X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

অযত্নে পড়ে আছে ইলা মিত্রের পৈত্রিক ভিটা

নয়ন খন্দকার, ঝিনাইদহ
১৮ অক্টোবর ২০১৬, ১৭:১০আপডেট : ১৮ অক্টোবর ২০১৬, ১৭:১০

ঝিনাইদহের শৈলকুপায় ইলা মিত্রের পৈত্রিক ভিটা আজ ১৮ অক্টোবর, তেভাগা আন্দোলনের নেত্রী, নাচলের রানী ইলা মিত্রের জন্মদিন। ১৯২৫ সালের এই দিনে ভারতের কলকাতায় তিনি জন্মগ্রহণ করেন। সে সময় তার পিতা নগেন্দ্র সেন চাকরি সূত্রে সেখানে অবস্থান করছিলেন।

ঝিনাইদহের শৈলকুপা উপজলোর বাগুটিয়ার রায়পাড়াতে ইলা মিত্রের পৈত্রিক বাড়ি। অযত্নে অবহেলায় পড়ে আছে ভিটা বাড়িটি। তার স্মৃতি সংরক্ষণে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়নি তেমন কোনও উদ্যোগ। এমনকি তার জন্ম অথবা মৃত্যু দিবসে তাকে নিয়ে তেমন কোনও অনুষ্ঠানের আয়োজনও করা হয়নি। যা থেকে নতুন প্রজন্ম ইলা মিত্র ও তেভাগা আন্দোলন সম্পর্কে জানতে পারে।

এদিকে ইলা মিত্রের পৈত্রিক ভিটা উদ্ধার ও স্মৃতি সংরক্ষণে ঝিনাইদহে ‘ইলামিত্র স্মৃতি সংরক্ষণ পরিষদ’ নামে একটি কমিটি গঠন করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা দিদারুল আলম জানান, ‘এটি সংরক্ষণ করা হলে দর্শনার্থীদের জন্য পর্যটন স্থান হতে পারে। রক্ষা পাবে বাড়িটির ঐতিহাসিক গুরুত্ব। কম সময়ের মধ্যে বাড়িটির সংরক্ষণের কাজ শুরু হবে। এ জন্য সবার সহযোগিতা প্রয়োজন।’

ইলা মিত্রের জীবনি ও তার পৈত্রিক বাড়ি

ঝিনাইদহের শৈলকুপা উপজেলা সদর থেকে দক্ষিণে ১৩ কিলোমিটার দূরে বাগুটিয়ার রায়পাড়াতে কাঁচা রাস্তার পাশে নানা শিল্পকর্মের স্বাক্ষি হয়ে এখনও দাঁড়িয়ে আছে ঐতিহ্যবাহী এ দ্বিতল বাড়িটি। চুন-সুড়কি দিয়ে গাঁথা ৯ কক্ষ বিশিষ্ট এ দালানটি ইতিহাসের স্বাক্ষি হয়ে থাকলেও তা এখন অন্যের দখলে। ভেঙ্গে ফেলা হচ্ছে ইটের গাথুনি ও ভীতগুলো।

বাবু নগেন্দ্র সেনের চাকরি সূত্রে ইলা মিত্র সেনের জম্ম কোলকাতায়। ১৯২৫ সালের ১৮ অক্টোবর তিনি জন্মগ্রহণ করেন। তার বাবা ছিলেন বেঙ্গলডিপুটি একাউন্টেন্ট জেনারেল। মা মনোরমা সেন ছিলেন গৃহিনী। ঝিনাইদহের শৈলকুপার ১২ নম্বর নিত্যানন্দনপুর ইউনিয়নের বাগুটিয়া গ্রামে তার পৈত্রিক নিবাস। ইলা মিত্রের জন্ম কোলকাতায় হলেও ছোট বেলায় বহুবার তিনি বাগুটিয়া বাবার বাড়িতে এসেছেন। ১৯৪৫ সালে চাঁপাইনবাবগঞ্জের রামচন্দ্রপুর জমিদার বাড়ির রমেন্দ্রনাথ মিত্রের সঙ্গে তার বিয়ে হয়। বিয়ের পরে তার নাম হয় ইলা মিত্র। বিয়ের পর ১৯৪৬ সাল থেকে ১৯৫০ সাল পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জে তেভাগা আনোদলনের নেতৃত্ব দেন তিনি।

অভিযোগ আছে শুধু বাড়িই না দখল করা হয়েছে ইলা মিত্রের বাবা নগেন্দ্র সেনের রেখে যাওয়া শত শত বিঘা জমি। সরকারি খাতায় এগুলো ভিপি তালিকাভুক্ত হলেও দখলকারীদের দাবি বিনিময় সূত্রে খরিদ করে তারা ইলা মিত্রের বাবার এ সম্পদ ভোগ করছেন।

এ বাড়িতে বসবাসকারী হাজী কিয়াম উদ্দিনের ছেলে জাহাঙ্গীর বলেন, ‘আমরা বাড়িসহ ৮৪ বিঘা জমি ক্রয় করেছেন।’

বাগুটিয়া গ্রামের ১১৬ নম্বর মৌজার ২৩৪৫ দাগের ওপর বাড়িটি যে তেভাগা আনোদালনের নেত্রী, সংগ্রামী নারী, নাচলের রানী ইলা মিত্রের পৈত্রিক ভিটা বাড়ি তা এখনও সকলের কাছে অজানা।

তবে প্রত্নতত্ত বিভাগ, সংস্কৃমিন্ত্রণালয় বাড়িটি সংরক্ষণের উদ্যোগ নিচ্ছে বলে জানান উপজেলা প্রশাসন। ইলা মিত্রের পৈত্রিক বাড়িটি প্রত্নতত্ত বিভাগ সংরক্ষণের নিমিত্তে বিজ্ঞপ্তি জারির চিঠি দিয়েছে বলে জানা যায়। তবে কাজ এখনো শুরু হয়নি।

/এসএনএইচ/

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা