X
সোমবার, ২০ মে ২০২৪
৬ জ্যৈষ্ঠ ১৪৩১

‘বাংলাদেশের তিন স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি আরও বাড়াতে চায় ভুটান’

শেরপুর প্রতিনিধি
১৩ ফেব্রুয়ারি ২০২৩, ১৯:৩৮আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৩, ১৯:৩৮

বাংলাদেশ ও ভুটানের মধ্যকার ব্যবসায়িক দ্বিপাক্ষিক চুক্তিগুলো দ্রুত বাস্তবায়ন করা হবে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভুটানের রাষ্ট্রদূত রিনচেন কুয়েনসিল। তিনি বলেছেন, ‌‘ইতোমধ্যে বাংলাদেশ ও ভুটানের মধ্যকার দ্বিপাক্ষিক ব্যবসায়ী বিষয়ে বেশ কিছু চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বর্তমানে ভুটান থেকে ১৮টি পণ্য আমদানি করার অনুমতি রয়েছে। পাশাপাশি বাংলাদেশ থেকে ১০টি পণ্য ভুটানে যাচ্ছে। আমরা আশা করছি, দুই দেশের আমদানি ও রফতানিকৃত সব পণ্য শুল্কমুক্ত সুবিধা পাবে।’

সোমবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে শেরপুরের নালিতাবাড়ীর নাকুগাঁও স্থলবন্দর পরিদর্শনে এসে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। 

ভুটানের দ্বিতীয় বাণিজ্যিক পয়েন্ট বাংলাদেশ উল্লেখ করে রিনচেন কুয়েনসিল বলেন, ‘ভুটানের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ক অত্যন্ত ভালো। সৌহার্দ্যপূর্ণ এই সম্পর্ক আরও গতিশীল করতে বাংলাদেশের তিনটি স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি কার্যক্রম আরও বাড়াতে চায় ভুটান। ভারতের ট্রানজিট ব্যবহারের অনুমতি পেলে কাজ শুরু হবে। বর্তমানে ইন্দো-বাংলাদেশ ও ইন্দো-ভুটান চুক্তি থাকলেও দ্রুত সময়ের মধ্যে একটি ত্রিদেশীয় চুক্তি হতে যাচ্ছে।’

এ সময় রাষ্ট্রদূতের সঙ্গে উপস্থিত ছিলেন ভুটান দূতাবাসের মিনিস্টার কাউন্সিলর (ট্রেড) কেনচো থিনলে, বাংলাদেশ কাস্টমসের কমিশনার ওয়াহিদা চৌধুরী, নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খ্রিষ্টফার হিমেল রিছিল, পৌর মেয়র আবু বক্কর সিদ্দিক, আমদানি-রফতানিকারক সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান মুকুল ও সাধারণ সম্পাদক অরুণ সরকার প্রমুখ।

/এএম/
সম্পর্কিত
নেপাল ও ভুটান সফরে গেলেন পররাষ্ট্র সচিব
আঞ্চলিক জ্বালানি বাণিজ্যে লাভবান হবে সবাই 
ভুটানি ভাষায় বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’ গ্রন্থের মোড়ক উন্মোচন
সর্বশেষ খবর
এবার সাবিনাদের কাছে হারলো সাফজয়ী ছোটনের দল
এবার সাবিনাদের কাছে হারলো সাফজয়ী ছোটনের দল
নিহত রাইসি: তদন্তে নামছে ইরান, ইসরায়েলিদের উচ্ছ্বাস
নিহত রাইসি: তদন্তে নামছে ইরান, ইসরায়েলিদের উচ্ছ্বাস
বিদেশে পড়তে ইচ্ছুক শিক্ষার্থীদের সনদ সংগ্রহ আরও সহজ হবে
বিদেশে পড়তে ইচ্ছুক শিক্ষার্থীদের সনদ সংগ্রহ আরও সহজ হবে
মেসি-ডি মারিয়াকে নিয়ে কোপা শিরোপা ধরে রাখার মিশনে আর্জেন্টিনা
মেসি-ডি মারিয়াকে নিয়ে কোপা শিরোপা ধরে রাখার মিশনে আর্জেন্টিনা
সর্বাধিক পঠিত
রাইসির হেলিকপ্টারের অবস্থান ‘শনাক্ত’, সুসংবাদের প্রত্যাশা
রাইসির হেলিকপ্টারের অবস্থান ‘শনাক্ত’, সুসংবাদের প্রত্যাশা
হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রী নিহত
হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রী নিহত
রাইসির বিধ্বস্ত হেলিকপ্টারের ভিডিও প্রকাশ
রাইসির বিধ্বস্ত হেলিকপ্টারের ভিডিও প্রকাশ
ঢাকায় ব্যাটারিচালিত অটোরিকশা চলবে
প্রধানমন্ত্রীর নির্দেশ, জানালেন ওবায়দুল কাদেরঢাকায় ব্যাটারিচালিত অটোরিকশা চলবে
ইরানের প্রেসিডেন্ট নিহতের ঘটনায় বিশ্বজুড়ে শোকের ছায়া
ইরানের প্রেসিডেন্ট নিহতের ঘটনায় বিশ্বজুড়ে শোকের ছায়া