X
মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪
৩ বৈশাখ ১৪৩১

ব্যালট ছিনিয়ে ভোট দেওয়ার সময় দুই এজেন্ট আটক

বগুড়া ব্যুরো
০৫ জুন ২০১৬, ০৬:৪৪আপডেট : ০৫ জুন ২০১৬, ০৭:০৮

বগুড়া শেকেরকোলা ইউনিয়নে একটি কেন্দ্রে বহিরাগতদের সঙ্গে ব্যালট ছিনিয়ে নিয়ে জাল ভোট দেওয়ার চেষ্টাকালে জনগণ আওয়ামী লীগ সমর্থিত সদস্য প্রার্থীর দুই এজেন্টকে আটক করেন।পরে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাদের এক বছর করে কারাদণ্ড দেন।
শনিবার সকালে ওই ইউনিয়নের তেলিহারা মহিউদ্দিন আলিয়া মাদ্রাসা কেন্দ্রে এ ঘটনার পর প্রায় পৌনে ২ ঘণ্টা ভোট গ্রহণ বন্ধ থাকে। পরে মাইকিং করে ভোটারদের আসতে অনুরোধ জানানো হয়।
অারও পড়তে পারেন: মানুষের জীবনের দাম কমে গেছে

সাজাপ্রাপ্ত পুলিং এজেন্ট দু’জন হলেন ওই ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সদস্য প্রার্থী তাজুল ইসলাম রাসেলের (তালাচাবি মার্কা) ভাই ও এজেন্ট রেজাউল করিম রাজু (২৫) এবং ২নং সংরক্ষিত আসনের সদস্য প্রার্থী রুলি বেগমের (মাইক মার্কা) এজেন্ট পিন্টু মিয়া (২৭)।
প্রিজাইডিং অফিসার সাইফুল ইসলাম, প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, সকাল থেকে শেকেরকোলা ইউনিয়নের তেলিহারা মহিউদ্দিন আলিয়া মাদ্রাসা কেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ চলছিল। বেলা ১০টার দিকে একদল দুর্বৃত্ত কেন্দ্রে ঢোকে। তারা বুথের ব্যালট পেপার ও সিল ছিনিয়ে নেয়। তাদের সঙ্গে পোলিং এজেন্ট রেজাউল করিম রাজু ও পিন্টু মিয়া যোগ দেন। সিল দেওয়া ব্যালট বাক্সে ঢোকানোর সময় পুলিশ রাজু ও পিন্টুকে আটক করলেও অন্যরা পালিয়ে যায়। কেন্দ্রের পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ভোটাররা চলে যান। বেলা ১২টার দিকে মাইকিং করে জনগণকে কেন্দ্রে আসতে অনুরোধ করা হয়।
বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার আবদুল জলিল জানান, দুই পুলিং এজেন্টসহ দুর্বৃত্তরা ব্যালট ছিনিয়ে নিয়ে সিল দিলেও সেগুলো বাক্সে ফেলতে পারেনি। কেন্দ্রে দায়িত্বরত পুলিশ সদস্যরা রাজু ও পিন্টু মিয়া নামে দুই পুলিং এজেন্টকে আটক করেন। সংক্ষিপ্ত আদালতের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মামুন তাদের এক বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন।
তিনি আরও জানান, ভোট স্থগিত করা হয়নি। কিছুটা ভয়ে ভোটাররা কেন্দ্রে আসেননি। পরে মাইকিং করলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

আরও পড়তে পারেন : ইউপি নির্বাচনের শেষ ধাপেও ঝরে গেলো চার প্রাণ
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ক্ষমতাসীন দলের সন্ত্রাসীরা ব্যালট ও সিল নিয়ে গেছে। তবে শেকেরকোলা ইউনিয়নে রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তা মঞ্জুরুল হাসান জানান, বহিরাগতরা ২-৪টি ব্যালট ছিনিয়ে নিলেও নিয়ে যেতে পারেনি। ওই ইউনিয়নে আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী কামরুল হাসান ডালিম অভিযোগ করেন, প্রশাসন তার সঙ্গে বিরূপ আচরণ করেছে। বাড়ি থেকে নির্বাচন কমিশনের স্টীকার লাগানোর মোটরসাইকেলের চাবি নিয়ে যাওয়া হয়েছে। তিনি দাবি করেন, আটক ও সংক্ষিপ্ত আদালতে সাজাপ্রাপ্ত রাজু জামায়াত কর্মীর এবং পিন্টু বিএনপি কর্মীর এজেন্ট ছিলেন।

/এমএসএম /

সম্পর্কিত
সর্বশেষ খবর
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ১২ জনের
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ১২ জনের
মধ্যপ্রাচ্যে সংযমের আহ্বান ইরাকি নেতার
মধ্যপ্রাচ্যে সংযমের আহ্বান ইরাকি নেতার
ইরানের হামলার জবাব দেওয়া হবে, ইসরায়েলের মন্ত্রিসভার সিদ্ধান্ত
ইরানের হামলার জবাব দেওয়া হবে, ইসরায়েলের মন্ত্রিসভার সিদ্ধান্ত
ফিরতি ঈদযাত্রা: আগের দামে টিকিট নেই, দ্বিগুণ দিলে আছে
ফিরতি ঈদযাত্রা: আগের দামে টিকিট নেই, দ্বিগুণ দিলে আছে
সর্বাধিক পঠিত
কিছু আরব দেশ কেন ইসরায়েলকে সাহায্য করছে?
কিছু আরব দেশ কেন ইসরায়েলকে সাহায্য করছে?
সরকারি চাকরির বড় নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন শেষ ১৮ এপ্রিল
সরকারি চাকরির বড় নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন শেষ ১৮ এপ্রিল
বান্দরবা‌নে বম পাড়া জনশূ‌ন্য, অন্যদিকে উৎসব
বান্দরবা‌নে বম পাড়া জনশূ‌ন্য, অন্যদিকে উৎসব
শেখ হাসিনাকে নরেন্দ্র মোদির ‘ঈদের চিঠি’ ও ভারতে রেকর্ড পর্যটক
শেখ হাসিনাকে নরেন্দ্র মোদির ‘ঈদের চিঠি’ ও ভারতে রেকর্ড পর্যটক
৪ দিনেই হল থেকে নামলো ঈদের তিন সিনেমা!
৪ দিনেই হল থেকে নামলো ঈদের তিন সিনেমা!