X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

রাঙামাটিতে চার নারী সংগঠনের কর্মসূচিতে হামলা

রাঙামাটি প্রতিনিধি
২৫ অক্টোবর ২০১৬, ১৫:৪৮আপডেট : ২৫ অক্টোবর ২০১৬, ২৩:০৩

 

রাঙামাটিতে চার নারী সংগঠনের কর্মসূচিতে হামলা কল্পনা চাকমা অপহরণ ঘটনায় দেওয়া তদন্ত কমিটির রিপোর্ট প্রত্যাখান করে পুনঃতদন্তের দাবিতে ইউপিডিএফ সমর্থিত চার নারী সংগঠনের অবস্থান ধর্মঘট কর্মসূচিতে হামলা করেছেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির ছাত্র সংগঠন পাহাড়ি ছাত্র পরিষদের নেতাকর্মীরা।

মঙ্গলবার সকালে রাঙামাটি শহরের জেলা প্রশাসক কার্যালয়ের সামনে নতুন তদন্ত কমিটি গঠন এবং অপহরণ ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে অবস্থান ধর্মঘট কর্মসূচি শুরু করে ইউপিডিএফ সমর্থিত চার নারী সংগঠন পার্বত্য চট্টগ্রাম নারী সংঘ,ঘিলাছড়ি নারী নির্যাতন প্রতিরোধ কমিটি,সাজেক নারী সমাজ এবং হিল উইমেন্স ফেডারেশন। সমাবেশে দুই শতাধিক নারী অংশগ্রহণ করেন। সমাবেশের শেষ পর্যায়ে হঠাৎ করে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সহযোগি সংগঠন পাহাড়ি ছাত্র পরিষদ ও যুব সমিতির কিছু নেতা এসে ব্যানার ও প্ল্যাকার্ড কেড়ে নিয়ে অংশহগ্রহণকারী নারীদের ধাওয়া করেন। এ সময় মেয়েদের কর্মসূচিস্থল ত্যাগ করার নির্দেশ দেন পিসিপি নেতারা। আকস্মিক এ ঘটনায় হতবিহ্বল নারীরা দৌড়ে ঘটনাস্থল ত্যাগ করেন। ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। এ সময় পুলিশ কর্মকর্তারা কোনও বক্তব্য দিতে রাজি হননি।

রাঙামাটিতে চার নারী সংগঠনের কর্মসূচিতে হামলা হিল উইমেন্স ফেডারেশনের সভাপতি নিরূপা চাকমা অভিযোগ করে বলেন, ‘পিসিপির কেন্দ্রীয় সভাপতি ও সম্পাদক বাচ্চু এবং জুয়েল চাকমার নেতৃত্বে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে নারীদের ওপর হামলার মাধ্যমে তারা প্রমাণ করেছে,তারা প্রকৃতভাবে কল্পনা চাকমা অপহরণ ঘটনার বিচার চায় না বরং শাসকগোষ্ঠীর এজেন্ডা বাস্তবায়ন করতে চায়’

এ হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, ‘তারা কিভাবে মুরুব্বি নারীদের হেনস্থা করতে পারে? এটা কি ধরনের মানসিকতা?’

রাঙামাটিতে চার নারী সংগঠনের কর্মসূচিতে হামলা এ বিষয়ে রাঙামাটি জেলা পিসিপির সাধারণ সম্পাদক রিন্টু চাকমা বলেন, ‘তারা আমাদের সঙ্গে কোনও প্রকার আলোচনা না করেই রাঙামাটিতে প্রোগ্রাম করতে এসেছে। তাই আমরা বাধ্য হয়েছি ব্যবস্থা নিতে।’

রাঙামাটি কোতোয়ালি থানার ওসি মুহাম্মদ রশীদ বলেন, ‘জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ইউপিডিএফ সমর্থিত নারী সংগঠনের কর্মসূচিতে জেএসএস-এর লোকজন হামলা চালিয়েছে শুনে আমি ফোর্স পাঠাই। কিন্তু ফোর্স ঘটনাস্থলে পৌঁছানোর আগেই ওরা চলে গেছে। ফলে আমরা কিছুই জানতে পারিনি। কেউ কোনও অভিযোগও দেয়নি।’

আরও পড়ুন:
স্কুলের জমিতে সভাপতির বাড়ি!

দোকানের সঙ্গে ঝুলিয়ে স্কুলছাত্রকে নির্যাতন

/বিটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রতি শ্রেণিতে ৫৫ শিক্ষার্থী ভর্তির নির্দেশ শিক্ষা প্রতিমন্ত্রীর
প্রতি শ্রেণিতে ৫৫ শিক্ষার্থী ভর্তির নির্দেশ শিক্ষা প্রতিমন্ত্রীর
উত্তাল চুয়েটে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা, শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ
উত্তাল চুয়েটে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা, শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
‘বিএনপি যে কোনও উপায়ে ক্ষমতায় আসার জন্য মরিয়া হয়ে উঠেছে’
‘বিএনপি যে কোনও উপায়ে ক্ষমতায় আসার জন্য মরিয়া হয়ে উঠেছে’
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
সিনিয়র শিক্ষককে ‘দেখে নেওয়ার’ হুমকি জুনিয়র শিক্ষকের
সিনিয়র শিক্ষককে ‘দেখে নেওয়ার’ হুমকি জুনিয়র শিক্ষকের
ভুল সময়ে ‘ঠিক কাজটি’ করবেন না
ভুল সময়ে ‘ঠিক কাজটি’ করবেন না