X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

আলোকিত শেরপুর সম্মাননা পেলেন ছয় সাংবাদিক

শেরপুর প্রতিনিধি
০২ অক্টোবর ২০১৬, ০২:১৮আপডেট : ০২ অক্টোবর ২০১৬, ০২:১৯

 

শেরপুর অনলাইন নিউজ পোর্টাল আলোকিত শেরপুর ডটকম-এর উদ্বোধন উপলক্ষে জেলার প্রবীণ ছয় সাংবাদিককে আলোকিত শেরপুর উদ্বোধনী সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে। তারা হলেন শেরপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও সাপ্তাহিক চলতি খবর সম্পাদক অ্যাডভোকেট জাকির হোসেন, সাপ্তাহিক জয় ভারপ্রাপ্ত সম্পাদক মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. আখতারুজ্জামান, বাংলাদেশ বেতারের নগর ও দৈনিক খবরের শেরপুর প্রতিনিধি  মুক্তিযোদ্ধা তালাপতুফ হোসেন মঞ্জু, দৈনিক প্রথম আলো’র শেরপুর জেলা প্রতিনিধি দেবাশীষ সাহা রায়, দৈনিক  যুগান্তর ও এটিএন বাংলা’র শেরপুর জেলা প্রতিনিধি আব্দুর রহিম বাদল এবং দৈনিক ইনকিলাবের ঝিনাইগাতি প্রতিনিধি এস কে সাত্তার।

৩০ সেপ্টেম্বর শুক্রবার রাতে শহরের নিউ মার্কেটস্থ হোটেল সম্রাট-এর হলরুমে অনলাইন নিউজ পোর্টাল আলোকিত শেরপুর-এর আনুষ্ঠানিক উদ্বোধন উপলক্ষে এ সম্মাননা প্রদান করা হয়।

প্রবীণ সাংবাদিক মুক্তিযোদ্ধা তালাপতুফ হোসেন মঞ্জু’র সভাপতিত্বে এবং আলোকিত শেরপুর ডটকম এর প্রকাশক ও সম্পাদক সাংবাদিক রফিক মজিদের সঞ্চালনায় এ সম্মাননা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন শেরপুর প্রেসক্লাব সভাপতি ও দৈনিক মুক্ত খবরের উপদেষ্টা সম্পাদক মনিরুল ইসলাম লিটন, সাধারণ সম্পাদক ও যমুনা টিভি প্রতিনিধি আদিল মাহমুদ উজ্জল, শেরপুর প্রেসক্লাব সহ সভাপতি ও শেরপুর টাইমস ডটকম সম্পাদক শাহরিয়ার মিল্টন, শেরপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি ও নতুন যুগ সম্পাদক মো. মেরাজ উদ্দিন, সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক ও আরটিভি প্রতিনিধি মুগনিউর রহমান মনি, শেরপর সাংবাদিক কল্যাণ সমিতির সভাপতি ও মাছরাঙা টিভি প্রতিনিধি আবুল হাশিম, দৈনিক কালের কন্ঠ  প্রতিনিধি হাকিম বাবুল, বাংলাদেশ প্রতিদিন প্রতিনিধি মাসুদ হাসান বাদল, মোহনা টিভি প্রতিনিধি রেজাউল করিম বকুল, দি ইনডিপেন্ডেন্ট প্রতিনিধি আনিসুর রহমান, প্রভাষক ড. আব্দুল আলীম তালুকদার প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা আলোকিত শেরপুরের এমন উদ্যোগকে শেরপুরের ইতিহাসে একটি মাইলফলক বলে অভিহিত করেন। একইসঙ্গে তারা প্রত্যাশা করেন, মেধা দিয়ে বস্তুনিষ্ট সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজের কাছে প্রমাণ করা হবে যে, তারা নামধারী সাংবাদিক নন। আইডি কার্ড সর্বস্ব সাংবাদিকতায় বিন্দুমাত্র মেধা নেই।

উল্লেখ্য, গত ১ সেপ্টেম্বর অনলাইন নিউজ পোর্টাল আলোকিত শেরপুর ডটকম-এর যাত্রা শুরু হয়। ইতিহাস ও সংস্কৃতিসমৃদ্ধ শেরপুর জেলার মুক্তিযুদ্ধ, মুক্তিযোদ্ধা, দেশ ও জনগণের মর্যাদাকে প্রধান্য দেওয়া হবে।

/এমপি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ডুবন্ত শিশুকে বাঁচাতে গিয়ে প্রাণ গেলো আরেক শিশুরও
ডুবন্ত শিশুকে বাঁচাতে গিয়ে প্রাণ গেলো আরেক শিশুরও
‘ডে আফটার টুমরো’ নয়, টুডে
‘ডে আফটার টুমরো’ নয়, টুডে
জিম্মি মুক্তির বিষয়ে আন্তরিক হলেও গাজায় আগে যুদ্ধবিরতি চায় হামাস
জিম্মি মুক্তির বিষয়ে আন্তরিক হলেও গাজায় আগে যুদ্ধবিরতি চায় হামাস
হাসিনা-তাভিসিন আন্তরিক বৈঠক, থাইল্যান্ডের সঙ্গে ৫ দলিল স্বাক্ষর
হাসিনা-তাভিসিন আন্তরিক বৈঠক, থাইল্যান্ডের সঙ্গে ৫ দলিল স্বাক্ষর
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় প্রকাশ
রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় প্রকাশ