X
সোমবার, ২০ মে ২০২৪
৬ জ্যৈষ্ঠ ১৪৩১

কথা-কাটাকাটির জেরে স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী আটক

মেহেরপুর প্রতিনিধি
১০ মে ২০২৪, ১০:০১আপডেট : ১০ মে ২০২৪, ১১:২৯

মেহেরপুর সদর উপজেলার গোভিপুর গ্রামে স্বামীর হাঁসুয়ার কোপে স্ত্রী নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। শুক্রবার (১০ মে) ভোরে এ ঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে, নিজেদের মধ্যে কলহের জেরে স্ত্রীকে কুপিয়েছেন স্বামী এলাহি বক্স।

এ ঘটনায় স্থানীয়রা অভিযুক্ত ওই স্বামীকে আটক করে পুলিশে দিয়েছেন। পরে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মেহেরপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, এলাহি বক্স ও তার স্ত্রী সালেহা খাতুন নিজ বাড়িতে বসবাস করতেন। প্রতিদিনের মতো ভোরে নামাজ পড়তে ওঠেন সালেহা খাতুন। এ সময় স্ত্রীর সঙ্গে কোনও কারণে কথা-কাটাকাটি হলে ঘরে থাকা হাঁসুয়া দিয়ে কোপ মারেন স্বামী এলাহি বক্স। স্ত্রী সালেহা খাতুন আহত অবস্থায় চিৎকার করলে পরিবারের অন্যান্য সদস্য ও প্রতিবেশীরা তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এলাহি বক্স মানসিক ভারসাম্যহীন বলে জানান পরিবারের সদস্যরা। অপরদিকে, ঘটনার পর স্থানীয়দের সহযোগিতায় অভিযুক্ত স্বামীকে আটক করে পুলিশ। 

মেহেরপুর জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক শফিকুল ইসলাম বলেন, ‘গুরুতর আহত অবস্থায় সালেহা খাতুনকে চিকিৎসা দেওয়া হয়। তবে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তাকে বাঁচানো সম্ভব হয়নি।’

মেহেরপুর সদর থানার ওসি (তদন্ত) মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘এলাহি বক্সকে আটক করা হয়েছে। এই ঘটনায় সদর থানায় একটি হত্যা মামলা করা হবে। তদন্ত সাপেক্ষে পরবর্তীতে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।’

/কেএইচটি/
সম্পর্কিত
চোর সন্দেহে যুবককে গাছে বেঁধে পিটিয়ে হত্যা
মুগদায় নারীর মরদেহ উদ্ধার
কুমিল্লায় ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত
সর্বশেষ খবর
‘পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের সঞ্চালন লাইন প্রস্তুতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে’
‘পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের সঞ্চালন লাইন প্রস্তুতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে’
মিরপুরে শুরু হয়েছে ফার্নিচার মেলা
মিরপুরে শুরু হয়েছে ফার্নিচার মেলা
বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে নিজেদের সক্ষমতা বাড়ানো জরুরি
বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে নিজেদের সক্ষমতা বাড়ানো জরুরি
‘বাংলাদেশ দলে খেলতে না পারলে আমি মরে যাবো না’
‘বাংলাদেশ দলে খেলতে না পারলে আমি মরে যাবো না’
সর্বাধিক পঠিত
রাইসির হেলিকপ্টারের অবস্থান ‘শনাক্ত’, সুসংবাদের প্রত্যাশা
রাইসির হেলিকপ্টারের অবস্থান ‘শনাক্ত’, সুসংবাদের প্রত্যাশা
ঋণ খেলাপের দায়ে স্ত্রী-ছেলেসহ স্টিল মিল মালিকের কারাদণ্ড
ঋণ খেলাপের দায়ে স্ত্রী-ছেলেসহ স্টিল মিল মালিকের কারাদণ্ড
হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রী নিহত
হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রী নিহত
কী থাকছে হিমায়িত মাংস আমদানি নীতিমালায়
কী থাকছে হিমায়িত মাংস আমদানি নীতিমালায়
রাইসির বিধ্বস্ত হেলিকপ্টারের ভিডিও প্রকাশ
রাইসির বিধ্বস্ত হেলিকপ্টারের ভিডিও প্রকাশ