X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০
বিনা দোষে ১৩ বছর কারাগারে কাটানো জবেদ আলীর প্রশ্ন

আমার জীবন থেকে কেড়ে নেওয়া দিনগুলো কেউ ফিরিয়ে দিতে পারবেন?

মো. আসাদুজ্জামান, সাতক্ষীরা
২৫ মে ২০১৬, ০৩:৪০আপডেট : ২৫ মে ২০১৬, ১৩:৩২


জবেদ আলী ক্ষতি পূরণ চেয়েছেন খালাসের রায়ের পর বিনা দোষে ১৩ বছর কারাগারে  থাকা জবেদ আলী বিশ্বাস (৫৯)।  তিনি বলেন,  ‘আমার জীবন থেকে যে দিনগুলো কেড়ে নেওয়া হয়েছে, তা কি কেউ ফিরিয়ে দিতে পারবেন? আমি কি ফিরে পাব ফেলে আসা সেই অতীত? মঙ্গলবার বিকেলে সাতক্ষীরা জেলা জজ আদালতের আইনজীবী জিললুর রহমানের বাড়িতে বসে তিনি বাংলা ট্রিবিউনকে এসব কথা বলছিলেন।
জবেদ আলী বলেন, ‘বিনা দোষে ১৩টি বসন্ত পার করেছি অন্ধকার কারাগারে। আমার সব শেষ হয়ে গেছে। বাইরে এসে দেখি, এখন আর কিছুই নেই। যদি টাকাগুলো পাই, তাহলে কিছু একটা করতে পারব।’
এক প্রশ্নের জবাবে জবেদ আলী বলেন, ‘আমি ছিলাম একজন কৃষক। সামান্য কিছু কৃষি জমিও ছিল। তাতে যে ফসল হতো, তাতেই আমরা সুখে ছিলাম। কুঁড়েঘরে থাকলেও সেটি ছিল আমার স্বর্গ। কিন্তু হঠাৎ কালবৈশাখী ঝড়ের মতো আমার সবকিছু তছনছ হয়ে গেল। আমার সব শেষ হয়ে গেছে আমার আমি ছাড়া আর কিছুই নেই। জেল থেকে বের হয়ে এসে এখন অন্যের জমিতে কামলা খাঁটি।’
জবেদ আলী আরও বলেন, ‘আমার জীবন থেকে সব কেড়ে নেওয়া হয়েছে। ২০ লাখ টাকা দিয়েও আমার সেই ক্ষতি পূরণ হওয়া সম্ভব নয়। যদি ক্ষতি পূরণ পাই, তাহলে মনে জীবনের শেষ সময়টা ভালোভাবে কেটে যাবে।’
মঙ্গলবার তার এই রায় শুনে গ্রামের বাড়ি থেকে সাতক্ষীরা শহরে অবস্থিত আইনজীবী জিললুর রহমানের বাড়িতে এসে ওঠেন।

জবেদের ভাই ইয়ার আলী বলেন, ‘আমার ভাই জবেদ আলী বিনা দোষে ১৩ বছর জেল খেটেছে। প্রথম দিকে আমি ভ্যান চালিয়ে তার মামলা চালিয়েছি পর আর চালাতে পারিনি। আমার ভাই যদি ক্ষতি পূরণ পাই তাহলে জীবনের শেষ দিনগুলো ভালোভাবে কাটাতে পারবে।’

ভাই ইয়ার আলীর সঙ্গে জবেদ আলী

এদিকে, আজ উচ্চ আদালতের খালাসের রায়ের ১৩ বছর পর মুক্তি পাওয়া সাতক্ষীরার জবেদ আলী বিশ্বাসের ‘মৌলিক অধিকার লঙ্ঘিত হওয়ায়’ কেন তাকে ২০ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে না—তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. ইকবাল কবিরের হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবার এই রুল জারি করেন।

আরও পড়তে পারেন: খালাসের পর ১৩ বছর বন্দি জবেদকে কেন ক্ষতিপূরণ নয়: হাইকোর্ট

স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আইন সচিব, হাইকোর্টের রেজিস্ট্রার, সাতক্ষীরার অতিরিক্ত দায়রা জজ আদালত-৩-এর তৎকালীন বিচারক, আইজিপি (প্রিজন) ও সাতক্ষীরার জেল সুপারকে চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। পাশাপাশি জবেদ আলীকে কারাবন্দি রাখায় বিবাদীদের নিষ্ক্রিয়তা ও অবহেলা কেন সংবিধানের ৩১, ৩২ ও ৩৫ ও ৩৬ অনুচ্ছেদের পরিপন্থী ঘোষণা করা হবে না তা জানতে চাওয়া হয়েছে রুলে।

কিন্তু সাতক্ষীরার তখনকার অতিরিক্ত দায়রা জজ খালাসের আদেশ কারাগারে না পাঠানোয় মুক্তি আটকে থাকে ১৩ বছর। সংবিধানের ৩১, ৩২ ও ৩৫ ও ৩৬ অনুচ্ছেদের মৌলিক অধিকার লঙ্ঘন হয়েছে দাবি করে এই রিট আবেদন করা হয়েছে বলে জানান এই আইনজীবী।

উল্লেখ্য, আদালতের দায়িত্বশীল সূত্রে জানা যায়, ১৯৯৪ সালের ৫ সেপ্টেম্বর সাতক্ষীরার তালা উপজেলার মানিকহার গ্রামে শ্বশুরবাড়িতে বেড়াতে গিয়ে মেয়ে লিলিকে (৮) বিষ খাইয়ে হত্যার অভিযোগে গ্রেফতার হন জবেদ আলী। পুলিশ এই মামলায় তার বিরুদ্ধে আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেন। পাঁচজন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে সাতক্ষীরার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত (দ্বিতীয়) ২০০১ সালের ১ মার্চ জবেদ আলীকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও দুই বছরের কারাদণ্ড দেন। জবেদ আলী এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করেন। আপিলে ২০০৩ সালের ১৯ মার্চ তিনি খালাস পান। কিন্তু সংশ্লিষ্ট কাগজপত্র নিম্ন আদালতে পৌঁছালেও দীর্ঘ ১৩ বছরে তা যথাযথভাবে কার্যকর না হওয়া এবং কারাগারে না পৌঁছানোয় মুক্তি পাননি কৃষক জবেদ আলী।

সাতক্ষীরা জজ আদালতের আইনজীবী জিললুর রহমান বলেন, জবেদ আলীর যে ক্ষতি হয়েছে, তা ২০ লাখ টাকায় শোধ হওয়ার নয়। দ্বিগুণ টাকা দিলেও এটি শোষ হবে না। হাইকোর্টে যখন রিট হয়েছে সে যে এই টাকা পাই সে আশা করছি। তিনি আরও বলেন,  তার এক আত্মীয়ের মাধ্যমে জবেদ আলীর বিষয়টি জানতে পেরে তার মুক্তির জন্য আদালতে আবেদনের পরিপ্রেক্ষিতে ২ মার্চ বুধবার দুপুরে সাতক্ষীরার অতিরিক্ত জেলা জজ আশরাফুল হক শুনানি শেষে জবেদ আলীকে মুক্তির নির্দেশ দেন।

/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
বিরল সূর্যগ্রহণ দেখতে নায়াগ্রা জলপ্রপাতে জড়ো হবেন ১০ লাখ দর্শনার্থী
বিরল সূর্যগ্রহণ দেখতে নায়াগ্রা জলপ্রপাতে জড়ো হবেন ১০ লাখ দর্শনার্থী
সর্বাধিক পঠিত
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি