক্ষিপ্তভাবে আগুন ও ধোঁয়ার কুণ্ডলী দেখা যাচ্ছে বলে খবর পাওয়া গেছে। আর সে কারণে পুরোপুরি আগুন নিয়ন্ত্রণে আনতে আরও দুই থেকে তিন দিন সময়ের প্রয়োজন হবে বলে জানিয়েছে নৌবাহিনীর মোংলা ঘাঁটির ইঞ্জিনিয়ার অফিসার লেফটেন্যান্ট কমান্ডার আরাফাতুল আরেফিন।

তিনি বলেন, ‘রবিবার যেভাবে কাজ করা হয়েছে, সেই কাজকে আরও বেগবান করতে খুলনা নৌ-অঞ্চলের কমান্ডার রিয়ার অ্যাডমিরাল গোলাম স্যার বেশ কিছু নির্দেশনা দিয়েছেন।’ আগুন পুরোপুরি নিয়ন্ত্রণের কাজে সোমবার নৌবাহিনীর অগ্নিনির্বাপক আরও একটি দল যুক্ত হবেন বলেও জানান তিনি।

পূর্ব সুন্দরবনের বিভাগীয় বন কর্মকর্তা কাজী নুরুল করিম জানান, সুন্দরবনে অগ্নিকাণ্ডের ঘটনায় সংশ্লিষ্ট জিউধারা স্টেশনের আওতায় সুন্দরবন নির্ভরশীল পেশাজীবীদের সকল প্রকার পাস পারমিট সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত তারা বনে প্রবেশ করতে পারবেন না।

স্থানীয়দের ভাষ্যমতে, আগুন লেগেছে অন্তত দুই দিন আগে। ঘটনাস্থল থেকে বন বিভাগের অফিস বেশ দূরে। ওই এলাকায় বাঘসহ বন্যপ্রাণীর উপস্থিতি অনেক বেশি। তাই মানুষের প্রবেশ কম। এ জন্য খবর পেতে দেরি হয়েছে।

/কেএইচটি/
সম্পর্কিত
কাওরানবাজারে লা ভিঞ্চি হোটেলের জেনারেটর রুমে আগুন
ধোলাইখালে মিউচুয়াল ট্র্যাস্ট ব্যাংকের শাখায় আগুন
থানচির দুর্গম পাহাড়ি পাড়ায় আগুন, নিয়ন্ত্রণে এনেছে বিজিবি
সর্বশেষ খবর
সংকট থেকে উত্তরণে তরুণদের এগিয়ে আসার আহ্বান মেননের
সংকট থেকে উত্তরণে তরুণদের এগিয়ে আসার আহ্বান মেননের
কানে ঝুলছে বাংলাদেশের দুল!
কান উৎসব ২০২৪কানে ঝুলছে বাংলাদেশের দুল!
ধোনি-জাদেজার লড়াই ছাপিয়ে প্লে অফে বেঙ্গালুরু
ধোনি-জাদেজার লড়াই ছাপিয়ে প্লে অফে বেঙ্গালুরু
হীরকজয়ন্তীর পর সংগঠনে মনোযোগ দেবে আ.লীগ
হীরকজয়ন্তীর পর সংগঠনে মনোযোগ দেবে আ.লীগ
সর্বাধিক পঠিত
মামুনুল হক ডিবিতে
মামুনুল হক ডিবিতে
৩০ শতাংশ বেতন বৃদ্ধির দাবি তৃতীয় শ্রেণির সরকারি কর্মচারীদের
৩০ শতাংশ বেতন বৃদ্ধির দাবি তৃতীয় শ্রেণির সরকারি কর্মচারীদের
আমেরিকা যাচ্ছেন ৩০ ব্যাংকের এমডি
আমেরিকা যাচ্ছেন ৩০ ব্যাংকের এমডি
নির্মাণের উদ্দেশ্যে ভালো সড়ক কেটে ২ বছর ধরে খাল বানিয়ে রেখেছে
নির্মাণের উদ্দেশ্যে ভালো সড়ক কেটে ২ বছর ধরে খাল বানিয়ে রেখেছে
গরমে সুস্থ থাকতে কোন কোন পানীয় খাবেন? ইলেক্ট্রোলাইট পানীয় কখন জরুরি?
গরমে সুস্থ থাকতে কোন কোন পানীয় খাবেন? ইলেক্ট্রোলাইট পানীয় কখন জরুরি?