X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

কল্পনা চাকমা অপহরণ মামলার প্রতিবেদন পর্যালোচনা ২৮ নভেম্বর

রাঙামাটি প্রতিনিধি
২০ অক্টোবর ২০১৬, ০৫:৪০আপডেট : ২০ অক্টোবর ২০১৬, ০৫:৪১

কল্পনা চাকমা (ফাইল ফটো) আলোচিত কল্পনা চাকমা অপহরণ মামলার চূড়ান্ত প্রতিবেদন পর্যালোচনার নতুন দিন ধার্য করেছেন আদালত। সেই মোতাবেক আগামী ২৮ নভেম্বর পর্যালোচনা হওয়ার কথা আছে। রাঙামাটির জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাবরিনা আলীর আদালত বুধবার (১৯ আক্টোবর) এ দিন ধার্য করেন।

বুধবার চূড়ান্ত প্রতিবেদন নিয়ে পর্যালোচনার দিন ধার্য ছিল। তবে কল্পনার বড় ভাই ও মামলার বাদী কালিন্দী চাকমা অনুপস্থিত ছিলেন। এ কারণে পর্যালোচনার জন্য বাদী পক্ষের আইনজীবী আরও সময় চেয়ে আবেদন জানান। আদালত আবেদন মঞ্জুর করে ২৮ নভেম্বর পরবর্তী দিন ধার্য করেন।

কালিন্দী চাকমা বলেন, ‘আমি অসুস্থ, তাই আইনজীবীর মাধ্যমে সময়ের আবেদন করেছি।’  তিনি বলেন, ‘সর্বশেষ যে প্রতিবেদন জমা দেওয়া হয়েছে, তা কোনওভাবেই মেনে নিতে পারছি না। ঘটনার মূল আসামিদের বাদ দিয়ে তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয়েছে। আমি হতাশ। আমরা যাদের নাম তদন্তে উল্লেখ করেছি, তাদের গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করলে অবশ্যই ঘটনার সত্যতা প্রকাশ পাবে। আমরা বরাবরের মতো এখনও বিচার বিভাগীয় তদন্তের দাবি জানাচ্ছি।’

রাঙামাটি কোর্ট ইন্সপেক্টর মো. আজিজুল হক বলেন, ‘বুধবার আদালতে কল্পনা চাকমার অপহরণ মামলার চুড়ান্ত প্রতিবেদন নিয়ে পর্যালোচনা হওয়ার কথা ছিল। বাদী উপস্থিত না থাকায় আদালত নতুন দিন ধার্য করেছেন।’ রাঙামাটি পুলিশ সুপার সাঈদ তারিকুল হাসান গত ৭ সেপ্টেম্বর আদালতে মামলার প্রতিবেদন জমা দেন।

উল্লেখ্য, ১৯৯৬ সালের ১২ জুন জাতীয় নির্বাচনের ভোটগ্রহণ শুরুর ৬-৭ ঘণ্টা আগে কল্পনা চাকমাকে অপহরণ করা হয়। তিনি ছিলেন ‘হিল উইমেন্স ফেডারেশনের’ তৎকালীন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক।

/এআরএল/

আরও পড়ুন: 

ইংলিশদের বিপক্ষে ইতিহাস পাল্টানোর মিশন টাইগারদের

সম্পর্কিত
সর্বশেষ খবর
জোভানের নতজানু বার্তা: আমার ওপর কষ্ট রাখবেন না
জোভানের নতজানু বার্তা: আমার ওপর কষ্ট রাখবেন না
লাগাতার তাপদাহে যশোরে জনজীবন দুর্ভোগে
লাগাতার তাপদাহে যশোরে জনজীবন দুর্ভোগে
জেলেনস্কিকে হত্যার পরিকল্পনায় জড়িত অভিযোগে পোলিশ নাগরিক গ্রেফতার
জেলেনস্কিকে হত্যার পরিকল্পনায় জড়িত অভিযোগে পোলিশ নাগরিক গ্রেফতার
বাংলাদেশে এসে আশ্রয় নিলেন মিয়ানমারের আরও ১৩ সীমান্তরক্ষী
বাংলাদেশে এসে আশ্রয় নিলেন মিয়ানমারের আরও ১৩ সীমান্তরক্ষী
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