X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

যৌন নির্যাতনের অভিযোগে ২ স্কাউট কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

রংপুর প্রতিনিধি
১১ অক্টোবর ২০১৬, ০০:৪৯আপডেট : ১১ অক্টোবর ২০১৬, ০০:৫০
image

রংপুর রংপুরে এক নারী স্কাউট লিডারকে যৌন নির্যাতন করার অভিযোগে দায়ের করা মামলায় জেলা স্কাউট এর সহকারি পরিচালক লিয়াকত হোসেন ও জেলা স্কাউটের সম্পাদক এলাহী ফারুখের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ প্রদান করা হয়েছে। রংপুরের জেলা ও দায়রা জজ এবং নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিচারক হুমায়ুন কবীর সোমবার এ আদেশ প্রদান করেন।
রংপুরের নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিশেষ পিপি রফিক হাসনাইন এ্যাডভোকেট গ্রেফতারী পরোয়ানা জারির বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার অভিযোগ থেকে জানা গেছে, রংপুর জেলা স্কাউটের সহকারী পরিচালক লিয়াকত হোসেন ও সংগঠনের সম্পাদক ফারুখ এলাহী হোসেনের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগে অভিযোগ দায়ের করলে মামলাটি তদন্তের জন্য জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামকে নির্দেশ প্রদান করা হয়। উক্ত ম্যাজিস্ট্রেট অভিযোগকারী ও সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ করে ধর্ষণের অভিযোগের কোনও সত্যতা খুঁজে পাওয়া যায়নি বলে প্রতিবেদন প্রদান করেন। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের ওই আদেশের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আদালতে বাদীপক্ষ নারাজি আবেদন দাখিল করে। উভয় পক্ষের শুনানী শেষে বিচারক আসামী লিয়াকত হোসেন ও ফারুখ এলাহীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ প্রদান করেন।

আসামী নালিশকারী ভিকটিমের সঙ্গে প্রেমের সম্পর্ক স্থাপন করে তার কর্মস্থল ঢাকা থেকে রংপুরে ডেকে এনে বিয়ের প্রলোভন দেখিয়ে বিবাহবহির্ভূত শারীরিক সম্পর্ক স্থাপনের অভিযোগ করা হয়েছে। মামলার বাদীপক্ষের অভিযোগ অনুসন্ধানকারী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কর্তৃক গৃহীত তিনজন সাক্ষীর জবানবন্দি, নালিশকারীর জবানবন্দি ও ঘটনার পারিপাশ্বিক অবস্থা বিশ্লেষণ করে ঘটনার সত্যতা পাওয়া যায় আদালতের আদেশে উল্লেখ করা হয়।

উল্লেখ্য নারী ও শিশু নির্যাতন আইন ২০০০ এর ১৮ তৎসহ ২৭ ধারায় বর্ণিত বিধান মতে, অনুসন্ধান প্রতিবেদনে অভিযুক্তের বিরুদ্ধে কার্যক্রম গ্রহণের সুপারিশ না থাকা সত্ত্বেও ট্রাইব্যুনাল যথাযথ বা ন্যায় বিচারের স্বার্থে প্রয়োজনীয় মনে করলে কারণ উল্লেখ করে উক্ত ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট অপরাধ বিচারের জন্য গ্রহণ করতে পারেন।

এ ব্যাপারে নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিশেষ পিপি এ্যাডভোকেট রফিক হাসনাইন জানান, বিজ্ঞ বিচারক ন্যায় বিচারের স্বার্থে ভিকটিমের অভিযোগ গ্রহণ করে দুই আসামীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ প্রদান করেছেন।

/এসএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
লাল কৃষ্ণচূড়া, বেগুনি জারুলে ছুঁয়ে যায় তপ্ত হৃদয়
লাল কৃষ্ণচূড়া, বেগুনি জারুলে ছুঁয়ে যায় তপ্ত হৃদয়
টিভিতে আজকের খেলা (২৭ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৭ এপ্রিল, ২০২৪)
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা