X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১
বাড়িঅলার স্ত্রীর দাবি

প্লাস্টিক ব্যবসায়ী পরিচয়ে বাসা ভাড়া নিয়েছিল ‘জঙ্গি’ শফিউল (ভিডিও)

তাজুল ইসলাম রেজা, গাইবান্ধা
২৩ জুলাই ২০১৬, ১৯:১৩আপডেট : ২৩ জুলাই ২০১৬, ১৯:৩৮

জঙ্গি শফিউল

কিশোরগঞ্জের শোলাকিয়ায় জঙ্গি হামলার সঙ্গে জড়িত জঙ্গি শফিউল প্লাস্টিক ব্যবসায়ী পরিচয়ে বাসা ভাড়া নিয়েছিলো বলে জানিয়েছেন র‌্যাবের হাতে গ্রেফতার হওয়া বাড়ির মালিক মাদ্রাসা শিক্ষক মো. আনোয়ার হোসেন (৫৮)। শনিবার দুপুরে গোবিন্দগঞ্জ থানায় তাকে হস্তান্তর করেছে র‌্যাব।

র‌্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্পের সহকারী পরিচালক মো. কায়সার আলী জানান, জিজ্ঞাসাবাদে বাড়ির মালিক আনোয়ার জানিয়েছেন জঙ্গি শফিউল স্ত্রীকে সঙ্গে নিয়ে বাসা ভাড়া নিয়েছিলো। তারা প্লাস্টিকের ব্যবসা করেও বলে তখন পরিচয় দিয়েছিলো। মাঝখানে তার বাসায় এক লোক স্ত্রীসহ এসেছিলেন। শফিউল তাদেরকে ভাই ও ভাবি হিসেবে পরিচয় করায়। জিজ্ঞাসাবাদে এর বেশি আর কিছু আনোয়ার জানায়নি বলেও জানান তিনি।

গ্রেফতার হওয়া বাড়ির মালিক আনোয়ার

এর আগে, শুক্রবার রাতে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা শহরের পান্তাপাড়া এলাকার নিজ বাড়ি থেকে মাদ্রাসা শিক্ষক মো. আনোয়ার হোসেনকে (৪৮) গ্রেফতার করে র‌্যাব। তাকে জঙ্গি শফিউলের ‘আশ্রয়দানকারী’ হিসেবে র‌্যাবের পক্ষ থেকে বলা হয়েছে। আনোয়ার এলাকার মৃত হাকিম উদ্দিন আকন্দের ছেলে ও উপজেলার খলসি দাখিল মাদ্রাসার এবতেদায়ী শাখার প্রধান শিক্ষক।

র‌্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্প সূত্র জানায়, মাদ্রাসা শিক্ষক আনোয়ার হোসেন জঙ্গি শফিউলকে চলতি বছরের ফেব্রুয়ারি থেকে মে মাস পর্যন্ত তার বাড়িতে আশ্রয় দেন। শফিউল ওরফে আবু মুকাতিল (২০) উত্তরবঙ্গের চাঞ্চল্যকর চারটি হত্যার সঙ্গে জড়িত জেএমবি সদস্য। কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহ মাঠের হামলার ঘটনায় আটক হন শফিউল ইসলাম।

ময়মনসিংহে র‌্যাবের হাতে ধরা পড়ে জঙ্গি শফিউল

এছাড়া জঙ্গি শফিউল পঞ্চগড়ের দেবীগঞ্জের গৌড়ীয় মঠের অধ্যক্ষ যজ্ঞেশ্বর রায় হত্যায় সরাসরি জড়িত উল্লেখ করে র‌্যাবের পক্ষ থেকে আরও জানানো হয়, আদালতে দেওয়া অভিযোগপত্রে শফিউলের নাম রয়েছে। শুধু তাই নয়, শফিউল গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার তরুণ দত্ত এবং দেবেশ চন্দ্র হত্যার সঙ্গে জড়িত।

গোবিন্দগঞ্জ থানার ওসি মোজাম্মেল হক বলেন, বাড়ির মালিক আনোয়ার হোসেনের বাড়িতে জঙ্গি প্রশিক্ষণ হতো কিনা এবং তার জঙ্গি সম্পৃক্ততা  আছে কিনা তা সম্পর্কে খোঁজখবর করা হচ্ছে। র‌্যাবের পক্ষ থেকে তাকে থানায় হস্তান্তর করা হয়েছে। আনোয়ারকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতের মাধ্যমে রিমান্ড চাওয়া হবে।

এই বাড়িতেই ভাড়া থাকতেন জঙ্গি শফিউল

দুপুরে গোবিন্দগঞ্জ উপজেলা শহরের পান্তাপাড়াস্থ মাদ্রাসা শিক্ষক আনোয়ার হোসেনের বাসায় গিয়ে দেখা গেছে একটি আধাপাকা টিনসেড ঘরে সামনের দিকের অংশে জঙ্গি শফিউল তার পরিবার নিয়ে থাকতেন। পিছনের অংশে পরিবার নিয়ে থাকতেন আনোয়ার হোসেন। আনোয়ার হোসেনের চার ছেলেমেয়ে। একজন বগুড়ায় পড়াশোনা করেন।

মাদ্রাসা শিক্ষক আনোয়ারের স্ত্রী তুহিন বেগম বলেন, শফিউল তার ছোট একটি সন্তান ও স্ত্রীকে নিয়ে আমাদের বাসায় ভাড়া থাকতেন। তাকে ভাড়াটে হিসেবে চিনতাম। তিনি কি করতেন আমরা জানতাম না। তবে ভাড়া নেওয়ার পর তারা ঘর থেকে তেমন একটা বের হতেন না। এছাড়া আমরা তার বিষয়ে কিছুই জানি না।

উল্লেখ্য, শোলাকিয়ায় হামলার ঘটনায় টাঙ্গাইলে আটককৃত দিনাজপুর জেলার ঘোড়াঘাটের শফিকুল ইসলামকে রিমান্ডে নিলে সে জানায়, হামলার পূর্বে গোবিন্দগঞ্জের আনোয়ার হোসেনের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন তিনি।

 

 /এমও/টিএন/

এ সংক্রান্ত আগের খবর:

শফিউলের আশ্রয়দাতা বাড়িওয়ালা গাইবান্ধা থেকে আটক

সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (২৬ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৬ এপ্রিল, ২০২৪)
ট্রাকেই পচে যাচ্ছে ভারত থেকে আনা আলু, বাজারে ৫৫ টাকা কেজি
ট্রাকেই পচে যাচ্ছে ভারত থেকে আনা আলু, বাজারে ৫৫ টাকা কেজি
দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত যুবলীগ নেতা
দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত যুবলীগ নেতা
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা