X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

‘হুমকি দেইনি, আমি নিজেই সাইবার ক্রাইমের শিকার’

মৌলভীবাজার প্রতিনিধি
১৬ অক্টোবর ২০১৬, ০০:৫৪আপডেট : ১৬ অক্টোবর ২০১৬, ০১:৩৯

ফায়যুর রহমান দেশের বিশিষ্ট ব্যক্তিদের মোবাইলে এসএমএসের মাধ্যমে হত্যার হুমকি দেওয়ার ঘটনায় আবারও ‘বিপদে’ পড়েছেন ফায়যুর রহমান। তিনি দাবি করেন, ‘হুমকি দেইনি, আমি নিজেই সাইবার ক্রাইমের শিকার।’ এর আগেও একই ধরনের ঘটনায় দু’বার গ্রেফতার হলেও তিনি যে ষড়যন্ত্রের শিকার, সেটি প্রকাশ পায় পুলিশ হুমকি ঘটনার মূল হোতা আবদুল হককে গ্রেফতারের পর। বর্তমানে আবদুল হকক কারাগারে আছেন।ফায়যুরের দাবি, তাকে ফাঁসানোর জন্য তার সিম ক্লোন করে আবদুল হকের সহযোগীরা  বিশিষ্ট ব্যক্তিদের এই এসএমএস  পাঠাচ্ছে।

গত দুদিনে জনপ্রিয় লেখক ও অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল ও তার স্ত্রী ড. ইয়াসমিন হক, অধ্যাপক আনু মুহাম্মদ ও বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খানসহ বিশিষ্ট ব্যক্তিদের মোবাইলে এসএমএসের মাধ্যমে হত্যার হুমকি দেওয়ার হয়েছে। সবগুলো হুমকিই একই মোবাইল নম্বর থেকে দেওয়া হয়। এই মোবাইলটির মালিক ফায়যুর রহমান। তবে নিজের মোবাইল থেকে এ ধরনের কোনও এসএমএস পাঠাননি দাবি করে ফায়যুর রহমান বলেন, তিনি আবারও ষড়যন্ত্রের শিকার হচ্ছেন।

জানা যায়, ফায়যুর রাহমানের বাড়ি সুনামগঞ্জের ছাতক উপজেলার গাংপার নোয়াকোট গ্রামে। তিনি কোরআনে হাফেজ। সিলেটের একটি মাদ্রাসা থেকে আলিম পাশ করেন। লেখাপড়ার পাশাপাশি সিলেটের ‘দৈনিক সিলেটের ডাকে’ সাংবাদিকতা করেন। পাশাপাশি তিনি সাহিত্য চর্চাও করেন। ফায়যুর ও তার সমমনা কয়েকজন মিলে ২০০৭ সালে সিলেটে ‘মুক্তস্বর’ নামে একটি সাহিত্য-সাংস্কৃতিক সংগঠন গড়ে তোলেন। তিনি ছিলেন ওই সংগঠনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক। প্রতি সপ্তাহে মুক্তস্বরের সাহিত্য আসর বসতো। মূলত মাদ্রাসায় পড়ুয়া শিক্ষার্থীদেরকে সাহিত্যের মূল ধারায় নিয়ে আসাই ছিল মুক্তস্বরের উদ্দেশ্য। অন্যদিকে তার বিরুদ্ধে ষড়যন্ত্রকারী আবদুল হকের বাড়িও সুনামগঞ্জের ছাতক উপজেলার একই গ্রামে।

জালালাবাদ থানায় দায়ের করা ড. জাফর ইকবালের সাধারণ ডায়েরির অনুলিপি

ফায়যুর রহমান জানান, ‘আবদুল হকের সঙ্গে তাদের পারিবারিক বিরোধ রয়েছে। তিনি জামায়াতের রাজনীতির সঙ্গে যুক্ত। আমাদের ‘মুক্তস্বর’ সংগঠনটি ছিল জামায়াতের চিন্তা-চেতনার পরিপন্থী। আবদুল হক ‘মুক্তস্বর’-কে  জামায়াতি চিন্তা-চেতনা দিয়ে প্রভাবিত করার চেষ্টা করে। এ কারণে এক পর্যায়ে তাকে সংগঠন থেকে বের করে দেওয়া হয়। ফলে তার সঙ্গে বিরোধ বেড়ে যায়। এরপর থেকে মোবাইল ক্লোনিংয়ের মাধ্যমে তিনি আমার ফোন নম্বর ব্যবহার করে একাধিকবার বিশিষ্ট ব্যক্তিদের হত্যার হুমকি দিয়ে এসএমএস পাঠিয়েছেন। এর পরিণামে আমাকে গ্রেফতার ও জেল খাটতে হয়েছে। আমার লেখাপড়া বন্ধ হবার পথে।’

ফায়যুর বলেন, ‘এর আগেও দু’বার আমি এসএমএস সন্ত্রাসের শিকার হয়েছি। বিনা অপরাধে জেল খেটেছি।’ তিনি আরও বলেন, ‘আমি আব্দুল হকের বিরুদ্ধে দায়েরকৃত মামলার এক নম্বর সাক্ষী। সেই মামলা যখন  সাইবার ট্রাইব্যুনালে বিচারের জন্য উঠতে যাচ্ছে এবং  আমি সাক্ষী দেওয়ার জন্য প্রস্তুত, তখনই এ হুমকির ঘটনা ঘটলো।’

তিনি বলেন, ‘আমি দৃঢ়ভাবে বলতে পারি, আমার নম্বর থেকে কোথাও কোনও মেসেজ যায়নি। আগের মতোই প্রযুক্তি ব্যবহার করে কেউ আমাকে ফাঁসানোর চেষ্টা করছে। আমার কললিস্ট তুললে আইনশৃঙ্খলা বাহিনী এর প্রমাণ পাবে।’

বিষয়টি লিখিতভাবে শনিবার মহানগর পুলিশ কমিশনারকে  জানানো হয়েছে বলে জানান শিক্ষার্থী ফায়যুর রহমান। তিনি বলেন, ‘যারা আমাকে বারবার এই হেনস্তা করছেন, আমি তাদের বিচার চাই। আমি এ ভোগান্তি থেকে রেহাই চাই।’

এ ব্যাপারে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ রহমত উল্লাহ জানান, ফায়যুর রহমানের একটি লিখিত আবেদন তারা পেয়েছেন। এতে হুমকি দেওয়া মোবাইল নম্বরটি তার জানিয়ে তিনি ষড়যন্ত্রের শিকার হচ্ছেন বলে উল্লেখ করেছেন। তিনি এর প্রতিকারও চেয়েছেন।

প্রসঙ্গত, ২০১৩ সালের ১৪ জুন পুলিশের হাতে প্রথমবার গ্রেফতার হন ফায়যুর রহমান। তখন তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়, তিনি অর্থমন্ত্রী ও শিক্ষামন্ত্রীসহ ছয়জন সংসদ সদস্যকে হত্যার হুমকি দিয়ে তার মোবাইল থেকে এসএমএস পাঠিয়েছেন। দ্বিতীয়বার ২০১৪ সালের ৩০ জুন ফের গ্রেফতার হন ফায়যুর। এবার তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়, তিনি আইনমন্ত্রীকে এসএমএসে হত্যার হুমকি দিয়েছেন। তার বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনের ৫৭ ধারায় সিলেট মহানগর পুলিশের বিমানবন্দর থানায় মামলা করা হয়।

এপিএইচ/

আরও পড়ুন: হুমকির মোবাইলফোনের মালিক ফায়যুর রহমান!

 

 

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
তিন লাল কার্ডের ম্যাচে মোহামেডানের খেলতে অস্বীকৃতি, আবাহনীকে জয়ী ঘোষণা
তিন লাল কার্ডের ম্যাচে মোহামেডানের খেলতে অস্বীকৃতি, আবাহনীকে জয়ী ঘোষণা
প্যারিসে ইরানি কনস্যুলেটে নিজেকে উড়িয়ে দেওয়ার হুমকি, গ্রেফতার ১
প্যারিসে ইরানি কনস্যুলেটে নিজেকে উড়িয়ে দেওয়ার হুমকি, গ্রেফতার ১
ইরান হামলা বন্ধ করলেও ছায়াশক্তিরা সক্রিয়
ইরান হামলা বন্ধ করলেও ছায়াশক্তিরা সক্রিয়
খিলগাঁওয়ে পরিচ্ছন্নতাকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
খিলগাঁওয়ে পরিচ্ছন্নতাকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
সর্বাধিক পঠিত
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী