X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

‘পাকিস্তানি না, আমরা বাংলাদেশি হতে চাই’

মো. আসাদুজ্জামান সরদার, সাতক্ষীরা
১৮ আগস্ট ২০১৬, ০৮:১২আপডেট : ১৯ আগস্ট ২০১৬, ০৯:০১

পাকিস্তান পাড়া সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের ফতেপুর পাড় পাড়া গ্রাম। সব মিলে ২৫টি পরিবারের বাস সেখানে। গ্রামের নাম ফতেপুর পাড় পাড়া হলেও এলাকাটি পাকিস্তান পাড়া হিসেবে পরিচিত।

বাংলা ট্রিবিউনের অনুসন্ধানে জানা যায়, স্বাধীনতা-পরবর্তী সময়ে ওই এলাকার ইউনিয়ন পরিষদের মেম্বার মোজাম্মেল হক (বেশকয়েক বছর আগে সড়ক দুর্ঘটনায় মৃত্য হয়) এলাকার নাম দেন পাকিস্তান পাড়া। তখন থেকে গ্রামটি হয়ে যায় পাকিস্তান পাড়া। বই-খাতায় না থাকলেও পাকিস্তান পাড়া হিসেবেই গ্রামটিকে ডাকা হয়। অনেকের ধারণা, ওই এলাকার বেশিরভাগ মানুষ জামায়াতের রাজনীতির সঙ্গে যুক্ত থাকায় এই নাম দেওয়া হয়েছিল। ওই পাড়ার সাত থেকে আটটি পরিবার হিন্দু।

সাতক্ষীরার দেবহাটা উপজেলার সাংবেড়িয়া এলাকার পাশেও রয়েছে তথাকথিত পাকিস্তান পাড়া। গড়ানবেড়িয়া, নাংলা ও বেজোড়হাটি, এই তিন গ্রামকে পাকিস্তান পাড়া ও সাতক্ষীরা সদরের আগরদাড়ি ইউনিয়নকে গণমাধ্যম-কর্মীরা ‘মিনি পাকিস্তান’ বলে থাকেন।

পাকিস্তান পাড়ার প্রবেশ পথ

ফতেপুর পাড় পাড়ার শিক্ষক আব্দুল আজিজ বলেন, ‘মোজাম্মেল হক মেম্বার পদে হেরে পাড় পাড়ার নাম দিয়েছিলেন পাকিস্তান পাড়া। আমরা সবাই স্বাধীন দেশে বসবাস করি। অথচ আমাদের এলাকার নাম পাকিস্তান পাড়া বলে ডাকা হয়, যা খুবই লজ্জার।’

আব্দুল আজিজ বলেন, ‘আমরা অনেক সময় প্রতিহিংসার রাজনীতির শিকার হয়ে থাকি। এই গ্রামের নাম পাড় পাড়া। সবাই যেন একে পাড় পাড়া বলে ডাকে, এটাই আমাদের দাবি।’

বাংলা ট্রিবিউনের সঙ্গে কথা হয় ফতেপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র তুহিন গাজী, আরাফাত রহমান, আব্দুর রহমান ও মাহফুজ জজের সঙ্গে। তাদের গ্রামের নাম পাকিস্তান পাড়া কিনা, জানতে চাইলে তারা সঙ্গে সঙ্গে প্রতিবাদ জানায়। বলে, তাদের গ্রামের নাম ফতেপুর। কিন্তু সবাই পাকিস্তান পাড়া বলে ডাকে। একজন বলে, ‘আমরা পাকিস্তানি না, বাংলাদেশি হতে চাই।’

পাকিস্তান পাড়ার পরিবারগুলো মোটামুটি সচ্ছল

দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন পুলিশিং কমিটির সভাপতি পরিমল ঢালী বলেন, ‘ওই এলাকার বেশির ভাগ মানুষ জামায়াত-বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত থাকায় পাকিস্তান পাড়া বলা হয়। তবে এখন আর প্রকাশ্যে তাদের জামায়াতের রাজনীতির সঙ্গে দেখা যায় না। এখন তারা একপ্রকার কোণঠাসা।’

কালিগঞ্জ উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউপি চেয়ারম্যান প্রশান্ত সরকার বলেন, ‘ওই পাড়ার অধিকাংশ মানুষ জামায়াতের রাজনীতির সঙ্গে যুক্ত থাকায় তাদের পাকিস্তান পাড়া বলে দূরে ঠেলে দেওয়া হয়েছে। এতে করে ওই পাড়ার মানুষ অসহায়বোধ করেন।’

/বিটি/এআরএল/

সম্পর্কিত
সর্বশেষ খবর
‘খেলাধুলার মাধ্যমে বেড়ে ওঠা ব্যক্তিরা দ্রুত নেতৃত্ব দিতে সক্ষম’
‘খেলাধুলার মাধ্যমে বেড়ে ওঠা ব্যক্তিরা দ্রুত নেতৃত্ব দিতে সক্ষম’
ডুবন্ত শিশুকে বাঁচাতে গিয়ে প্রাণ গেলো আরেক শিশুরও
ডুবন্ত শিশুকে বাঁচাতে গিয়ে প্রাণ গেলো আরেক শিশুরও
‘ডে আফটার টুমরো’ নয়, টুডে
‘ডে আফটার টুমরো’ নয়, টুডে
জিম্মি মুক্তির বিষয়ে আন্তরিক হলেও গাজায় আগে যুদ্ধবিরতি চায় হামাস
জিম্মি মুক্তির বিষয়ে আন্তরিক হলেও গাজায় আগে যুদ্ধবিরতি চায় হামাস
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় প্রকাশ
রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় প্রকাশ