X
শনিবার, ১৮ মে ২০২৪
৪ জ্যৈষ্ঠ ১৪৩১

আমরা ওসমান পরিবারের দালালি করতে মাঠে নামি নাই: হেফাজত

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২৭ মে ২০১৬, ১৭:২৭আপডেট : ২৭ মে ২০১৬, ১৭:৪৯

হেফাজতে ইসলাম জেলা হেফাজতে ইসলামের আমির বলেছেন, আমরা ওসমান পরিবারের দালালি করতে মাঠে নামি নাই। হেফাজতের ব্যানারে আমরা গত শুক্রবার সমাবেশ করি নাই। আমরা সমাবেশ করেছি ‘সর্বস্তরের মুসলমান’ ব্যানারে। নারায়ণগঞ্জের বন্দরে পিয়ার সাত্তার লতিফ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্ত ইস্যুতে নিজেদের অবস্থান ব্যক্ত করতে গিয়ে এ কথা বলেছেন জেলা হেফাজতে ইসলামের আমির আবদুল আউয়াল।
শুক্রবার দুপুরে শহরের বৃহৎ ডিআইটি জামে মসজিদে জুমআর নামাজের খুতবার বয়ানে তিনি বলেন, ‘বন্দরের ঘটনার পর আমরা তদন্ত করে ইসলাম ও আল্লাহকে নিয়ে কটূক্তির প্রমাণ পেয়েছি। এরপর আমরা আন্দোলন করে প্রতিবাদ জানিয়েছি মাত্র। কিন্তু আইন নিজের হাতে তুলে নেই নাই। আমরা ওসমান পরিবার কিংবা কোনও গোষ্ঠীর পক্ষে মাঠে নামি নাই। আমরা ইসলামের পক্ষে মাঠে নেমেছি। কোনও স্বার্থ হাসিল, লোভ কিংবা অর্থের কারণে আমরা নামি নাই। কিন্তু আমাদের বিরুদ্ধে অপবাদ দেওয়া হচ্ছে। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই- আমরা ওসমান পরিবারের দালালি করতে মাঠে নামি নাই। হেফাজতের ব্যানারে আমরা গত শুক্রবার সমাবেশ করি নাই। আমরা সমাবেশ করেছি ‘সর্বস্তরের মুসলমান’ ব্যানারে। সেখানে হেফাজতের কোনও নাম নাই। আমি হেফাজতের আমির হলেও এ পরিচয়ে সেখানে সভাপতিত্ব করি নাই। কিন্তু বলা হচ্ছে আমরা হেফাজতের ব্যানারে কাজ করছি। এটা যেসব সাংবাদিকেরা লিখেছেন তাদের সামর্থ্য ও যোগ্যতা নিয়েও প্রশ্ন রয়েছে। তাই আমি আহ্বান করবো, আপনারা যারা সাংবাদিক তারা অবশ্যই সত্য প্রকাশ করবেন।’

এ বিষয়ে গত ২০ মে শুক্রবারের খবর-

নারায়ণগঞ্জের হেফাজতের সমাবেশ ৭২ ঘণ্টার আলটিমেটাম, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি, হরতাল অবরোধের ঘোষণা

উল্লেখ্য, গত ২০ মে শুক্রবার জুমআর নামাজের পর শহরের ডিআইটি জামে মসজিদের সামনে বঙ্গবন্ধু সড়কে ‘নারায়ণগঞ্জের সর্বস্তরের মুসলিম জনতা’ এর ব্যানারে ওই সমাবেশ থেকে সরকারকে ৭২ ঘণ্টার আলটিমেটাম দেয়া হয়। ওই সমাবেশে সভাপতির বক্তব্যে আবদুল আউয়াল বলেন, ৭২ ঘণ্টার মধ্যে শিক্ষকের শাস্তি, সঙ্গে তার পুনর্বহালের সিদ্ধান্ত প্রত্যাহারসহ শিক্ষামন্ত্রী পদত্যাগ না করেল নারায়ণগঞ্জ থেকে হরতাল, অবরোধসহ কঠোর আন্দোলন ঘোষণা করা হবে। সারাদেশে আন্দোলন ছড়িয়ে পড়বে, দেশকে অচল করে দেওয়া হবে।

ওই সময়ের বক্তব্য তিনি শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে ‘নাস্তিক’ আখ্যায়িত করে তার কড়া সমালোচনা করেন। বলেছেন, প্রধানমন্ত্রী এখন বেকায়দা আছেন। কারণ তার চারদিক ঘিরে রেখেছে হিন্দু ও নাস্তিকেরা। তারাই এখন দেশে নতুন শিক্ষানীতি প্রণয়ন করে মাদ্রাসাগুলো বন্ধের পায়তারা করছে।

পরে ২৩ মে সংগঠনটি প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, ‘সরকারকে ৭২ ঘণ্টার আলটিমেটাম দেওয়ার পরেও কোনও ব্যবস্থা না নেওয়ায় নারায়ণগঞ্জের তৌহদি জনতা ধীরে ধীরে ফুঁসে উঠছে। নারায়ণগঞ্জের পরবর্তী অবস্থা কী হবে তা বলা বাহুল্য। ইতোপূর্বেও ধর্ম অবমাননা হয়েছে। তারপরও আল্লাহ, রাসুল ও ধর্ম নিয়ে অবমাননা করেই যাচ্ছে। তাই নারায়ণগঞ্জের পরিস্থিতি সামাল দেওয়া এবং মুসলমানদের ক্ষত বিক্ষত হৃদয় ঠাণ্ডা করতে পিয়ার সাত্তার লতিফ উচ্চ বিদ্যালয়ের শ্যামল কান্তি ভক্তের আল্লাহ এবং মুসলমান সম্পর্কে কটূক্তির বিষয়টি পুনরায় তদন্ত সাপেক্ষে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জন্য সরকারের প্রতি নারায়ণগঞ্জের সর্বস্তরের জনতার পক্ষ থেকে অনুরোধ করা যাচ্ছে।’

/এএইচ/

আরও খবর পড়ুন-

নিত্যপণ্যের বাজার রোজা সামনে রেখে নিত্যপণ্যের বাজারে অতিরিক্ত মুনাফার মহোৎসব

সম্পর্কিত
সর্বশেষ খবর
‘অনিবন্ধিত ওয়েব পোর্টাল বন্ধের সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রণালয়’
‘অনিবন্ধিত ওয়েব পোর্টাল বন্ধের সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রণালয়’
‘মোস্তাফিজ ভীষণ পছন্দের খেলোয়াড়, বিশ্বকাপে বাংলাদেশকে সমর্থন করবো’
‘মোস্তাফিজ ভীষণ পছন্দের খেলোয়াড়, বিশ্বকাপে বাংলাদেশকে সমর্থন করবো’
নাফ নদ থেকে বাংলাদেশি দুই চাকমা যুবককে অপহরণ
নাফ নদ থেকে বাংলাদেশি দুই চাকমা যুবককে অপহরণ
গাজা প্রশ্নে সেলিব্রেটিদের দৃষ্টি কাড়তে ‘ব্লকআউট’ ক্যাম্পেইন কি সফল?
গাজা প্রশ্নে সেলিব্রেটিদের দৃষ্টি কাড়তে ‘ব্লকআউট’ ক্যাম্পেইন কি সফল?
সর্বাধিক পঠিত
যাত্রীর জামাকাপড় পুড়িয়ে পাওয়া গেলো সাড়ে চার কোটি টাকার স্বর্ণ
যাত্রীর জামাকাপড় পুড়িয়ে পাওয়া গেলো সাড়ে চার কোটি টাকার স্বর্ণ
৩০ শতাংশ বেতন বৃদ্ধির দাবি তৃতীয় শ্রেণির সরকারি কর্মচারীদের
৩০ শতাংশ বেতন বৃদ্ধির দাবি তৃতীয় শ্রেণির সরকারি কর্মচারীদের
সুপ্রিম কোর্ট রিসার্চ ইনস্টিটিউটের স্থান পরিদর্শন প্রধান বিচারপতির
সুপ্রিম কোর্ট রিসার্চ ইনস্টিটিউটের স্থান পরিদর্শন প্রধান বিচারপতির
আমেরিকা যাচ্ছেন ৩০ ব্যাংকের এমডি
আমেরিকা যাচ্ছেন ৩০ ব্যাংকের এমডি
কোথায় কীভাবে কেএনএফ সদস্যদের প্রশিক্ষণ দেয়, জানালেন নারী শাখার প্রধান
কোথায় কীভাবে কেএনএফ সদস্যদের প্রশিক্ষণ দেয়, জানালেন নারী শাখার প্রধান