X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

গ্রামে কলেজ প্রতিষ্ঠা করা হলো না ডিসি জাহিদুলের

গোপালগঞ্জ প্রতিনিধি
১৮ অক্টোবর ২০১৬, ১১:৫২আপডেট : ১৮ অক্টোবর ২০১৬, ১২:৪৭

জেলা প্রশাসক জাহিদুল ইসলাম বিভিন্ন সময়ে নিজ গ্রামে একটি কলেজ প্রতিষ্ঠা করার ইচ্ছা পোষণ করেছিলেন চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) জাহিদুল ইসলাম। কিন্তু সোমবার সকালে রাজশাহী বিভাগীয় কমিশনার অফিসে বিভাগীয় টাস্কফোর্স কমিটির সভায় অংশ নিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। ফলে তার সেই ইচ্ছা আর পূরণ হলো না বলে জানিয়েছেন নিহতের চাচাতো ভাই ও শুকতাইল ইউনিয়নের চেয়ারম্যান মো. শহীদুল ইসলাম। মঙ্গলবার সকালে মরহুমের দাফন শেষে বাংলা ট্রিবিউনকে তিনি এসব কথা জানান।

জাহিদুল ইসলামের গ্রামের বাড়ি গোপালগঞ্জের শুকতাইল গ্রামে। তিনি সায়েদুল হক মোল্লার ছেলে। ৫ ভাই ও ২ বোনের মধ্যে জাহিদুল ইসলাম ছিলেন সবার বড়। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

মো. শহীদুল ইসলাম বলেন, ‘২০১৫ সালে জাহিদুল ইসলাম গ্রামের গরীব, অসহায় ও মেধাধী শিক্ষার্থীদের আর্থিক অনুদান দিতে প্রতিষ্ঠা করেছিলেন মো. জাহিদুল ইসলাম নাসিম অ্যান্ড ফ্যামিলি ইনসেনটিভ নামে একটি ট্রাস্ট। এছাড়া গ্রামে একটি কলেজ প্রতিষ্ঠার জন্য তহবিল সংগ্রহের উদ্যোগ নিয়েছিলেন।  আগামী ছুটিতে গ্রামে এসে কলেজের জন্য জায়গা নির্ধারণ করার কথা ছিল তার। কিন্তু তিনি বাড়িতে ফিরলেন লাশ হয়ে।’

তিনি আরও বলেন, ‘বৈবাহিক জীবনে জাহিদুল ইসলাম ২ মেয়ে ও ১ ছেলে জনক। তার বড় মেয়ে জান্নাতুল ইসলাম মীম ঢাকার গার্হস্থ্য অর্থনীতি কলেজের শ্রেণির ছাত্রী। ছোট মেয়ে ফাহেমা-তুজ-জোহরা ১০ম শ্রেণিতে ও মোহম্মদ ইয়াছিন ২য় শ্রেণিতে পড়ে। ’

এ ইউপি চেয়ারম্যান জানান, ‘জাহিদুল ইসলামের পরিবার একটি শিক্ষানুরাগী পরিবার। ভাইদের মধ্যে আজিম মোল্লা গ্রামে স্টক ব্যবসায়ী, শামীম মোল্লা ও অসিম মোল্লা খুলনা বিএল কলেজের প্রভাষক, জসিম মোল্লা যশোর এমএম কলেজের প্রভাষক। আর বোনদের মধ্যে বড় বোন সাবানা বেগম খুলনা পুলিশ লাইন স্কুল ও ছোট বোন শিল্পী বেগম নিউজ প্রিন্ট হাই স্কুলে শিক্ষকতা করেন।’

/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
দ্বিতীয় বিয়ে করায় ছেলের আঘাতে প্রাণ গেলো বাবার
দ্বিতীয় বিয়ে করায় ছেলের আঘাতে প্রাণ গেলো বাবার
নুসিরাত শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলা, শিশুসহ নিহত ৮
নুসিরাত শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলা, শিশুসহ নিহত ৮
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
লাল কৃষ্ণচূড়া, বেগুনি জারুলে ছুঁয়ে যায় তপ্ত হৃদয়
লাল কৃষ্ণচূড়া, বেগুনি জারুলে ছুঁয়ে যায় তপ্ত হৃদয়
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!