X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

দাশিয়ারছড়ার ইউপি নির্বাচন স্থগিত হচ্ছে!

আরিফুল ইসলাম, কুড়িগ্রাম
২১ অক্টোবর ২০১৬, ০৪:১৭আপডেট : ২১ অক্টোবর ২০১৬, ০৪:২৪

ইউপি নির্বাচন ২০১৬ স্থগিত হতে যাচ্ছে বিলুপ্ত ছিটমহল দাশিয়ারছড়ার ইউনিয়ন পরিষদ নির্বাচন। হাইকোর্টে এক রিটের প্রেক্ষিতে বিলুপ্ত ছিটমহল দাশিয়ারছড়া সংশ্লিষ্ট কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলাধীন তিনটি ইউনিয়নের অনুষ্ঠিতব্য নির্বাচন স্থগিত করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। তবে এখনও আনুষ্ঠানিক নির্দেশনা না পাওয়ায় নির্বাচন অনুষ্ঠানের কার্যক্রম যথাযথভাবে চালিয়ে যাচ্ছে নির্বাচন সংশ্লিষ্টরা। জেলা নির্বাচন কর্মকর্তা দেলোয়ার হোসেন বাংলা ট্রিবিউনকে এই কথা জানিয়েছেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ফুলবাড়ী সদর ইউনিয়নের জাতীয় পার্টি মনোনিত চেয়ারম্যান প্রার্থী (বর্তমান চেয়ারম্যান) এবং বাংলাদেশ-ভারত ছিটমহল বিনিময় সমন্বয় কমিটির (বর্তমানে বিলুপ্ত) বাংলাদেশ অংশের সভাপতি মইনুল হক এর করা একটি রিট পিটিশনের প্রেক্ষিতে হাইকোর্ট দুই মাসের জন্য নির্বাচন স্তগিতের আদেশ দিয়েছেন।
হাইকোর্টের বিচারপতি রেজাউল হক এবং বিচারপতি জাহাঙ্গীর হোসেন কর্তৃক গঠিত বেঞ্চের আদেশে ফুলবাড়ী উপজেলার ফুলবাড়ী, কাশিপুর এবং ভাঙামোড় ইউনিয়নের নির্বাচন দুই মাসের জন্য স্থগিত করা হয়েছে। আবেদনকারীর সুপ্রিম কোর্টের আইনজীবী নিগার সুলতানা স্বাক্ষরিত একটি আইনজীবী সার্টিফিকেটে এই তথ্য উল্লেখ করা হয়েছে।
তবে জেলা নির্বাচন কর্মকর্তা দেলোয়ার হোসেন বাংলা ট্রিবিউনকে জানান, ‘আমিও এমন একটি খবর জানতে পেরেছি। কিন্তু এ ব্যাপারে কোনও আনুষ্ঠানিক আদেশ না পাওয়ায় আমরা নির্বাচন অনুষ্ঠানের কার্যক্রম চালিয়ে যাচ্ছি।’

বাংলাদেশ-ভারত ছিটমহল বিনিময় সমন্বয় কমিটির (বর্তমানে বিলুপ্ত) বাংলাদেশ অংশের সভাপতি মইনুল হক বাংলা ট্রিবিউনকে জানান, ‘স্থানীয়দের দাবি দাশিয়ারছড়াকে একটি ইউনিয়ন হিসেবে ঘোষণা করতে হবে। আমাদের পৃথক  ইউনিয়নে অন্তর্ভুক্ত না করে একটি ইউনিয়নে অন্তর্ভুক্ত করা হোক। আদালত আমাদের আবেদন বিবেচনায় এনে ইতোপূর্বে সংশ্লিষ্টদের কাছে কারণ দর্শানোর নোটিশ জারি করেছিলেন। কিন্তু সংশ্লিষ্টরা তার কোনও উত্তর না দিয়ে দাশিয়ারছড়াকে ৬টি ওয়ার্ডে বিভক্ত করে তিনটি ইউনিয়নের অন্তর্ভুক্ত করেছে। এতে করে দাশিয়ারছড়াবাসি ক্ষুদ্ধ হয়েছে। আমি তাদের পক্ষে এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেছি। এরই প্রেক্ষিতে আদালত নির্বাচন স্থগিতের নির্দেশ দিয়েছে।’

