X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

গাজীপুরে সাদেক হোসেন খোকার ৬৬.৫৬ একর জমি বাজেয়াপ্ত ঘোষণা

গাজীপুর প্রতিনিধি
২৬ সেপ্টেম্বর ২০১৬, ০১:৩২আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০১৬, ০৮:৪৪





সাদেক হোসেন খোকা ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র ও বিএনপি নেতা সাদেক হোসেন খোকার ৬৬.৫৬ একর জমি বাজেয়াপ্ত ঘোষণা করে তা সরকারের নিয়ন্ত্রণে আনা হয়েছে। সম্পত্তিগুলো অবৈধ অর্জন হওয়ায় আদালতের নির্দেশ বাস্তবায়ন করা হয়েছে।
রবিবার সন্ধ্যায় গাজীপুর জেলা প্রশাসকের পক্ষ থেকে ওই সম্পত্তিতে দখলমুক্তের সাইনবোর্ড টানানো হয়। গাজীপুরের জেলা প্রশাসক (ডেপুটি কমিশনার) এসএম আলম এর সত্যতা নিশ্চিত করেছেন।
জেলা প্রশাসক বলেন, বিএনপি নেতা সাদেক হোসেন খোকার নামে দুর্নীতি দমন কশিন কর্তৃক দায়েরকৃত বিশেষ জজ আদালত-৩ ঢাকার বিশেষ মামলা নং ০২/২০১৫ নির্দেশে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ছয়টি মৌজায় থাকা খোকার জমি বাজেয়াপ্ত কারার নির্দেশ দেন। আদালতের নির্দেশে সাদেক হোসেনের জমির অনুসন্ধান শুরু করে প্রশাসন। কালিয়াকৈরের কয়েকটি মৌজায় তার বেশ কিছু জমি রয়েছে। এর মধ্যে কালিয়াকৈরের জানেরচালা, বাঁশতলী, কালিয়াদহ, তালতলী, বাগাম্বর, কাচারস মৌজায় যৌথ মালিকানায় প্রায় ৮৩ একর। তার নিজ মালিকানায় রয়েছে ৬৬.৫৬ একর যা তার অবৈধ অর্জন।
কালিয়াকৈর ভূমি অফিস সূত্রে জানা গেছে, খোকার ২০০৩ সালে কালিয়াকৈরের শ্রীফলতলী ভূমি অফিসের আওতাধীন জানের চালা মৌজায় ৪২ শতক, সফিপুর ইউনিয়ন ভূমি অফিসের আওতাধীন বাঁশতলী, তালতলী, কালিয়াদহ, কাচারস, বাগাম্বর মৌজায় বুড়িগঙ্গা ইন্ডাস্ট্রিজের নামে ৭৪ একর জমি রয়েছে। যার এমডি ইসমতারা বেগম।

অপরদিকে, সাহবাজপুর ইউনিয়ন ভূমি অফিসের আওতাধীন উত্তর বক্তারপুর এলাকায় তার প্রায় সাত একর জমি রয়েছে।

জেলা প্রশাসক বলেন, বেশ কিছুদিন আগেই অবৈধ অর্জনের সম্পত্তিগুলো চিহ্নিত করা হয়েছে। পরে এ বিষয়ে সাদেক হোসেন খোকার নামে আইন অনুযায়ী অবহিতকরণ নোটিশ পাঠানো হয়েছে। সকল আইনি প্রক্রিয়া শেষে অবৈধ অর্জনকৃত ওই জমিতে রবিবার সন্ধ্যায় বাজেয়াপ্তের সাইন বোর্ড টানিয়ে দেওয়া হয়েছে।
/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কাপ্তাই হ্রদে পানি স্বল্পতায় কমেছে বিদ্যুৎ উৎপাদন
কাপ্তাই হ্রদে পানি স্বল্পতায় কমেছে বিদ্যুৎ উৎপাদন
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
মৌলভীবাজারে ৬ জনের মৃত্যুর ঘটনা মর্মান্তিক: মানবাধিকার কমিশন
মৌলভীবাজারে ৬ জনের মৃত্যুর ঘটনা মর্মান্তিক: মানবাধিকার কমিশন
ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ
ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি