X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

ভর্তি ফরমের মূল্য কমালো শাবি প্রশাসন

শাবি প্রতিনিধি
১৯ অক্টোবর ২০১৬, ১৭:০৯আপডেট : ১৯ অক্টোবর ২০১৬, ১৭:০৯

শাবিতে আনন্দমিছিল শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থীদের লাগাতার আন্দোলনের মুখে ভর্তি ফরমের মূল্য কমাতে বাধ্য হয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ফরমের মূল্য কমানোর আন্দোলনের চতুর্থ দিনে বুধবার জরুরি একাডেমিক কাউন্সিলে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

দুপুর ১টায় একাডেমিক কাউন্সিল শেষে ভর্তি কমিটির সদস্য সচিব প্রফেসর এ এইচ এম বেলায়েত হোসেন ভর্তি ফরমের মূল্য কমানোর বিষয়টি ঘোষণা করেন। তিনি জানান, ‘এ’ ইউনিটের ভর্তি ফরমের মূল্য ১০০০ টাকার পরিবর্তে ৮০০ টাকা, ‘বি-১’ ইউনিটে ১০০০ টাকার পরিবর্তে ৮০০ টাকা এবং ‘বি-২’ ইউনিটের ফরমের মূল্য ১২০০ টাকার পরিবর্তে আগের মতোই ৯০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

গতবারের ভর্তি ফরমের মূল্য থেকে ‘এ’ ইউনিটে ৫০ টাকা, ‘বি-১’ ইউনিটে ৫০ টাকা বেড়েছে। তবে ‘বি-২’ ইউনিটের ফরমের মূল্য অপরিবর্তিত রয়েছে।

যারা ইতোমধ্যে ভর্তি পরীক্ষার জন্য আবেদন করেছে তাদের বিষয়ে জানতে চাইলে প্রফেসর বেলায়েত হোসেন বলেন, ‘যারা অতিরিক্ত টাকা দিয়ে রেজিস্ট্রেশন করেছে তাদের টাকা ফেরত দেওয়া হবে। এমনকি এ বিষয়ে টেলিটক ও টেকনিক্যাল কমিটিকে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে।’

ফরমের মূল্য কমানোর ঘোষণার পর ‘ভর্তি ফরমের মূল্যবৃদ্ধি বিরোধী শিক্ষার্থী মঞ্চে’র আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীরা ক্যাম্পাসে আনন্দ মিছিল বের করে। এটিকে প্রাথমিক বিজয় হিসেবে উল্লেখ করে আন্দোলনের মুখপাত্র সারওয়ার তুষার বলেন, ‘কিছু শর্ত দিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে শিক্ষার্থীদের পক্ষ থেকে মৌখিকভাবে অবহিত করা হয়েছে। শর্তে একটি সমন্বিত ভর্তি পরীক্ষার ব্যাপারে উদ্যোগ গ্রহণ, সেমিস্টার ফি না বাড়ানো, আগামী পাঁচ বছর ভর্তি পরীক্ষার ফি নির্দিষ্ট রাখার কথা বলা হয়েছে বলে জানান তিনি।

উল্লেখ্য, এরআগে শাবির ২০১৬-১৭ শিক্ষাবর্ষে ভর্তি ফরমের মূল্য ১০০০-১২০০ টাকা নির্ধারণ করা হয়। যেখানে গত বছর ছিল ৭৫০-৯০০ টাকা এবং ২০০৮-০৯ শিক্ষাবর্ষে ৩০০-৩৫০ টাকা ছিল। মাত্র কয়েক বছরের ব্যবধানে তা চারগুণ বাড়ানো হওয়ায় আন্দোলনে নামে শিক্ষার্থীরা।

উল্লেখ্য, শাবিতে গতবছরের তুলনায় এবারের ভর্তি পরীক্ষার ফরমের মূল্য ৩৩ শতাংশ বাড়ানোয় সাধারণ শিক্ষার্থীরা আন্দোলনে নামে। এসময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সামাজিক, স্বেচ্ছাসেবী, সাংস্কৃতিক সংগঠনের নেতারা আন্দোলনে একাত্মতা পোষণ করে।

ভর্তি ফরমের বর্ধিত মূল্য প্রত্যাহার না করলে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়। বুধবার সকালে এক জরুরি একাডেমিক কাউন্সিলের ডাক দেন শাবির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. আমিনুল হক ভূইয়া।

আরও পড়ুন- 

মিলারদের কারসাজিতে মোটা চালের কেজি ৪০ টাকা

নারী জেএমবি: কেউ স্বামীর প্ররোচনায়- কেউবা নিজেই

/এফএস/

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
জাকার্তায় সোনা জিতে বাংলাদেশ পুলিশের ভানরুমের চমক
জাকার্তায় সোনা জিতে বাংলাদেশ পুলিশের ভানরুমের চমক
রাব্বির ব্যাটে শাইনপুকুরকে হারালো শেখ জামাল
রাব্বির ব্যাটে শাইনপুকুরকে হারালো শেখ জামাল
সমবায় সমিতির নামে কোটি টাকার দুর্নীতি: দুদকের অনুসন্ধান শুরু
সমবায় সমিতির নামে কোটি টাকার দুর্নীতি: দুদকের অনুসন্ধান শুরু
পার্বত্য অঞ্চলে অদৃশ্য শক্তি বলে কোনও কথা নেই: পার্বত্য প্রতিমন্ত্রী
পার্বত্য অঞ্চলে অদৃশ্য শক্তি বলে কোনও কথা নেই: পার্বত্য প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা