X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

হবিগঞ্জে কৃষক মোকতাদির হত্যা মামলায় ৫ জনের ফাঁসি

হবিগঞ্জ প্রতিনিধি
২৫ অক্টোবর ২০১৬, ১২:২৯আপডেট : ২৫ অক্টোবর ২০১৬, ১৭:১৬

হবিগঞ্জে কৃষক মোকতাদির হত্যা মামলায় ৫ জনের ফাঁসি
হবিগঞ্জের নবীগঞ্জে কৃষক মোকতাদির হত্যা মামলায় পাঁচজনকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে ২৭ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার দুপুরে হবিগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মাফরোজা পারভীন এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন, নবীগঞ্জ উপজেলার দিঘলবাগ ইউনিয়নের বোয়ালজুড় গ্রামের আনিছ মিয়া, একই গ্রামের ফরাশ মিয়া, জমশেদ মিয়া, বজলু মিয়া ও নুর ইসলাম।

মামলা সূত্রে জানা যায়, ২০০০ সালের ২০ ফেব্রুয়ারি নবীগঞ্জ উপজেলার দিগলবাগ ইউনিয়নের বোয়ালজুড় গ্রামের কৃষক মোকতাদির মিয়ার সঙ্গে একই গ্রামের আনিছ মিয়ার ধানের জমিতে গরু প্রবেশকে কেন্দ্র করে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে দণ্ডপ্রাপ্তরা উত্তেজিত হয়ে কৃষক মোকতাদির মিয়াকে ধারালো অস্ত্র দিয়ে  হত্যা করে। ঘটনার পর নিহত মোকতাদির মিয়ার বড় ভাই মোশাহিদ মিয়া বাদী হয়ে ৪০ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন। ২০০২ সালের ১১ জুলাই পুলিশ তদন্ত করে ৩৫ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন। আদালত ১৯ জন সাক্ষীর মধ্যে ১৬ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আজ মঙ্গলবার ১৫ আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

মামলার বাদীপক্ষের আইনজীবী অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট সালেহ আহমেদ চৌধুরী জানান, মোকতাদির হত্যা মামলায় আদালত পাঁচজনের মৃত্যুদণ্ড ও ২৭ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছেন। মৃত্যুদণ্ডপ্রাপ্তদের মধ্যে আনিছ মিয়া ও পরাশ মিয়াসহ আদালতে ১৫ জন উপস্থিত ছিলেন এবং মৃত্যুদণ্ডপ্রাপ্ত জমশেদ মিয়া, বজলু মিয়া ও নুরুল ইসলামসহ ১৮ জন পলাতক রয়েছেন। এছাড়া ইতিমধ্যে দুজন মারা যাওয়ায় তাদের বিরুদ্ধে কোনও ধরনের রায় হয়নি। 
এদিকে আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট খালিকুজ্জামান চৌধুরী জানান, শীঘ্রই তারা উচ্চ আদালতে আপিল করবেন।

/এমডিপি/বিটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
কান উৎসব ২০২৪জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
ড্যান্ডি সেবন থেকে পথশিশুদের বাঁচাবে কারা?
ড্যান্ডি সেবন থেকে পথশিশুদের বাঁচাবে কারা?
লখনউর কাছে হারলো চেন্নাই
লখনউর কাছে হারলো চেন্নাই
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া