X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

একই দিনে রাবি ও চবির ভর্তি পরীক্ষা, বিপাকে শিক্ষার্থীরা

রাবি প্রতিনিধি
১৮ অক্টোবর ২০১৬, ১৫:১৭আপডেট : ১৮ অক্টোবর ২০১৬, ১৫:২৫

রাবি ও চবি রাজশাহী বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ২০১৬-১৭ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা এক দিনে একই সময়ে অনুষ্ঠিত হবে। ফলে বিপাকে পড়েছেন বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা।

জানা গেছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আগামী ২৪ থেকে ২৭ অক্টোবর এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ২৩ থেকে ৩১ অক্টোবর অনুষ্ঠিত হবে। এর মধ্যে উভয় বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ভর্তি পরীক্ষা আগামী ২৬ অক্টোবর অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এছাড়া অন্যান্য অনুষদের পরীক্ষা সকাল-বিকেল করে ফেলা হয়েছে।

খোঁজ নিয়ে দেখা গেছে, রাজশাহী বিশ্ববিদ্যালয় ১৮ জুন ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ করে। অন্যদিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ২৭ জুন প্রকাশ করেছে।

এছাড়া কেউ যদি ২৬ অক্টোবর চবির কলা অনুষদে পরীক্ষা অংশ নেয় এবং ২৭ অক্টোবর রাবির সামাজিক বিজ্ঞান অনুষদের পরীক্ষায় অংশ নিতে চায় তাহলে  তাকে রাজশাহী আসতে হবে। আবার ২৯ অক্টোবর চবির আইন অনুষদের পরীক্ষায় অংশ নিতে চট্টগ্রাম যেতে হবে।

সজীব আহমেদ নামের এক ভর্তিচ্ছু শিক্ষার্থী বলেন, ‘দু’টি বিশ্ববিদ্যালয়ে পরীক্ষার একই সময়ে অনুষ্ঠিত হবে। এতে একটি ইউনিটে একই দিনে পরীক্ষা। তাই যে কোনও একটি বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেওয়া হবে না। এ নিয়ে দুশ্চিন্তায় আছি।’

ইশতিয়াক আহমেদ নামে অন্য এক শিক্ষার্থী বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে ভর্তির ইচ্ছা ছোটবেলা থেকেই। তাই কোচিংও করেছি। প্রায় সবগুলো বিশ্ববিদ্যালয়ে কমবেশি ফরম তুলেছি। কিন্তু রাবি ও চবির পরীক্ষা একই সময়ে ঘোষণা করা হয়েছে। এমনভাবে সূচি প্রকাশ করেছে তাতে সবগুলো ইউনিটে পরীক্ষা দিতে গেলে দুই বার চট্টগ্রাম যেতে হবে। যা অনেক বিড়ম্বনার ও ঝুঁকি সাপেক্ষ।’

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক কামরুল হুদা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা পরীক্ষার সময়সূচি আগে প্রকাশ করেছি। তাই আমাদের পরীক্ষা সূচি পরিবর্তনের কোনও সুযোগ নেই।’

জানতে চাইলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা আগে ভর্তি পরীক্ষার সময় ঘোষণা করেছি। সে হিসেবে তাদের উচিত ছিল আমাদের সঙ্গে অ্যাডজাস্টমেন্ট করা। এর আগের বছরও তারা এমনটা করেছিল। আমরা তাদেরকে বিষয়টা জানিয়েছিলাম কিন্তু তারা শোনেননি।’

/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ইউক্রেনে রুশ বিমান হামলায় দুই শিশুসহ নিহত ৮
ইউক্রেনে রুশ বিমান হামলায় দুই শিশুসহ নিহত ৮
হাসপাতালের বদলে শিশুরা ঘুমাচ্ছে স্বজনের কোলে
হাসপাতালের বদলে শিশুরা ঘুমাচ্ছে স্বজনের কোলে
পারটেক্সের বিপক্ষে হেরে রূপগঞ্জ টাইগার্সের অবনমন
পারটেক্সের বিপক্ষে হেরে রূপগঞ্জ টাইগার্সের অবনমন
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সর্বাধিক পঠিত
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!