X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় নারীসহ নিহত ২

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২১ অক্টোবর ২০১৬, ১৭:২৭আপডেট : ২১ অক্টোবর ২০১৬, ১৭:২৭

. নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় সড়ক দুর্ঘটনায় এক নারীসহ দুজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও ৯ জন। শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার ললাটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ওই ঘটনায় নিহত বেদেনা আক্তার সোনারগাঁও উপজেলার জামপুর ইউনিয়নের মহজমপুর উত্তর কাজিপাড়া গ্রামের তোফাজ্জল হোসেনের স্ত্রী। আর মজিবুরের বাড়িও একই গ্রামে।
আহতদের মধ্যে ৯ জনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তারা হলেন মুজিবর রহমানের স্ত্রী আমেনা বেগম (৪২), মেয়ে মিনারা বেগম (২০), নাতনি তাসমিয়া (২), তাসমিয়ার বাবা দিলু মিয়া (২৮), ফরিদা বেগম (৩৫), তার ছেলে নিলয় (৮), অনিকা বেগম (৫০), আমজাদ হোসেন (৪০) ও আল মামুন (১৮)।
কাঁচপুর হাইওয়ে পুলিশের ওসি শরিফুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ‘গাজীপুর-মদনপুর সড়কের মদনপুর বাসস্ট্যান্ড থেকে একটি যাত্রীবাহী টেম্পু সোনারগাঁওয়ের সাদিপুর তালতলা যাচ্ছিল। এসময় উপজেলার ললাটি এলাকায় টেম্পুটিকে পেছন দিক থেকে একটি যাত্রীবাহী বাস ধাক্কা দেয়। এতে অপরদিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে টেম্পুটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে টেম্পুটি দুমড়ে মুচড়ে যায়।’

ওসি আরও জানান, দুর্ঘটনায় আহত বেদেনা আক্তার (৬৫) নামের একজন নারীকে আশঙ্কাজনক অবস্থায় নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল নেওয়ার পথে মারা যায়। পরে পুলিশ লাশ উদ্ধার করে ওই হাসপাতালের মর্গে পাঠায়। এছাড়া ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া পর মজিবুর রহমান (৪৫) নামের অপর একজনের মৃত্যু হয়।

এদিকে দুর্ঘটনার পর ট্রাক ও বাসটিকে জব্দ করে পুলিশ। তবে ঘটনার পরই চালক পালিয়ে যায়।

/এনএস/

সম্পর্কিত
সর্বশেষ খবর
‘আ.লীগকে বর্জন করলেই অন্য পণ্য বর্জনের প্রয়োজন হয় না’
‘আ.লীগকে বর্জন করলেই অন্য পণ্য বর্জনের প্রয়োজন হয় না’
বিজিএপিএমইএ’র নির্বাচনের প্যানেল ঘোষণা, শাহরিয়ার নতুন প্যানেল নেতা
বিজিএপিএমইএ’র নির্বাচনের প্যানেল ঘোষণা, শাহরিয়ার নতুন প্যানেল নেতা
রাশিয়ার হামলায় ইউক্রেনের বিদ্যুৎ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত
রাশিয়ার হামলায় ইউক্রেনের বিদ্যুৎ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত
২৪ ঘণ্টার মধ্যে মেট্রোরেল লাইনের ওপর থেকে ক্যাবল সরানোর অনুরোধ
২৪ ঘণ্টার মধ্যে মেট্রোরেল লাইনের ওপর থেকে ক্যাবল সরানোর অনুরোধ
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!