Vision  ad on bangla Tribune

চুয়াডাঙ্গায় জোড়া লাগা যমজ শিশুর জন্ম

চুয়াডাঙ্গা প্রতিনিধি১৯:১৫, অক্টোবর ১৯, ২০১৬

জীবননগরের পেট জোড়ালাগা শিশুচুয়াড্ঙ্গার জীবননগরে পেট জোড়া লাগা যমজ শিশুর জন্ম হয়েছে। তাদের নাম রাখা হয়েছে হাসি ও খুশি। শহরের একটি বেসরকারি ক্লিনিকে বুধবার অস্ত্রপাচারের মাধ্যমে মা সীমা খাতুন (২০) শিশু দুটির জন্ম দেন।

জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মাহমুদ বিন হেদায়েত সেতু অস্ত্রপাচারের মাধ্যমে তাদের ভূমিষ্ট করান। জন্মের পর থেকে দুজনেই সুস্থ রয়েছেন বলে তিনি জানান।

দরিদ্র কৃষক পরিবারে পেট জোড়া যমজ শিশুর জন্ম হওয়ায় কান্নায় ভেঙে পড়েছেন মুকুল-সীমা দম্পতি। চিকিৎসা করানোর কোনও উপায় দেখছেন না দরিদ্র মুদি দোকানি পিতা।

চিকিৎসক ডা. মাহমুদ বিন হেদায়েত সেতু জানান, এমন শিশু জন্মের ঘটনা খুবই বিরল। এ রোগের নাম কনজয়েন্ট টুইন। দুই জনকে আলাদা করতে হলে বিশেষ্ণজ্ঞ চিকিৎসকদের পরামর্শ নিতে হবে। যার জন্য বিপুল অংকের অর্থেরও প্রয়োজন। এ জন্য তিনি ঢাকা মেডিক্যাল কলেজ অথবা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে নেওয়ার পরামর্শ দিয়েছেন।

হাশি-খুশির নানা বাদল মিয়া এ বিষয়ে সরকারের সুদৃষ্টি কামনা করেছেন।

/এইচকে/

লাইভ

টপ