X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

কক্সবাজারের ডিসি সড়কের বেহাল দশা

আবদুল আজিজ, কক্সবাজার
১৮ অক্টোবর ২০১৬, ১০:২৮আপডেট : ১৮ অক্টোবর ২০১৬, ১০:২৮

কক্সবাজারের ডিসি সড়কের বেহাল দশা কক্সবাজারের ঈদগাঁও বাজারের ডিসি সড়কের অধিকাংশ স্থানে ইট-কংক্রিট উঠে যাওয়ায় সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত। অনেক স্থানে ড্রেন ও সড়কের জায়গায় স্থাপনা নির্মাণ করা হয়েছে। ফলে শত বছরের ডিসি সড়কটির বেহাল দশা।  বিশেষ করে বাসস্টেশন থেকে বঙ্কিমবাজার পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার সড়কে অন্তত পাঁচশতাধিক খানাখন্দক রয়েছে। যেগুলোতে পড়ে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। তবে বাজারের মধ্যখানে সকড়ের কিছু অংশ সংস্কার কাজ করা হলেও তাতে ভোগান্তি আরও বেড়েছে। কারণ কাজ শেষ না হওয়ায় জলাবদ্ধতা স্থায়ী রূপ নিয়েছে।

শুধু ডিসি সড়ক নয়, ঈদগাঁও বাজারের উপ-সড়কগুলোরও একই অবস্থা। বেশষ করে সামান্য বৃষ্টিতে আলমাছিয়া মাদরাসা সড়ক, জাগিরপাড়া সড়ক, ঈদগাঁও-চৌফলদন্ডী সড়ক, কবি নুরুল হুদা সড়ক, ঈদগাঁও-ঈদগড় সড়কে পানি জমছে।

এ বিষয়ে ঈদগাঁও জালালাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমরুল হাসান রাশেদ বলেন, ‘ঈদগাঁও বাজার থেকে সরকার প্রতি বছর কোটি টাকা রাজস্ব পায়। তার সিকি পরিমাণও উন্নয়ন হয় না। বরাবরই ঈদগাঁও বাজার অবহেলিত। ঐতিহ্যবাহী ‘ডিসি সড়ক’ রক্ষায় সর্বদলীয় ঐক্যমত গড়ে তোলা হবে।’

কক্সবাজারের ডিসি সড়কের বেহাল দশা এদিকে রাস্তার দুইপাশে পুলিশ তদন্তকেন্দ্র, ইউনিয়ন পরিষদ ভবন, ডাক বিভাগ, প্রাণী সম্পদ বিভাগ, কৃষি বিভাগ, সরকারী স্বাস্থ্যসেবা ক্লিনিক, ভূমি অফিস, টিঅ্যান্ডটি অফিস, কয়েকটি বেসরকারি হাসপাতাল, পাবলিক লাইব্রেরি, কেন্দ্রীয় মসজিদ, মন্দিরসহ অনেক গুরুত্বপূর্ণ ধর্মীয়, সামাজিক, ব্যবসায়িক প্রতিষ্ঠান রয়েছে।

আটটি ইউনিয়নের বাসিন্দারা এছাড়াও ডিসি সড়ক হয়ে পার্শ্ববর্তী উপজেলার মানুষকে ব্যক্তিগত ও ব্যবসায়িক কাজ করতে ঈদগাঁও-জালালাবাদ-চৌফলদন্ডি-খুরুশকুল হয়ে কক্সবাজার যেতে হয়। আর কক্সবাজারের অনেক মানুষ সময় বাঁচাতে এ সড়ক পথে নিয়মিত যাতায়াত করেন।

সরেজমিন গিয়ে দেখা গেছে, ঈদগাঁও স্টেশন থেকে বাজারের শেষ মথা পর্যন্ত পুরো সড়কটিই ছোট বড় গর্তে ভরা। পাঁচ মিনিটের পথ যেতে অধাঘণ্টা সময় লাগে। বিকল্প সড়ক না থাকায় এ সড়কে সবসময় যানজট লেগে থাকে। দীর্ঘদিন ময়লা আবর্জনা পরিস্কার না হওয়ায় বাজারের ড্রেনগুলো ‘ময়লার ডিপো’তে পরিণত হয়েছে। কাদা-ময়লায় ভরা ড্রেনের পানি সড়কে এসে জমছে।

কক্সবাজারের ডিসি সড়কের বেহাল দশা স্থানীয় অধিবাসী পারভেজ মোশারফ, লিয়াকত আলী ও ইমাম হোসেন বাংলা ট্রিবিউনকে জানান, ‘সড়কজুড়ে প্রতিদিন দুর্ঘটনা ঘটে। এ সড়কে পাঁচশতাধিক ছোটবড় গর্ত রয়েছে। রিক্সা-সিএনজিতে যেতে মানুষ ক্লান্ত হয়ে পড়ে। সব সময়ই হাঁটুজলে ডুবে থাকে পুরো সড়ক। এ সময় খালি পায়ে চলাও দায় হয়ে পড়ে। কোথাও পানি নিষ্কাশনের সুষ্ঠু ব্যবস্থাপনা নেই। সড়কগুলি খানাখন্দকে ভরা। নামমাত্র যে ড্রেনগুলো রয়েছে সেগুলোও বর্জ্য-আবর্জনায় ভর্তি হয়ে গেছে।’

স্থানীয় ব্যবসায়ী হোসেন আহমদ, শফিউল আলম ও আলী আকবর অভিযোগ করে বলেন, ‘বাজারটি দুইটি ইউনিয়ন পরিষদের আওতাধীন হওয়ায় অভিভাবকহীন হয়ে পড়েছে। দেখার কেউ না থাকায় বাজারের প্রতিটি অলিগলির সড়কের উভয় পাশে বেইজ লেভেল ৩-৫ ফুঁট উঁচুতে অপরিকল্পিত ভবন, শপিংমল, দোকানপাট নির্মিত হয়েছে। ফলে সামান্য বৃষ্টিতেই সড়কটি নালায় পরিণত হয়।’

এ বিষয়ে কক্সবাজার জেলা প্রশাসক মো. আলী হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ডিসি সড়কের বর্তমান অবস্থার সম্পর্কে আমি অবগত নয়। তবে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান লেফটেন্যান্ট কর্নেল (অব.) ফোরকান আহমদ বলেন, ‘ঈদগাঁও বাজারে অবৈধ স্থাপনা নির্মাণ, যানজট সমস্যা, ড্রেনেজ, পয়ঃনিষ্কাশন, অসমাপ্ত ডিসি সড়ক সংস্কারসহ নানাবিদ সমস্যা সমাধান ও অবৈধ দখলদারের বিরুদ্ধে তালিকা তৈরির করা হচ্ছে।  ঈদগাঁও ইউনিয়ন ভূমি অফিসকে খুব শিগগিরই অবৈধ দখলদারের তালিকা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।’

/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন হামলার কথা অস্বীকার করলো ইরান, তদন্ত চলছে
ড্রোন হামলার কথা অস্বীকার করলো ইরান, তদন্ত চলছে
শিল্পী সমিতির নির্বাচন, মিশা-ডিপজলে কুপোকাত কলি-নিপুণ
শিল্পী সমিতির নির্বাচন, মিশা-ডিপজলে কুপোকাত কলি-নিপুণ
ভাগ্নিকে শায়েস্তা করতে নাতিকে হত্যা
ভাগ্নিকে শায়েস্তা করতে নাতিকে হত্যা
৫ বছর বন্ধ সুন্দরবন টেক্সটাইল, সংকটে শ্রমিকরা
৫ বছর বন্ধ সুন্দরবন টেক্সটাইল, সংকটে শ্রমিকরা
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
ভ্রমণ শেষে ভারত থেকে তিন দিনে ফিরলেন ১৫ হাজার পর্যটক
ভ্রমণ শেষে ভারত থেকে তিন দিনে ফিরলেন ১৫ হাজার পর্যটক