X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

সাতক্ষীরা সুন্দরবন থেকে ৬ জেলে অপহৃত

সাতক্ষীরা প্রতিনিধি
২৪ জুলাই ২০১৬, ০৬:২৬আপডেট : ২৪ জুলাই ২০১৬, ০৬:৩০

সাতক্ষীরা রেঞ্জ পশ্চিম সুন্দরবনে মুক্তিপণের দাবিতে ৬ জেলেকে অপহরণ করেছে বনদস্যু আলম বাহিনী।  ২১ জুলাই বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে কদমতলা বন অফিসের পাশে তুসখালীনদী থেকে তাদের অপহরণ করা হয়।

অপহৃত জেলেরা হলেন- মুন্সিগঞ্জ ইউনিয়নের দক্ষিণ কদমতলা গ্রামের মজিদ সরদারের ছেলে পলাশ সরদার (২৪), হাশেম জোমাদারের ছেলে জহির (২৭), আলমগীর ছেলে সবুজ (১৬), খলিল সরদারের ছেলে আলী হোসেন (১৮), মুজাম গাইনের ছেলে হাকিম গাইন (১৮) এবং একই গ্রামের রহমান গাজীর ছেলে রেজাউল গাজী (২৩)।

অপহরণ অপহৃত জেলেদের বরাত দিয়ে মুন্সিগঞ্জ ইউনিয়নের ৪ নং ইউপি সদস্য ফজলুর রহমান জানান, সংশ্লিষ্ট বন অফিস হতে অনুমতি নিয়ে সুন্দরবনে কাঁকড়া ধরার সময় আলম বাহিনী জেলেদের অপহরণ করে। মাথাপিছু ১০ হাজার টাকা মুক্তিপণ পরিশোধ করলে জেলেদের মুক্তি দেওয়া হবে জানায়।
কদমতলা স্টেশন কর্মকর্তা শ্যামল বাবু বলেন, অপহরণের বিষয়টি শুনেছি। কিন্তু কেউ অভিযোগ করেননি।
অপরদিকে একই বাহিনীকে মাথাপিছু ১০ হাজার টাকা মুক্তিপণ পরিশোধ করে ফিরে এসেছেন ৪ জেলে। ফিরে আসা জেলেরা হলেন দক্ষিণ কদমতলা গ্রামের ফিরোজ গাজীর ছেলে মনিরুলগাজী (২১), মোছাদ গাজীর ছেলে শওকতগাজী (২৩), হাকিম মোল্যার ছেলে ফজরআলী (২৭) ও একই গ্রামের মনোন্দ্র নাথ মণ্ডলের ছেলে ভবতোষ মণ্ডল (২৫)।
ফিরে আসা জেলে মনিরুল জানায়, গত ১৬ জুলাই সুন্দরবনে কাঁকড়া ধরার সময় আলম বাহিনী তাদের অপহরণ করে। পরবর্তীতে পারিবারিক দেন দরবারে মাথাপিছু ১০ হাজার টাকা মুক্তিপণ পরিশোধ করে জেলেরা ফিরে আসে।
ইউপি সদস্য ফজলুর রহমান জানান, সম্প্রতি সুন্দরবনে মজনু বাহিনী আত্মসমর্পণের পরে এই বাহিনী হতে দলছুট অংশ নতুন মাত্রায় বনজীবীদের জিম্মি করে মুক্তিপণ আদায় করছে।  

মুন্সিগঞ্জ ইউনিয়নের ৬ নং ওয়ার্ড সদস্য মোস্তফা বলেন, আলম বাহিনীর সদস্যরা সাম্প্রতিক সময়ে একেবারে সুন্দরবন সংলগ্ন গ্রামের ধার থেকে জেলেদের অপহরণ করলেও বন বিভাগের কোনও তৎপরতা নেই।

 /এমএসএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
নদীতে মাছ ধরার সময় জেলেদের ওপর ডাকাতের হামলা
নদীতে মাছ ধরার সময় জেলেদের ওপর ডাকাতের হামলা
ক্রিমিয়া উপকূলে রুশ সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত
ক্রিমিয়া উপকূলে রুশ সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত
হোয়াইট হাউজের বিড়াল নিয়ে বই প্রকাশ করবেন মার্কিন ফার্স্টলেডি
হোয়াইট হাউজের বিড়াল নিয়ে বই প্রকাশ করবেন মার্কিন ফার্স্টলেডি
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
সর্বাধিক পঠিত
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!