X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

শাবি ছাত্রীকে ‘তুলে নিয়ে যাওয়ার’ চেষ্টা, আটক দুই

শাবি প্রতিনিধি
০৭ অক্টোবর ২০১৬, ২২:৩৬আপডেট : ০৭ অক্টোবর ২০১৬, ২২:৩৬

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবি) শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) এক ছাত্রীকে মারধর ও তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় দু’জনকে আটক করেছে পুলিশ। তারা হলেন, কাউসার আহমেদ ও তার বোন। কাউসার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী। আর বোন একই বিশ্ববিদ্যালয়ের আইইআর বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। তাদের বাড়ি হবিগঞ্জ সদর উপজেলার বহুলা ইউনিয়নের পশ্চিম বাইত গ্রামে।

শুক্রবার দুপুর পৌণে একটার দিকে শাবিতে ওই ছাত্রীর সঙ্গে দেখা করতে ক্যাম্পাসে আসেন কাওছার আহমদ ও তার বোন। শাবি’র ওই ছাত্রী জানান, কাউসার ও তার বাড়ি একই এলাকায়। ওই এলাকার বিশ্ববিদ্যালয় পড়ুয়াদের ফেসবুকে একটি গ্রুপ আছে। এই গ্রুপের মাধ্যমে তাদের সম্পর্ক গড়ে ওঠে। কাউসার বর্তমানে সিলেট নগরীর বাগবাড়ির একটি মেসে থাকেন।

ঘটনার প্রত্যক্ষদর্শী ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ড. সাজেদুল করিম বলেন, ‘নামাজে যাওয়ার পথে দেখি, ছেলেটি আমাদের ছাত্রীকে জোর করে রিক্সায় তুলে তার মাথায় এবং ঘাড়ে আঘাত করছে। আমি রিক্সা থামাতে বললে পাশে থাকা মেয়েটি (কাউসারের বোন) ধমকের সুরে বলে, আপনি এখানে নাক গলাবেন না; এটা পারিবারিক সমস্যা। তাদের সম্পর্ক জিজ্ঞেস করলে ছেলেটি জবাব দেয়, সে তার স্ত্রীকে সে মারছে। আর সঙ্গে সাথে থাকা মেয়েটি তার বোন। পরে আমি কাউসার ও তার বোনকে প্রক্টরিয়াল বডির কাছে তুলে দেই।’

পরে প্রক্টরিয়াল বডি তাদের তুলে দেয় জালালাবাদ পুলিশের হাতে। থানায় নিয়ে যাওয়ার পথে সাধারণ শিক্ষার্থী ও ছাত্রলীগ কর্মীরা কাউছারকে মারধর করে।

জালালাবাদ থানার ওসি আক্তার হোসেন জানান,  কাওছার ও তার বোনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

শাবি’র ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক ড. রাশেদ তালুকদার বলেন, ‘ছাত্রীর বক্তব্য জানার পর এ বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে।’

/এআরএল/

আরও পড়ুন: 

তিন তরুণীর অন্যরকম বিয়ে

সম্পর্কিত
সর্বশেষ খবর
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!