X
মঙ্গলবার, ২১ মে ২০২৪
৬ জ্যৈষ্ঠ ১৪৩১

ধর্ষণ শেষে হত্যার পর বস্তাবন্দি লাশ ফেলা হয় পুকুরে

শেরপুর প্রতিনিধি
২৭ জুলাই ২০২২, ১৮:৫০আপডেট : ২৭ জুলাই ২০২২, ১৯:৩০

শেরপুরের ঝিনাইগাতীতে পুকুর থেকে কিশোরীর (১৩) বস্তাবন্দি লাশ উদ্ধারের ঘটনায় মো. আল আমিন (২৭) নামে এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাব। ধর্ষণ শেষে হত্যার পর ওই কিশোরীর লাশ বস্তাবন্দি করে পুকুরে ফেলা হয়েছিল। 

বুধবার (২৭ জুলাই) সকালে শেরপুর প্রেস ক্লাবে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান জামালপুর র‍্যাব-১৪-এর কোম্পানি কমান্ডার আশিক উজ্জামান। মঙ্গলবার (২৬ জুলাই) রাতে ঝিনাইগাতী উপজেলার হাতীবান্ধা ইউনিয়নের ঘাগড়া কামারপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। আল আমিন ঝিনাইগাতী উপজেলার বাকাকুড়া গ্রামের মো. শাহজাহান মিয়ার ছেলে।

এর আগে রবিবার (২৪ জুলাই) বিকালে ঝিনাইগাতী উপজেলার কাংশা ইউনিয়নের বাকাকুড়া গ্রামের পুকুর থেকে পঞ্চম শ্রেণির ওই ছাত্রীর বস্তাবন্দি লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় স্কুলছাত্রীর বাবা অজ্ঞাতদের আসামি করে হত্যা মামলা করেন। এরপর ঘটনার ছায়াতদন্ত শুরু করে র‌্যাব-১৪।

র‍্যাব-১৪ কোম্পানি কমান্ডার আশিক উজ্জামান বলেন, ‘গত শুক্রবার রাতে মাদকসেবী আল আমিন ওই ছাত্রীকে ফুসলিয়ে বাকাকুড়া এলাকার কালঘোষা নদীর তীরে নিয়ে ধর্ষণ করে। পরে ঘটনা জানাজানি হওয়ার ভয়ে গলায় ওড়না পেঁচিয়ে ছাত্রীকে শ্বাসরোধে হত্যা করে। এরপর লাশ বস্তাবন্দি করে প্রতিবেশী সাঈদ মিয়াকে ফাঁসাতে তার পুকুরে ফেলে দেয়। তথ্যপ্রযুক্তির সহায়তায় আল আমিনকে দ্রুত শনাক্ত ও গ্রেফতার করা হয়।’

তিনি আরও বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে কিশোরীকে ধর্ষণের পর হত্যা ও লাশ বস্তাবন্দি করে পুকুরে ফেলার কথা স্বীকার করেছে আল আমিন। বুধবার দুপুরে ঝিনাইগাতী থানা পুলিশের কাছে তাকে সোপর্দ করা হয়। এরপর আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।’

প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন র‌্যাব-১৪ সিপিসি-১ জামালপুর ক্যাম্পের সহকারী পুলিশ সুপার এম এম সবুজ রানাসহ র‌্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

/এএম/এমওএফ/
সম্পর্কিত
টাকা আত্মসাৎ: গ্রামীণ ব্যাংকের সাবেক কর্মকর্তার দুই বছর কারাদণ্ড
ভুয়া ইঞ্জিনিয়ার সেজে প্রতারণা করে কলেজছাত্রীকে বিয়ে!
চোর সন্দেহে যুবককে গাছে বেঁধে পিটিয়ে হত্যা
সর্বশেষ খবর
বিছানায় পড়ে ছিল স্ত্রীর লাশ, ঘরের আড়ায় ঝুলছিলেন স্বামী
বিছানায় পড়ে ছিল স্ত্রীর লাশ, ঘরের আড়ায় ঝুলছিলেন স্বামী
রাদওয়ান মুজিব সিদ্দিক ববির জন্মদিন আজ
রাদওয়ান মুজিব সিদ্দিক ববির জন্মদিন আজ
সংসদীয় কমিটির তোপের মুখে টেলিটক
সংসদীয় কমিটির তোপের মুখে টেলিটক
৭ দেশের জাহাজ চলাচলে করতে হবে না আলাদা চুক্তি
৭ দেশের জাহাজ চলাচলে করতে হবে না আলাদা চুক্তি
সর্বাধিক পঠিত
রাইসির হেলিকপ্টারের অবস্থান ‘শনাক্ত’, সুসংবাদের প্রত্যাশা
রাইসির হেলিকপ্টারের অবস্থান ‘শনাক্ত’, সুসংবাদের প্রত্যাশা
হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রী নিহত
হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রী নিহত
রাইসির বিধ্বস্ত হেলিকপ্টারের ভিডিও প্রকাশ
রাইসির বিধ্বস্ত হেলিকপ্টারের ভিডিও প্রকাশ
ঢাকায় ব্যাটারিচালিত অটোরিকশা চলবে
প্রধানমন্ত্রীর নির্দেশ, জানালেন ওবায়দুল কাদেরঢাকায় ব্যাটারিচালিত অটোরিকশা চলবে
এ আর রাহমানের মুখে লালন ফকির থেকে শেখ হাসিনা...
কান উৎসব ২০২৪এ আর রাহমানের মুখে লালন ফকির থেকে শেখ হাসিনা...