মইনুল হক আরও জানান, নির্বাচন স্থগিত সংশ্লিষ্ট নির্দেশনা সম্বলিত তার আইনজীবীর সার্টিফিকেট ইতোমধ্যে সংশ্লিষ্টদের কাছে পাঠানো হয়েছে।

বাংলাদেশ-ভারত ছিটমহল বিনিময় সমন্বয় কমিটির (বর্তমানে বিলুপ্ত) বাংলাদেশ অংশের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা জানান, ‘মহামান্য হাইকোর্টের আদেশে নির্বাচন স্থগিত করা হয়েছে বলেই জানি। তবে বিচারপতিদের স্বাক্ষরিত আদেশের কপি এখনও নির্বাচন সংশ্লিষ্টদের কাছে না পৌঁছানোয় আনুষ্ঠানিকভাবে নির্বাচন স্থগিতের ঘোষণা হয়নি।’

তবে কুড়িগ্রাম জেলা প্রশাসক খান মো. নুরুল আমিন ট্রিবিউনকে জানান, ‘আমরা নির্বাচন স্থগিত সংক্রান্ত কোনও কাগজ পাইনি।’

মূলত বিগত ২০১৫ সালের ১ আগস্ট থেকে স্থল সীমান্ত চুক্তি কার্যকর হওয়ায় বিলুপ্ত হয়ে গেছে ছিটমহল। এর ফলে ১৭ হাজার ১৬০ দশমিক ৬৩ একর আয়তনের ১১১টি ছিটমহল বাংলাদেশের মূল ভূখণ্ডে অন্তর্ভুক্ত হয়। এগুলোর মধ্যে কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী, সদর (লোকালয় হীন) ও  ভুরুঙামারী উপজেলায় ১ হাজার ৮৮০ দশমিক ৪৪ একর আয়তনের মোট ১২টি ছিটমহল অন্তর্ভুক্ত হয়েছে। বিলুপ্ত ছিটমহল দাশিয়ারছড়া ফুলবাড়ী উপজেলাধীন ফুলবাড়ী, কাশিপুর এবং ভাঙামোড় ইউনিয়নে অন্তর্ভুক্ত হওয়ায় ছিটমহলবাসীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তিকরণ কার্যক্রমের কারণে ফুলবাড়ী উপজেলাধীন এই তিনটি ইউনিয়নের নির্বাচন স্থগিত করা হয়।

পরবর্তীতে নির্বাচন কমিশন বিলুপ্ত ছিটমহল দাশিয়ারছড়া সংশ্লিষ্ট এই ৩টি ইউনিয়নের নির্বাচন আগামী ৩১ অক্টোবর করার সিদ্ধান্ত নেয়। এরই প্রেক্ষিতে গত ১৫ অক্টোবর বিভিন্ন দলের ও স্বতন্ত্র প্রার্থীদের প্রতীকও বরাদ্দ করা হয়।

/এনএস/আপ-এইচকে/

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
ডিইউজে নির্বাচনে সভাপতি পদের মীমাংসা মামলার শুনানি ২৫ এপ্রিল
ডিইউজে নির্বাচনে সভাপতি পদের মীমাংসা মামলার শুনানি ২৫ এপ্রিল
জুড়ী উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে মারধরের অভিযোগ
জুড়ী উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে মারধরের অভিযোগ
দক্ষিণখানে ভবনের চার তলা থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু
দক্ষিণখানে ভবনের চার তলা থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু
ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল গ্র্যাজুয়েট হলেন ১৯ জ্যেষ্ঠ রাজনীতিক
ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল গ্র্যাজুয়েট হলেন ১৯ জ্যেষ্ঠ রাজনীতিক
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী