X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

চাঁদপুরে প্রতিদিন তিন হাজার মন ইলিশ

ইব্রাহিম রনি, চাঁদপুর
২৫ সেপ্টেম্বর ২০১৬, ১৫:৪৯আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০১৬, ১৬:০৫

চাঁদপুরে প্রতিদিন আসছে তিন হাজার মন ইলিশ পদ্মা-মেঘনায় ঝাঁকে ঝাঁকে ধরা পড়ছে ইলিশ। প্রতিদিন চাঁদপুর মাছঘাটে প্রায় তিন হাজার মন ইলিশ আসছে বলে জানিয়েছেন চাঁদপুর মৎস্য ব্যবসায়ী সমিতির সভাপতি মিজানুর রহমান কালু ভুঁইয়া।

তিনি বাংলা ট্রিবিউনকে জানান, ‘গত এক মাস ধরেই প্রতিদিন ২ হাজার থেকে ৩ হাজার মন ইলিশ আসছে চাঁদপুর মাছঘাটে। যার অধিকাংশই ভোলা, বরিশাল, পটুয়াখালী, লক্ষ্মীপুর, বরগুনাসহ দক্ষিণাঞ্চলের জেলাগুলো থেকে আসছে।’

তিনি আরও বলেন, ‘চাঁদপুর মাছঘাটে প্রচুর খুচরা ক্রেতা আসছেন। তাছাড়া নির্ধারিত কিছু ব্যবসায়ীর কাছেও মাছ বিক্রি করা হচ্ছে। বর্তমান বাজার মূল্য মোটামুটি মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আছে।’

গত এক মাস ধরে ইলিশের ভীড়ে সেখানে পা ফেলার জায়গাও থাকে না অনেক সময়। দক্ষিণাঞ্চলের মাছের চেয়ে চাঁদপুরের পদ্মা-মেঘনার ইলিশের চাহিদা বেশি থাকায় এখনও এ অঞ্চলের মাছের দাম কিছুটা বেশি।

চাঁদপুর সদর উপজেলার হরিণা এলাকার জেলে সুজন পাটওয়ারী ও আহমদ আলী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এ মৌসুমে প্রচুর মাছ পাচ্ছি। মাছের সাইজও ভালো। ফলে রোজগারও ভাল হচ্ছে। এ পর্যন্ত আমরা প্রায় ৫ লাখ টাকা ইনকাম করেছি।’

হাইমচর এলাকার জেলে জহির শেখ উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, ‘এবার আমরা মাছ ধরতে ধরতে ক্লান্ত হয়ে গেছি। তারপরও মাছ তো আর সব সময় ধরা যাবে না, তাই কষ্ট হলেও জাল বেয়ে যাচ্ছি।’

চাঁদপুরে প্রতিদিন আসছে তিন হাজার মন ইলিশ ইলিশের হাতবদল

জেলেরা মাছ শিকার করে ডাকের মাধ্যমে দাদন দেওয়া আড়তদারদের কাছে বিক্রি করেন। দাদনদাররা বিক্রির টাকা থেকে ছয় ভাগ কমিশন পান। পরে আড়তদারদের কাছ থেকে মাছ কেনেন পাইকার ব্যবসায়ী ও চালানিরা। ছোট পাইকাররা স্থানীয় বাজারে মাছ বিক্রি করেন। আর বড় পাইকাররা দেশের বিভিন্ন স্থানের মাছ পাঠান। আর চালানিদের কাছ থেকে মাছ কিনে দেশের বিভিন্ন অঞ্চলের কোল্ডস্টোরেজে সংরক্ষণ করেন অনেকে।

