X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

জঙ্গি অর্থায়নের দায়ে সিঙ্গাপুরে সাজাপ্রাপ্তদের মধ্যে দুইজন নরসিংদীর

নরসিংদী প্রতিনিধি
১৬ জুলাই ২০১৬, ১৬:৩৮আপডেট : ১৬ জুলাই ২০১৬, ১৬:৩৮

জঙ্গি অর্থায়নের দায়ে সিঙ্গাপুরে সাজাপ্রাপ্তদের মধ্যে দুইজন নরসিংদীর

জঙ্গি অর্থায়নের দায়ে সিঙ্গাপুরে সাজাপ্রাপ্ত বাংলাদেশি চার যুবকের মধ্যে রুবেল মিয়া (২৬)ও সোহেল হাওলাদার (৩০) নামে দুইজন নরসিংদীর বাসিন্দা হলেও ঠিকানা অনুযায়ী রুবেলের অস্তিত্ব খুঁজে পাচ্ছে না জেলা পুলিশ। তবে সোহেল হাওলাদার পলাশ উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার ভাগদী মহল্লার বাসিন্দা ও বাংলাদেশ জুটমিলের শ্রমিক ঈসমাইল হাওলাদারের ছেলে বলে নিশ্চিত হওয়া গেছে।   

সরেজমিন গিয়ে ঈসমাইল হাওলাদার ও তার স্ত্রী আছিয়া বেগমসহ এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, চাকরির সুবাধে ৪০ বছর আগে ঘোড়াশাল পৌর এলাকার ভাগদী মহল্লার বাসিন্দা হয়ে যান বরিশালের ঈসমাইল হাওলাদার। পরে তিনি ওই এলাকায় বাড়ি করেন এবং বিয়ে করে সংসার শুরু করেন। এখানেই তার বড় ছেলে সোহেল হাওলাদারসহ (৬ জুন ১৯৮৬) আরও এক ছেলে ও মেয়ের জন্ম।

ঈসমাইল হাওলাদার বলেন, স্থানীয় করতৈল আদর্শ উচ্চ বিদ্যালয়ে ৮ম শ্রেণি পর্যন্ত পড়ালেখা করে সোহেল। পরে ২০০৯ সালে তার বাবার সঙ্গে বাংলাদেশ জুটমিলে শ্রমিক হিসেবে কাজে যোগ দেন সোহেল। কিছুদিন চাকরির পর ৫ লাখ টাকা ধার-দেনা করে ২০১০ সালে সোহেল হাওলাদারকে সিঙ্গাপুরে পাঠান তার বাবা। সেখানে যাওয়ার পর প্রতি মাসেই টাকা পাঠাতেন সোহেল হাওলাদার। নিয়মিত পরিবারের সঙ্গে যোগাযোগও ছিল তার। ৬ বছর পর গত বছর ৪০ দিনের ছুটিতে দেশে এসেছিলেন সোহেল। ছুটিতে আসার পর প্রথমবারের মতো ছেলেকে দাঁড়ি রাখতে ও নিয়মিত নামাজ পড়তে দেখেন পরিবারের সদস্যরা। এছাড়া ছেলের মধ্যে আর কোনও পরিবর্তন লক্ষ্য করেননি তারা। ছুটি কাটিয়ে আবার সিঙ্গাপুরে চলে যান সোহেল হাওলাদার।

গত মে মাসে হঠাৎ করে পরিবারের সঙ্গে সোহেলের যোগাযোগ বন্ধ হওয়ার ১৫/২০দিন পর গণমাধ্যমে ছেলে সোহেলসহ অন্যান্যদের গ্রেফতারের খবর জানতে পারেন তার পরিবার। পরে চলতি মাসের ১৩ জুলাই বিভিন্ন জাতীয় দৈনিকে খবর প্রকাশের পর জানতে পারেন জঙ্গি অর্থায়নের অভিযোগে সিঙ্গাপুরে ছেলে সোহেল হাওলাদারের সাজা হয়েছে।  

জঙ্গি অর্থায়নের দায়ে ছেলে সোহেলের সাজা প্রসঙ্গে পিতা ঈসমাইল হাওলাদার বাংলা ট্রিবিউনকে বলেন, হয়তো কোনও ষড়যন্ত্রের জালে ফেঁসে গেছে আমার ছেলে। সে কোনও ভাবেই জঙ্গি হতে পারে না। ছেলে আর আমার সামান্য উপার্জনের টাকায় সংসার আমার চলতো। বিদেশ যাওয়ার সময় ধার করা টাকা এখনও পুরোপুরি পরিশোধ করতে পারিনি। আর সংসারের ঘানিতো আছেই বলে কান্নায় ভেঙে পড়েন তিনি।

