X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

মেয়াদোত্তীর্ণ কমিটি দিয়েই চলছে মৌলভীবাজার জেলা আ. লীগ

মৌলভীবাজার প্রতিনিধি
২৪ অক্টোবর ২০১৬, ১২:১৮আপডেট : ২৪ অক্টোবর ২০১৬, ১২:২০

আওয়ামী লীগ

কেন্দ্রের নির্দেশের পরও মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের কমিটি গঠনের জন্য কোনও সম্মেলন এখন পর্যন্ত হয়নি। এরই মধ্যে হয়ে গেছে জাতীয় সম্মেলন। বর্তমান কমিটির মেয়াদ তিন বছর আগেই শেষ হয়েছে। তারপরও নতুন কমিটি গঠনে জেলা আওয়ামী লীগের কোনও উদ্যোগ নেই।

দলের কয়েকজন নেতা জানিয়েছেন, জেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা দুটি অংশে বিভক্ত। একটির নেতৃত্বে আছেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চিফ হুইপ মো. আবদুস শহীদ। অপরটির নেতৃত্বে আছেন প্রয়াত সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসিন আলীর অনুসারী হিসেবে পরিচিত জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মসুদ আহমদ।

জেলা আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, সর্বশেষ ২০০৬ সালের ২৭ ফেব্রুয়ারি জেলা কমিটির সম্মেলন হয়েছিল। দলের অভ্যন্তরীণ বিরোধের কারণে সম্মেলনের দিন কাউন্সিল হতে পারেনি। কমিটি গঠনের লক্ষ্যে সে বছর ৭ জুলাই কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে একটি বিশেষ কাউন্সিল অনুষ্ঠিত হয়। সেখানে কাউন্সিলরদের সরাসরি ভোটে উপাধ্যক্ষ মো. আব্দুস শহীদ সভাপতি ও নেছার আহমদ সাধারণ সম্পাদক  নির্বাচিত হন। তখন পূর্ণাঙ্গ কমিটি করা যায়নি।

দলের মধ্যে সমঝোতা না থাকা, কাউন্সিলের পরপরই তৎকালীন সরকারবিরোধী আন্দোলন শুরু এবং পরে তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় এলে রাজনৈতিক তৎপরতা নিষিদ্ধের কারণে পূর্ণাঙ্গ কমিটি গঠন পিছিয়ে পড়ে। ২০১০ সালের ৯ অক্টোবর কেন্দ্রীয় কমিটি মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের একটি পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেয়। এর মেয়াদ ছিল তিন বছর। কিন্তু কমিটি নিয়ে মতবিরোধ থাকলেও এখন পর্যন্ত পূর্ণাঙ্গ জেলা কমিটির কোনও সভা হয়নি। ২০১৩ সালে শেষ ভাগে ওই কমিটির মেয়াদ উত্তীর্ণ হয়ে যায়। এরপর তিন বছর কেটে গেলেও এখনও জেলা আওয়ামী লীগের সম্মেলন করা সম্ভব হয়নি।

নেতাকর্মীরা বলছেন, মতবিরোধের কারণে জেলা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বাধীন অংশ এবং যুগ্ম সাধারণ সম্পাদক মসুদ আহমদের অংশ পৃথকভাবে দলের কর্মসূচি পালন করে আসছে। দুটি অংশ জেলা কমিটির নামেই ইফতার ও জাতীয় শোক দিবস পৃথকভাবে পালন করেছে। পৃথকভাবে চলছে জাতীয় ও স্থানীয় কর্মসূচি।

দলীয় সূত্রে আরও জানা গেছে, জাতীয় সম্মেলনের আগে মৌলভীবাজার জেলা কমিটির সম্মেলন করতে কেন্দ্রীয় কমিটি থেকে নির্দেশ দেওয়া হয়। তবে জাতীয় সম্মেলনের আগে মৌলভীবাজার জেলা কমিটির সম্মেলন করা সম্ভব হয়নি। কেন্দ্র থেকে সম্মেলন করার তাগাদা ছিল। কিন্তু এই সময়ের ভেতর জেলার সবকটি ইউনিয়ন ও উপজেলার সম্মেলন সম্পন্ন করা সম্ভব হয়নি। যে কারণে জেলা কমিটির সম্মেলনও পিছিয়ে গেছে। ডিসেম্বরের মধ্যে জেলার সবকটি ইউনিয়ন ও উপজেলার সম্মেলন শেষ করে আগামী বছরের জানুয়ারিতে মৌলভীবাজার জেলা কমিটির সম্মেলন করার পরিকল্পনা করছেন জেলা নেতারা।

সদ্য শেষ হওয়া জাতীয় সম্মেলনে দুটি অংশেরই নেতাকর্মীর ছিলেন।

জাতীয় সম্মেলনে যোগদানের আগে প্রয়াত সমাজকল্যাণ মন্ত্রীর অনুসারী জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মসুদ আহমদ বলেন, ‘জেলা কমিটির মিটিংয়ে বসে আলোচনা করে তালিকা তৈরির কথা ছিল। কিন্তু তা হয়নি। আমরা আমাদের মতো যাবো। আমাদের দিকের ৪০ জন কাউন্সিলর থাকবে। জেলা কমিটি কার্ড না দিলেও কেন্দ্রীয় কমিটি সবার কার্ড দেবে।’

জেলা কমিটির সাধারণ সম্পাদক নেছার আহমদ বলেন, জেলা কমিটি মাত্র তিন বছর হয়েছে মেয়াদ উত্তীর্ণ হওয়ার। কোনও কোনও উপজেলার ২০-২২ বছর হয়েছে সম্মেলন হয়নি। আগে উপজেলার সম্মেলন হওয়া দরকার। এরপরই জেলা সম্মেলন হবে।

/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!