জমজমাট চাঁদপুর বড়স্টেশন মাছঘাট

ব্যবসায়ীরা ও শ্রমিকরা জানান, গত কয়েক সপ্তাহ ধরেই ইলিশ বেচাকেনায় জমজমাট অবস্থা বিরাজ করছে দেশের ইলিশের সবচেয়ে বড় বাজার চাঁদপুর বড়স্টেশন মাছঘাটে। সকাল ৯টার পর থেকেই দক্ষিণাঞ্চল থেকে ইলিশ ভর্তি ট্রলারগুলো ভীড়তে থাকে এই ইলিশ হাটে। দাদন দেওয়া আড়তদাদের কাছে মাছ দেওয়ার পর ডাকের মাধ্যমে বিক্রি হয় মাছগুলো। ইলিশের বড় এ হাটে মাছ সস্তা পাওয়া যাবে ভেবে এখানে আসেন জেলা এবং দেশের বিভিন্ন স্থান থেকে সাধারণ ক্রেতারাও। এখানে এক কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ১ হাজার ২শ’ থেকে ১ হাজার ৩শ টাকা দরে।

জাটকা এবং মা ইলিশ রক্ষায় সরকারি উদ্যোগের সুফল

ইলিশ রক্ষায় জেলা প্রশাসন, কোস্টগার্ড, মৎস্য বিভাগ, পুলিশ বিভাগসহ সংশ্লিষ্টরা কঠোর ছিলেন গত দু’ বছর ধরেই। এর আগে জাটকা নিধন এবং মা ইলিশ শিকারে নিষেধাজ্ঞা চলাকালেও তা প্রচুর হারে নিধন হয়েছে। কিন্তু গত বছর সংশ্লিষ্টদের সচেতনতামূলক কার্যক্রম এবং কঠোর অবস্থানের কারণে নিষেধাজ্ঞার সময়ে মাছ শিকারের প্রবণতা কমে আসে।

চাঁদপুরে প্রতিদিন আসছে তিন হাজার মন ইলিশ ইলিশ গবেষক ও চাঁদপুর মৎস্য গবেষণা ইনস্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. আনিছুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বিচিত্র স্বভাবের পরিভ্রমণশীল এ ইলিশ মাছ তার জীবনচক্রের একটি পর্যায়ে প্রজনন এবং খাদ্য গ্রহণের উদ্দেশ্যে সাগর থেকে মোহনা বেয়ে মেঘনা হয়ে পদ্মায় আসে। এই সময়ে ইলিশের মৌসুমে বাংলাদেশের প্রধান নদ-নদী এবং সাগরে পর্যাপ্ত পরিমাণ ইলিশ ধরা পড়ছে। আমাদের দরিদ্র দেশের জেলেরা কাঙ্ক্ষিত মাত্রার চেয়েও বেশি হারে ইলিশ ধরে অত্যধিক উৎসাহ-উদ্দীপনার মধ্যে আছে।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের গবেষণার প্রেক্ষিতে যে ব্যবস্থাপনা এসেছে সেগুলো মৎস্য প্রাণি সম্পদ মন্ত্রণালয়ের অধীনে মৎস্য অধিদফতর সমস্ত প্রশাসন যন্ত্র এবং কলাকৌশল কাজে লাগিয়েছে।’

তিনি বলেন, ‘সম্প্রসারণ কর্মকাণ্ড অর্থাৎ মা ইলিশ রক্ষা, জাটকা সংরক্ষণ এবং অভয়াশ্রম বাস্তবায়নের সামগ্রিক ফল হিসেবে এতো বেশি পরিমাণ মাছ পাওয়া যাচ্ছে। এ অবস্থাকে ধরে রাখতে হলে জনসচেতনা বৃদ্ধি এবং সম্প্রসারণ কর্মকাণ্ড অব্যাহত রাখতে হবে।’

এছাড়া নতুন নতুন যেসব প্রজনন অঞ্চল গবেষণার মাধ্যমে চিহ্নিত হতে যাচ্ছে সেগুলোকেও সংরক্ষণের আওতায় আনলে কাঙ্ক্ষিত মাত্রার ইলিশ উৎপাদন অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেলো ইউপি সদস্যের
বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেলো ইউপি সদস্যের
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আট বছর পর জাবিতে ডিন নির্বাচন
আট বছর পর জাবিতে ডিন নির্বাচন
তামাকে বিষ, তবুও ঝুঁকছেন কৃষক 
তামাকে বিষ, তবুও ঝুঁকছেন কৃষক 
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
দেয়ালের দেশ: মন খারাপ করা সিনেমা
সিনেমা সমালোচনাদেয়ালের দেশ: মন খারাপ করা সিনেমা