X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

দাশিয়ারছড়াসহ ফুলবাড়ি উপজেলার তিনটি ইউনিয়নে নির্বাচন হবে

কুড়িগ্রাম প্রতিনিধি
২৫ অক্টোবর ২০১৬, ২০:১১আপডেট : ২৫ অক্টোবর ২০১৬, ২০:১১

কুড়িগ্রাম বিলুপ্ত ছিটমহল দাশিয়ারছড়া সংশ্লিষ্ট কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার তিনটি ইউনিয়নের নির্বাচন আগামী ৩১ অক্টোবর অনুষ্ঠিত হবে। ওই তিনটি ইউনিয়নের নির্বাচন স্থগিত সংক্রান্ত হাইকোর্টের দেওয়া আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল করে। এরই প্রেক্ষিতে চেম্বার জর্জ হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
এর ফলে বিলুপ্ত ছিটমহল দাশিয়ারছড়া সংশ্লিষ্ট ফুলবাড়ি উপজেলাধীন তিনটি ইউনিয়ন ফুলবাড়ি, কাশিপুর এবং ভাঙামোড় ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠানে আর কোনও বাধা নেই। কুড়িগ্রাম পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আব্রাহাম লিংকন বাংলা ট্রিবিউনকে এই তথ্য জানিয়েছেন।
তিনি জানান, ‘চেম্বার জজ হাইকোর্টের আদেশ স্থগিত করে থাকলে নির্বাচন অনুষ্ঠানে আর কোনও বাধা নেই। সে অনুযায়ী কমিশন কর্তৃক ঘোষিত তারিখেই নির্বাচন অনুষ্ঠিত হবে।’
কুড়িগ্রাম জেলা নির্বাচন কর্মকর্তা দেলোয়ার হোসেন জানিয়েছেন, ‘চেম্বার জজের আদেশের বিষয়টি জেনেছি। আমরা আদেশের কপির অপেক্ষায় আছি। সবকিছু ঠিক থাকলে আগামী ৩১ অক্টোবরই নির্বাচন হবে।’
এর আগে ফুলবাড়ি সদর ইউনিয়নের জাতীয় পার্টি মনোনিত চেয়ারম্যান প্রার্থী (বর্তমান চেয়ারম্যান) এবং বাংলাদেশ-ভারত ছিটমহল বিনিময় সমন্বয় কমিটি (বর্তমানে বিলুপ্ত) বাংলাদেশ অংশের সভাপতি মইনুল হকের একটি রিট পিটিশনের প্রেক্ষিতে হাইকোর্ট দুই মাসের জন্য নির্বাচন স্থগিতের আদেশ দেয়। হাইকোর্টের স্থগিতাদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল করলে চেম্বার জজ হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেন।

মূলত বিগত ২০১৫ সালের ১ আগস্ট থেকে স্থল সীমান্ত চুক্তি কার্যকর হওয়ায় বিলুপ্ত হয়ে গেছে ছিটমহল। এর ফলে ১৭ হাজার ১৬০ দশমিক ৬৩ একর আয়তনের ১১১টি ছিটমহল বাংলাদেশের মূল ভূখণ্ডে অন্তর্ভুক্ত হয়। এগুলোর মধ্যে কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি, সদর (লোকালয় হীন) ও  ভুরুঙ্গামারী উপজেলায় ১ হাজার ৮৮০ দশমিক ৪৪ একর আয়তনের মোট ১২টি ছিটমহল অন্তর্ভুক্ত হয়েছে।

বিলুপ্ত ছিটমহল দাশিয়ারছড়া ফুলবাড়ি উপজেলাধীন ফুলবাড়ি, কাশিপুর এবং ভাঙামোড় ইউনিয়নে অন্তর্ভুক্ত হওয়ায় ছিটমহলবাসীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তিকরণ কার্যক্রমের কারণে ফুলবাড়ি উপজেলাধীন এই তিনটি ইউনিয়নের নির্বাচন স্তগিত করা হয়।

পরবর্তীতে নির্বাচন কমিশন বিলুপ্ত ছিটমহল দাশিয়ারছড়া সংশ্লিষ্ট এই তিনটি ইউনিয়নের ইউনিয়ন পরিষদ নির্বাচন আগামী ৩১ অক্টোবর গ্রহণের সিদ্ধান্ত নেয়। এর প্রেক্ষিতে গত ১৫ অক্টোবর বিভিন্ন দলের ও স্বতন্ত্র প্রার্থীদের মাঝে রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে তাদের মনোনিত প্রতীক বরাদ্দ করা হয়।

/এনএস/

সম্পর্কিত
সর্বশেষ খবর
এফডিসিতে মারামারি: যৌথ বৈঠকে যে সিদ্ধান্ত হলো
এফডিসিতে মারামারি: যৌথ বৈঠকে যে সিদ্ধান্ত হলো
বাংলাদেশকে ‘সিকিউরিটি প্রোভাইডার’ দেশ হিসেবে দেখতে চায় যুক্তরাষ্ট্র
বাংলাদেশকে ‘সিকিউরিটি প্রোভাইডার’ দেশ হিসেবে দেখতে চায় যুক্তরাষ্ট্র
আরও কমলো সোনার দাম  
আরও কমলো সোনার দাম  
 ১ পদে ২৩৮ জনকে চাকরি দেবে ভূমি মন্ত্রণালয়, নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
 ১ পদে ২৩৮ জনকে চাকরি দেবে ভূমি মন্ত্রণালয়, নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
সিনিয়র শিক্ষককে ‘দেখে নেওয়ার’ হুমকি জুনিয়র শিক্ষকের
সিনিয়র শিক্ষককে ‘দেখে নেওয়ার’ হুমকি জুনিয়র শিক্ষকের
ভুল সময়ে ‘ঠিক কাজটি’ করবেন না
ভুল সময়ে ‘ঠিক কাজটি’ করবেন না