X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

‘বন্দুকযুদ্ধে’ নিহত দুইজন জামায়াত ও শিবির নেতা

ঝিনাইদহ প্রতিনিধি
২৫ অক্টোবর ২০১৬, ১২:৪২আপডেট : ২৫ অক্টোবর ২০১৬, ১২:৪২

ঝিনাইদহ ঝিনাইদহ শহরের ভুটিয়ারগাতী এলাকায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত দুই ব্যক্তির পরিচয় জানিয়েছে পুলিশ। তারা জামায়াত ও শিবির নেতা বলে জানানো হয়েছে। মঙ্গলবার সকাল ১১ টার দিকে তাদের পরিচয় নিশ্চিত করে পুলিশ।

নিহতরা হলেন, ঝিনাইদহ পৌর জামায়াতের আমির জহুরুল ইসলাম ও ঢাকা মহানগর (পশ্চিম) শিবিরের উপদেষ্টা তারিক হাসান সবুজ। জহুরুল ইসলাম শহরের পানি উন্নয়ন বোর্ড এলাকার শমসের মোল্লার ছেলে এবং সবুজ আরাপপুর এলাকার ইউসুফ আলীর ছেলে।

ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী জানান, সকালে নিহতদের স্বজনেরা এসে লাশ শনাক্ত করেন। পরে বিভিন্ন থানায় খোঁজ নিয়ে জানতে পেরেছি জহুরুল ইসলামের নামে বিভিন্ন থানায় ৭ টি এবং তারিক হাসান সবুজের নামে ১ টি মামলা রয়েছে।

উল্লেখ্য, এর আগে পুলিশ জানায়, মঙ্গলবার (২৫ অক্টোবর) ভোররাতে বাইপাস সড়ক দিয়ে কালীগঞ্জ থেকে তিনটি মোটরসাইকেলে করে কয়েকজন সন্ত্রাসী বাস টার্মিনালের দিকে যাচ্ছিল। সেসময় পুলিশের একটি টহল দল তাদের থামতে সিগনাল দেয়। সন্ত্রাসীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পুলিশের গাড়ি লক্ষ্য করে ৩ টি বোমা নিক্ষেপ ও গুলি বর্ষণ করে। পুলিশ এসময় আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোড়ে। উভয় পক্ষের মধ্যে ৭-৮ মিনিট গোলাগুলি হয়।

পরে সন্ত্রাসীরা দুইটি মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। পুলিশ সেখান থেকে গুলিবিদ্ধ অবস্থায় দুই জনকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। পরে সেখান থেকে একটি মোটরসাইকেল, ২টি ওয়ান শুটার গান, ২ রাউন্ড গুলি, ৫ টি বোমা, ২টি চাপাতি, ১ টি ছোড়া উদ্ধার করা হয়।

আরও পড়ুন- 


দোকানের সঙ্গে ঝুলিয়ে স্কুলছাত্রকে নির্যাতন

/এফএস/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
প্যারিসে ইরানি কনস্যুলেটে নিজেকে উড়িয়ে দেওয়ার হুমকি, গ্রেফতার ১
প্যারিসে ইরানি কনস্যুলেটে নিজেকে উড়িয়ে দেওয়ার হুমকি, গ্রেফতার ১
ইরান হামলা বন্ধ করলেও ছায়াশক্তিরা সক্রিয়
ইরান হামলা বন্ধ করলেও ছায়াশক্তিরা সক্রিয়
খিলগাঁওয়ে পরিচ্ছন্নতাকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
খিলগাঁওয়ে পরিচ্ছন্নতাকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
এই জন্মদিনে আরেক সিনেমার ঘোষণা
এই জন্মদিনে আরেক সিনেমার ঘোষণা
সর্বাধিক পঠিত
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!