X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

তিন জেলায় বজ্রাঘাতে তিনজনের মৃত্যু

বাংলা ট্রিবিউন ডেস্ক
২৪ মে ২০১৬, ২২:৫০আপডেট : ২৪ মে ২০১৬, ২২:৫৩

বজ্রাঘাত যশোর, গাইবান্ধা ও মানিকগঞ্জে মঙ্গলবার বজ্রাঘাতে তিন ব্যক্তি মারা গেছেন। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:

যশোর প্রতিনিধি জানান, যশোরে বজ্রাঘাতে রুমা বেগম (২৩) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। তিনি কাস্তা গ্রামের হাফিজুর রহমানের স্ত্রী ও এক মেয়ে সন্তানের জননী। মঙ্গলবার দুপুরে জেলার কেশবপুর উপজেলার কাস্তা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, দুপুরে বৃষ্টির সময় মেয়েকে খুঁজতে তিনি বাড়ির বাইরে যান। এ সময় পাশের একটি বটগাছে বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হন। স্বজনরা তাকে উদ্ধার করে কেশবপুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় কেশবপুর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

গাইবান্ধা প্রতিনিধি জানান, গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার পশ্চিম ছাপড়হাটী (পাড়ের হাট খোলা) গ্রামে মঙ্গলবার দুপুরে বজ্রাঘাতে শেফালি বেগম (১৫) নামে কিশোরী মারা গেছেন।

নিহত শেফালি ওই গ্রামের আলকাছ আলীর মেয়ে ও পশ্চিম ছাপড়হাটী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী।

সুন্দরগঞ্জ থানার ওসি ইসরাইল হোসেন পরিবারের বরাত দিয়ে জানান, মঙ্গলবার দুপুরে শেফালি বেগম গুড়ি গুড়ি বৃষ্টি ও দমকা বাতাসের সময় প্রতিবেশীর বাগানে আম কুড়াতে যায়। এসময় হঠাৎ বজ্রাঘাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

মানিকগঞ্জ প্রতিনিধি জানান, মঙ্গলবার দুপুরে মানিকগঞ্জ সদর উপজেলার জাগীর এলাকায় বজ্রাঘাতে আবদুস সালাম (৫৫) নামে এক কৃষক মারা গেছেন। তিনি মৃত আবদুস সোবাহানের ছেলে। 
সদর থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুর পৌনে দুইটার দিকে  প্রবল ঝড় আর বৃষ্টির মধ্যে চকে বেঁধে রাখা গরু আনতে গেলে আকস্মিক বজ্রাঘাতে তিনি চকের মধ্যেই মারা যান।

বিষয়টি অবহিত হয়েছেন বলে নিশ্চিত করেছেন মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রহমান। তিনি জানান, এ ব্যাপারে খোঁজ নিতে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

আরও পড়ুন: নীলফামারীতে আরও ২০ জন গ্রেফতার 

/এসএনএইচ/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ক্রিমিয়া উপকূলে রুশ সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত
ক্রিমিয়া উপকূলে রুশ সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত
হোয়াইট হাউজের বিড়াল নিয়ে বই প্রকাশ করবেন মার্কিন ফার্স্টলেডি
হোয়াইট হাউজের বিড়াল নিয়ে বই প্রকাশ করবেন মার্কিন ফার্স্টলেডি
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
আশরাফুলের হ্যাটট্রিকে আবাহনীর টানা ৮ জয়
আশরাফুলের হ্যাটট্রিকে আবাহনীর টানা ৮ জয়
সর্বাধিক পঠিত
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!