সোহেল হাওলাদারের মা আছিয়া বেগম বলেন, হঠাৎ করে ফোন বন্ধ হয়ে গেলে ভেবেছিলাম কাজের ব্যস্ততায় ফোন করছে না। কিন্তু পরে পত্রিকায় খবর দেখে প্রতিবেশীরা জানান ছেলে না কী জঙ্গি কাজের অভিযোগে আটক হয়েছে। সর্বশেষ আদালতে তার সাজা হয়েছে। ছেলে এমন কাজে জড়িত হতে পারে বিশ্বাস করতে পারছি না। 

স্থানীয় বাসিন্দারা জানান, স্কুলে পড়া অবস্থায় একবার শুনেছিলাম সোহেল হাওলাদার হারিয়ে গেছে। পরে তার মায়ের কান্নাকাটিতে এক /দেড় বছর পর বাড়ি ফিরে আসে। এছাড়া একবার দশদিনের জন্য চিল্লায় যাওয়া ছাড়া আর কোনও ব্যতিক্রমী ঘটনা চোখে পড়েনি সোহেলের মধ্যে।   

এদিকে সাজাপ্রাপ্ত রুবেল মিয়া নামে অপর যুবক জেলার শিবপুর উপজেলার আইয়ুবপুর ইউনিয়নের খৈশাখালি গ্রামের আতাউর রহমানের ছেলে বলে জানা গেছে। কিন্তু ঠিকানা অনুযায়ী রুবেল মিয়ার কোনও অস্তিত্ব পায়নি পুলিশ। বাংলা ট্রিবিউনের প্রতিবেদক খৈশাখালি গ্রামজুড়ে রুবেলের ছবিসহ নাম ঠিকানায় খোঁজ করে কোনও সন্ধান পাননি।

আইয়ুবপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের মেম্বার ইকবাল হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, গ্রামের প্রায় প্রতিটি মানুষ একে অপরকে চেনেন ও জানেন। পুলিশ প্রশাসনসহ আমরা গ্রামের প্রতিটি ঘরে ঘরে খোঁজ করে রুবেল নামের অস্তিত্ব খুঁজে পাইনি। মনে হচ্ছে নাম ঠিকানায় কোনও ত্রুটি রয়েছে। 

এ ব্যাপারে যোগাযোগ করা হলে নরসিংদীর পুলিশ সুপার আমেনা বেগম বলেন, সিঙ্গাপুরে সাজাপ্রাপ্তদের মধ্যে ঠিকানা অনুযায়ী নরসিংদীতে সোহেল হাওলাদার নামে একজনের খোঁজ পাওয়া গেছে। বাকী একজনের ঠিকানা ভুল বলে মনে হচ্ছে। এছাড়াও সোহাগ মিয়া নামে নরসিংদীর আরও একজন সিঙ্গাপুরে আটক রয়েছেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে পরিবারসহ তাদের বিভিন্ন বিষয়ে তথ্য সংগ্রহ অব্যাহত রয়েছে। 

উল্লেখ্য, গত মঙ্গলবার বাংলাদেশে সশস্ত্র জঙ্গিবাদ চালাতে অস্ত্র কেনার টাকা যোগানের দায়ে চার বাংলাদেশিকে দুই থেকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছে সিঙ্গাপুরের আদালত।

/জেবি/

আরও পড়তে পারেন : ঝিনাইদহের মেসে নিভৃতে সময় কাটাতেন নিবরাস ও আবির

সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশুকে পালাক্রমে ধর্ষণের অভিযোগে ৪ কিশোর সংশোধনাগারে
শিশুকে পালাক্রমে ধর্ষণের অভিযোগে ৪ কিশোর সংশোধনাগারে
পাঞ্জাবের আশুতোষের ঝড়ও যথেষ্ট হলো না, মুম্বাইয়ের তৃতীয় জয়
পাঞ্জাবের আশুতোষের ঝড়ও যথেষ্ট হলো না, মুম্বাইয়ের তৃতীয় জয়
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন