X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

কল্পনা চাকমা অপহরণের তদন্ত প্রতিবেদন প্রত্যাখ্যান, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি

রাঙামাটি প্রতিনিধি
১৬ অক্টোবর ২০১৬, ১৬:৩৩আপডেট : ১৬ অক্টোবর ২০১৬, ১৬:৩৩

কল্পনা চাকমা ১৯৯৬ সালের কল্পনা চাকমা অপহরণ বিষয়ে আদালতে রাঙামাটি পুলিশ সুপারের দাখিল করা চূড়ান্ত প্রতিবেদন প্রত্যাখ্যান করেছেন পার্বত্য চট্টগ্রামের নারী নেতৃরা। পার্বত্য চট্টগ্রাম নারী সংঘের সভাপতি সোনালী চাকমা ও হিল উইমেন্স ফেডারেশনের সভাপতি নিরূপা চাকমা রবিবার (১৬ অক্টোবর) এক যুক্ত বিবৃতিতে তারা বলেছেন,  ‘এই প্রতিবেদনটিও আগের তদন্ত প্রতিবেদনগুলোর মতোই পুরোপুরি সাজানো, যা অত্যন্ত নিন্দনীয়। চিহ্নিত অপরাধীদের রক্ষার অপচেষ্টা ছাড়া এটা আর কিছুই নয়।’

সংবাদ মাধ্যমে পাঠানো যৌথ বিবৃতিতে নারী নেতৃরা বরাবরের মতোই অপহরণের জন্য একজন সেনা কর্মকর্তাকে দায়ী করেছেন। তারা বলেছেন, ‘পার্বত্য চট্টগ্রামের জনগণ তদন্ত কর্মকর্তা রাঙামাটির পুলিশ সুপারের রিপোর্ট কখনই মেনে নেবে না। দেশের গণতান্ত্রিক শক্তির কাছে তা গ্রহণযোগ্য হবে না।’

কল্পনা চাকমা অপহরণের ব্যাপারে ‘গণতদন্ত কমিশন গঠন’ এবং চিহ্নিত অপহরণকারীদের গ্রেফতারের দাবিতে কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন নারী নেতৃরা।  বিবৃতিতে তারা বলেছেন, ‘ঘটনার পর থেকেই সরকার ও আইনশৃঙ্খলাবাহিনীর পক্ষ থেকে অপহরণকারীদের রক্ষার মরিয়া চেষ্টা লক্ষণীয়। অপহৃতদের একজন কল্পনা চাকমার ভাই কালিন্দী কুমার চাকমার সাক্ষ্যসহ অভিযুক্তদের বিরুদ্ধে প্রত্যক্ষ ও শক্তিশালী সাক্ষ্যপ্রমাণ ও আলামত থাকা সত্ত্বেও তাদেরকে গ্রেফতার করে বিচারের আওতায় না এনে সরকার এটাই প্রমাণ করেছে যে, তারা পার্বত্য চট্টগ্রামে আইনের শাসন ও সংবিধান-স্বীকৃত মৌলিক অধিকার প্রতিষ্ঠায় আগ্রহী নয়।’

বিবৃতিতে নেতৃরা সরকারের বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ তুলে বলেন, ‘অপরাধ সংঘটনের ৪০-৪৫ বছর পর সরকার ১৯৭১ সালের যুদ্ধাপরাধীদের বিচারের কাঠগড়ায় দাঁড় করাচ্ছে, পরোক্ষ সাক্ষ্য ও বেঁচে যাওয়া ভিকটিমদের জবানবন্দিরর ভিত্তিতে তাদের শাস্তি নিশ্চিত করছে। অথচ পার্বত্য চট্টগ্রামের বেলায় ঠিক তার উল্টোটাই করছে। প্রত্যক্ষ সাক্ষ্যপ্রমাণ থাকা সত্ত্বেও কল্পনা চাকমার অপহরণকারীদের রক্ষা করে চলেছে।’

তারা অবিলম্বে টালবাহানা বন্ধ করে কল্পনা চাকমা অপহরণ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতার করে বিচারের মাধ্যমে উপযুক্ত শাস্তি প্রদান এবং তাদের জবানবন্দির ভিত্তিতে কল্পনা চাকমাকে দ্রুত উদ্ধারের দাবি জানান।

আরও পড়ুন- 


ফরীদ উদ্দীন মাসঊদের নেতৃত্বে আসছে নতুন কওমি বোর্ড

/এফএস/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
পানিতে ডুবে ভাইবোনসহ ৩ শিশুর মৃত্যু
পানিতে ডুবে ভাইবোনসহ ৩ শিশুর মৃত্যু
‘এমপি হতে ১ কোটি ২৬ লাখ টাকা খরচ হয়েছে, এটা তুলবো, এটুকু অন্যায় করবো-ই’
‘এমপি হতে ১ কোটি ২৬ লাখ টাকা খরচ হয়েছে, এটা তুলবো, এটুকু অন্যায় করবো-ই’
ইডি হেফাজতে আরও ৪ দিন কেজরিওয়াল
ইডি হেফাজতে আরও ৪ দিন কেজরিওয়াল
ভাইস চেয়ারম্যানের বিরুদ্ধে নারী উন্নয়ন ফোরামের টাকা আত্মসাতের অভিযোগ
ভাইস চেয়ারম্যানের বিরুদ্ধে নারী উন্নয়ন ফোরামের টাকা আত্মসাতের অভিযোগ
সর্বাধিক পঠিত
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা