X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

জলাবদ্ধতা দূর করতে ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন জরুরি: কেসিসি মেয়র

খুলনা প্রতিনিধি
২৪ মে ২০১৬, ২০:৩৫আপডেট : ২৪ মে ২০১৬, ২০:৩৫

কেসিসির ভারপ্রাপ্ত মেয়র মো. আনিসুর রহমান বিশ্বাস খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) ভারপ্রাপ্ত মেয়র মো. আনিছুর রহমান বিশ্বাস বলেছেন, নাগরিক সুবিধা বৃদ্ধি এবং খুলনাকে একটি সমৃদ্ধ নগরী হিসেবে গড়ে তুলতে চলমান প্রকল্পগুলোর কাজ দ্রুত এগিয়ে চলছে। পাশাপাশি নতুন নতুন প্রকল্প হাতে নেওয়া হচ্ছে। মহানগরীর জলাবদ্ধতা দূর করতে ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, খুলনা শহরে নতুন রাস্তা নির্মাণ ও পুরাতন রাস্তার উন্নয়ন, সেবক কলোনি নির্মাণ এবং বিদ্যুৎ সাশ্রয়ের জন্য রাস্তায় এলইডি ল্যাম্প স্থাপনের দ্বিতীয় পর্যায়ের কাজ এর মধ্যে অন্যতম-যা ইতোমধ্যে বার্ষিক উন্নয়ন কর্মসূচি হিসেবে অন্তর্ভুক্ত হয়েছে।

ভারপ্রাপ্ত মেয়র মঙ্গলবার সকাল ১০টায় নগরীর অফিসার্স ক্লাবে ‘জনতার মুখোমুখি নগর পিতা’ শীর্ষক অনুষ্ঠানে নাগরিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এ কথা বলেন। সচেতন নাগরিক কমিটি (সনাক) খুলনা এ অনুষ্ঠানের আয়োজন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সনাক-খুলনার সভাপতি মুক্তিযোদ্ধা শেখ আব্দুল কাইয়ুম।

ভারপ্রাপ্ত মেয়র এক প্রশ্নের জবাবে বলেন, আগামী ২০১৬-১৭ অর্থবছরে কেসিসি থেকে একটি উন্নয়নমুখী বাজেট প্রণয়ন করা হচ্ছে। প্রস্তাবিত বাজেটে নাগরিক সেবা সম্প্রসারণ ও সেবার মান যুগোপযোগী ধারায় উন্নীত করার পরিকল্পনা থাকবে। চলমান ২০১৫-১৬ অর্থ বছরের বাজেট প্রসঙ্গে তিনি বলেন, এ বাজেটে প্রস্তাবিত আয় ধরা হয়েছিল ৮৭ কোটি ৭০ লাখ ৩৪ হাজার টাকা। তা সংশোধিত বাজেটে ধরা হয়েছে ৫৭ কোটি ৬৪ লাখ ২২ হাজার টাকা। তিনি বলেন আগামী বাজেটে নতুন কোনও করারোপের প্রস্তাব করা হবে না। তবে বকেয়া পৌরকর আদায় এবং নবনির্মিত স্থাপনার ওপর করধার্য করা হবে।

অনুষ্ঠানে অপর এক প্রশ্নের জবাবে ময়ূর নদীকে খুলনা মহানগরীর হৃদপিণ্ড হিসেবে উল্লেখ করে ভারপ্রাপ্ত মেয়র বলেন, পরিকল্পিতভাবে এই নদী খনন, এর সঙ্গে যুক্ত সব খালে স্বাভাবিক পানি প্রবাহ সৃষ্টি, ময়ূর নদীর বর্জ্য পানি পরিশোধন, নৌযান চলাচলের ব্যবস্থাসহ এই নদীর ওপর জন চলাচলের সুবিধার্থে প্রয়োজনীয় সংখ্যক নান্দনিক সেতু নির্মাণ করার পরিকল্পনা রয়েছে। তিনি বলেন, নগরীর জলাবদ্ধতা নিরসনে ড্রেন নির্মাণ, ড্রেনের বর্জ্য উত্তোলন সহ বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।

তিনি জানান, নগরবাসীর চিত্তবিনোদনের জন্য গোলকমনি শিশুপার্কসহ অন্য পার্কগুলো সংস্কার করা হবে। কেসিসি পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার মানোন্নয়ন এবং মেধাবী ছাত্র-ছাত্রীদের বিনা বেতনে অধ্যয়নের সুবিধা চালু করা হবে বলেও তিনি উল্লেখ করেন।

অনুষ্ঠান সঞ্চলনা করেন শিক্ষাবিদ অধ্যাপক আনোয়ারুল কাদির। অন্যান্যের মধ্যে দৈনিক পূর্বাঞ্চল সম্পাদক বেগম ফেরদৌসী আলী, কেসিসি’রপ্যানেল মেয়র রুমা খাতুন, কাউন্সিলর সাইফুল ইসলাম, সংরক্ষিত আসনের কাউন্সিলর সাহিদা বেগম, আনজিরা খাতুন, রাবেয়া ফাহিদ হাসনাহেনা, রোকেয়া ফারুক, সনাক-খুলনার সহ-সভাপতি ও স্থানীয় সরকার বিষয়ক উপ-কমিটির আহবায়ক সাংবাদিক এ কে হিরু, অ্যাডভোকেট কুদরত-ই-খুদা, অ্যাডভোকেট শামীমা সুলতানা শীলু, মো. শাহিন জামাল পণ, কবি বিষ্ণুপদ সিংহ, তথ্য অধিদফতর-খুলনার উপ-পরিচালক জাবেদ ইকবাল, পোল্ট্রি ফিস ফিড শিল্প মালিক সমিতির মহাসচিব সোহরাব হোসেন প্রমুখ বক্তৃতা করেন।
/টিএন/আপ-এসএনএইচ/
আরও পড়তে পারেন:
ঘোষণা দিয়ে মডেলের আত্মহত্যা, একজন গ্রেফতার
কাজে অনীহা, তাই ৪০ হাজার নারী গৃহকর্মীকে ফেরত পাঠিয়েছে সৌদি আরব!
প্রয়োজনে ফৌজদারি আইনে পরিবর্তন আসতে পারে

সম্পর্কিত
সর্বশেষ খবর
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
লিভারপুলের নতুন কোচ স্লট!
লিভারপুলের নতুন কোচ স্লট!
ক্ষমতায় যেতে বিএনপি বিদেশি প্রভুদের দাসত্ব করছে: ওবায়দুল কাদের
ক্ষমতায় যেতে বিএনপি বিদেশি প্রভুদের দাসত্ব করছে: ওবায়দুল কাদের
লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ২
লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ২
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!