X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

পটুয়াখালী পল্লী বিদ্যুতের অর্থ আত্মসাতের মামলায় হিসাবরক্ষক রিমান্ডে

পটুয়াখালী প্রতিনিধি
২৪ অক্টোবর ২০১৬, ২০:১২আপডেট : ২৪ অক্টোবর ২০১৬, ২০:১২

পটুয়াখালী পটুয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির সাড়ে ৬ কোটি টাকা আত্মসাতের ঘটনায় হিসাবরক্ষক জায়েদা খানমে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। সোমবার দুপুরে পটুয়াখালী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট প্রথম আমলি আদালতের বিচার এ.এস.এম তারিক সামস এ আদেশ দিয়েছেন।
পটুয়াখালী দুর্নীতি দমন কমিশন (দুদক) এর আদালতের পিপি অ্যাডভোকেট গাজী মো. নেছার উদ্দিন জানান, এ বছরের ৪ এপ্রিল পটুয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির অর্থ আত্মসাতের ঘটনায় সমিতির পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হয়। দীর্ঘদিন পলাতক থাকার পর জায়েদা খানম গত ১৬ অক্টোবর আদালতে আত্মসমর্পন করলে বিচারক তাকে জেল হাজতে প্রেরণ করেন। বর্তমানে মামলাটি তদন্ত করছে দুদক। দুপুরে রিমান্ড শুনানি শেষে আদালত তাকে তিন দিনের রিমান্ড দেয়।

গত ৫ এপ্রিল পল্লী বিদ্যুৎ সমিতির চেয়ারম্যানের নিদের্শক্রমে পটুয়াখালী সমিতির জেনারেল ম্যানেজার ও মামলার বাদী প্রকৌশলী হাফিজ আহমেদ, সহকারী জেনারেল ম্যানেজার (অর্থ) রনজিৎ কুমার দেবনাথ ও হিসাবরক্ষক তরিকুল্লাহ আকন্দকেও বহিষ্কার করা হয়।

পিপি নেছার উদ্দিন মামলার বরাত দিয়ে জানান, পটুয়াখালী পল্লী বিদ্যুত সমিতির অনুকূলে পটুয়াখালী পুরান বাজার অগ্রণী ব্যাংক শাখার এসটিডি-১৫ হিসাব নম্বরে অফিস রের্কড অনুযায়ী উক্ত ব্যাংক হিসাব নম্বরে ১০ কোটি ৪৯ লাখ টাকা থাকলেও বাস্তবে ব্যাংকে রয়েছে মাত্র  ৪ কোটি ১৩ লাখ টাকা। পল্লী বিদ্যুৎ সমিতির হিসাবরক্ষক জায়েদা দীর্ঘ দিন থেকে সমিতির বিভিন্ন উৎস থেকে অর্জিত অর্থ পল্লী বিদ্যুতের অগ্রণী ব্যাংকের মূল হিসেবে জমা না দিয়ে আত্মসাৎ করেন। এ ছাড়া ব্যাংকের ভূয়া জমা রশিদ ও ব্যাংক হিসাবের মাসিক স্টেটমেন্ট জালিয়াতি করে এসব আত্মসাৎ করা অর্থ মোট হিসাবে সমন্বয় করেন।

তিনি আরও জানান, ২০০৫ সাল থেকে তিনি এই জালিয়াতি করে আসছিলেন। তবে এ বছরের ফেব্রুয়ারি মাসে জায়েদাকে অন্যত্র বদলি করলে অর্থ জালিয়াতির বিষয়টি সমিতির হিসাব বিভাগের কাছে স্পষ্ট হয়ে ওঠে।

/এনএস/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ফিরেই ফর্টিসকে বিধ্বস্ত করলো মোহামেডান
ফিরেই ফর্টিসকে বিধ্বস্ত করলো মোহামেডান
লঞ্চঘাটের পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে যুবকের মৃত্যু
লঞ্চঘাটের পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে যুবকের মৃত্যু
রাশিয়ায় বন্ধ হলো জাতিসংঘের নজরদারি সংস্থার কার্যক্রম
রাশিয়ায় বন্ধ হলো জাতিসংঘের নজরদারি সংস্থার কার্যক্রম
ওজন কমিয়ে সাকিব পুরো ফিট, সন্তুষ্ট সহকারী কোচ
ওজন কমিয়ে সাকিব পুরো ফিট, সন্তুষ্ট সহকারী কোচ
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা