X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

হুট করে সব শিক্ষার্থীর বেতন বাড়ালো ‘স্কলার্স হোম’: অভিভাবকরা আন্দোলনে

মোহাম্মদ সিরাজুল ইসলাম, সিলেট
২৪ মে ২০১৬, ১৯:২৮আপডেট : ২৪ মে ২০১৬, ১৯:৩১

সিলেট সিলেটের ইংলিশ মিডিয়াম শিক্ষা প্রতিষ্ঠান স্কলার্সহোম স্কুল অ্যান্ড কলেজের সব ক্লাসে এক লাফে ৬শ’ টাকা করে বেতন বৃদ্ধি করা হয়েছে। বর্তমানে প্রতিষ্ঠানটির প্লে থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের ১৪০০ টাকা করে বেতন দিতে হয়। তবে আগামী জুলাই থেকে প্রতি ক্লাসে শিক্ষার্থী প্রতি ২ হাজার টাকা করে বেতন গুণতে হবে। এদিকে, কর্তৃপক্ষের এমন সিদ্ধান্তে ক্ষুব্ধ শিক্ষার্থীদের প্রায় সাড়ে ৫ হাজার অভিভাবক। বেতন বৃদ্ধি প্রত্যাহারের প্রতিবাদে তারা প্রতিষ্ঠানটির ৬টি শাখার সামনে আগামীকাল বুধবার সকাল ৯টায় একযোগে মানববন্ধন কর্মসূচি পালনের সিদ্ধান্ত নিয়েছেন।
সিলেটের শাহী ঈদগাহ, পাঠানটুলা, ইলেকট্রিক সাপ্লাই, শিবগঞ্জ, মেজরটিলা ও দক্ষিণ সুরমায় স্কলার্স হোমের শাখা ক্যাম্পাস রয়েছে।এ সব ক্যাম্পাসে প্রায় সাড়ে ৫ হাজার শিক্ষার্থী অধ্যয়ন করছে।
হাফিজ মজুমদার শিক্ষা ট্রাস্টের একটি প্রতিষ্ঠান হচ্ছে স্কলার্সহোম। এই ট্রাস্টের মাধ্যমেই পরিচালিত হয় এই প্রতিষ্ঠান। গত ৪মে এই ট্রাস্টের সদস্য সচিব লোকমান উদ্দিন চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বেতন বাড়ানোর সিদ্ধান্তের কথা জানানো হয়। নোটিশে আগামী জুলাই মাস থেকে বর্ধিত টাকাসহ প্রতিমাসে ২০০০ টাকা বেতন পরিশোধ করতে বলা হয়। এ নোটিশ জারির পর থেকে শিক্ষার্থীদের অভিভাবকদের মধ্যে ক্ষোভ বিরাজ করতে থাকে। এ নিয়ে অভিভাবকরা ভেতরে ভেতরে সংগঠিত হতে থাকেন। দফায় দফায় তারা সভায় মিলিত হন। এক পর্যায়ে বুধবার তারা একযোগে মানববন্ধন কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেন।

ফারুক আহমদ নামের একজন অভিভাবক জানান, শিক্ষার্থী ভর্তি করার সময় অভিভাবকদের কাছ থেকে আগামী বছরের শুরুতে ২শ’ টাকা বাড়ানো হবে এমন অঙ্গীকারনামা নিয়েছিলেন প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। নিয়ম অনুযায়ী বছরের শুরুতে বেতন বৃদ্ধি হওয়ার কথা। কিন্তু, বছরের মাঝখানে হঠাৎ করেই বেতন বাড়ানোর সিদ্ধান্ত তাদেরকে হতবাক করেছে। এ সিদ্ধান্ত পরিবর্তন না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন।

এদিকে, হঠাৎ করেই বেতন বাড়ানোর বিষয়ে স্কলার্স হোম সংশ্লিষ্ট কেউই মিডিয়ার সঙ্গে কথা বলতে চাইছেন না। নাম প্রকাশ না করার শর্তে প্রতিষ্ঠানটির একজন নীতি-নির্ধারক জানান, ট্রাস্টি বোর্ডের সদস্য সচিব লোকমান উদ্দিন চৌধুরী বিষয়টি সুরাহার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। বিষয়টি দ্রুতই সুরাহা হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

সিলেট শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর গোলাম কিবরিয়া তাপাদার জানান, ট্রাস্টের মাধ্যমে কোনও শিক্ষা প্রতিষ্ঠান পরিচালিত হলেও ওই প্রতিষ্ঠানকে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা মানতে হবে। তিনি বলেন, স্কলার্স হোম অযৌক্তিক বেতন বৃদ্ধি করে  থাকলে তা তারা খতিয়ে দেখবেন।

এদিকে, বর্ধিত মাসিক বেতন প্রত্যাহারের দাবিতে মঙ্গলবার সকল ক্যাম্পাসের অভিভাবকদের এক যৌথ সভা অনুষ্ঠিত হয়। সিলেট সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর ফয়জুল আনোয়ার (আলোয়ার) এর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন অধ্যক্ষ শেখ সুজাত আলী রফিক, কাউন্সিলর ইলিয়াসুর রহমান ইলিয়াস, মঈনুল ইসলাম, বিষু দাস, সোহরাব আলী, তাজ উদ্দিন খান আলম ও মাকসুদুর রহমান মিনু।

যৌথ সভায় বক্তারা বলেন, বছরের মাঝামাঝি হুট করে বেতন বাড়িয়ে শিক্ষা প্রতিষ্ঠানটি শিক্ষার্থী ও অভিভাবকদের কাছে দেওয়া প্রতিশ্রুতি ভঙ্গ করেছেন।

আরও পড়ুন: এইচএসসি’র ২৭ মে’র পরীক্ষা ১২ জুন

/টিএন/আপ-এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!