X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

গোপালগঞ্জ জেলা পরিষদ নির্বাচন: কোটালীপাড়ার সম্ভাব্য প্রার্থীদের তৎপরতা শুরু

গোপালগঞ্জ প্রতিনিধি
২৫ অক্টোবর ২০১৬, ২০:৩৪আপডেট : ২৫ অক্টোবর ২০১৬, ২০:৩৪

গোপালগঞ্জ আগামী ২৮ ডিসেম্বর গোপালগঞ্জ জেলা পরিষদ নির্বাচনের প্রজ্ঞাপন জারি করেছে স্থানীয় সরকার প্রশাসন। নির্বাচনকে সামনে রেখে কোটালীপাড়ার সম্ভাব্য সদস্য প্রার্থী নির্বাচনে অংশ নিতে মাঠে নেমে পড়েছেন। তারা উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, পৌর মেয়র, কাউন্সিলর, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের কাছে গিয়ে দোয়া চাইছেন। বিভিন্ন ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানে যোগ দিয়ে সম্ভাব্য প্রার্থীরা নিজেদেরকে তুলে ধরার চেষ্টা করছেন। অনেকে আবার শুভেচ্ছা পোস্টার, ব্যানার দিয়ে প্রার্থিতার কথা জানান দিচ্ছেন।
কোটালীপাড়া উপজেলা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিজ নির্বাচনি এলাকা। এ কারণে এই নির্বাচনকে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা অত্যন্ত গুরুত্বসহকারে দেখছেন। তারা মনে করছেন, এখানে যারা সদস্য নির্বাচিত হবেন তারা এলাকার উন্নয়নে সরকারের পক্ষ থেকে বাড়তি সুযোগ সুবিধা পাবেন। আর এ কারণেই উপজেলা আওয়ামী লীগের দলীয় শিবিরে বইছে আলোচনার ঝড়। তবে আওয়ামী লীগ ছাড়া এ উপজেলায় অন্য কোনও দলের সম্ভাব্য সদস্য প্রার্থীদের এখন পর্যন্ত মাঠে দেখা যায়নি।
জেলার ১৫টি ওয়ার্ডের মধ্যে কোটালীপাড়া উপজেলার কলাবাড়ী, সাদুল্লাপুর, রাধাগঞ্জ, রামশীল ও বান্ধাবাড়ী ইউনিয়ন নিয়ে ১৫ নম্বর ওয়ার্ড গঠন করা হয়েছে। এ ওয়ার্ডের সম্ভাব্য সদস্য প্রার্থী হিসেবে সমাজসেবক দেবদুলাল বসু পল্টু ও ব্যবসায়ী অরুন মল্লিকের নাম শোনা যাচ্ছে। তবে নির্বাচন ঘনিয়ে আসলে এই ওয়ার্ডে প্রার্থীর সংখ্যা আরও বাড়তে পারে।

অপরদিকে কুশলা, ঘাঘর, আমতলী, শুয়াগ্রাম ও পৌরসভা নিয়ে ১৪ নম্বর ওয়ার্ড গঠন করা হয়েছে। এই ওয়ার্ডে উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম হাজরা মন্নুর নাম শোনা যাচ্ছে। তিনি একাই নির্বাচনি মাঠ চষে বেড়াচ্ছেন। এদিকে কান্দি, পিঞ্জুরী, হিরণ ও টুঙ্গিপাড়া উপজেলার ডুমুরিয়া ইউনিয়ন নিয়ে ১৩ নম্বর ওয়ার্ড গঠন করা হয়েছে। এই ওয়ার্ডে কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের দফতর সম্পাদক রুহুল আমিন লিটু ও ঢাকা কলেজের সাবেক ছাত্রলীগ নেতা তুষার মধুর নাম শোনা যাচ্ছে।

উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম হাজরা মন্নু বলেন, ‘আমি জেলা পরিষদ নির্বাচনে ১৪ নম্বর ওয়ার্ড থেকে সদস্য প্রার্থী হওয়ার আশা নিয়ে এলাকায় কাজ করে যাচ্ছি। রাজনীতি করি জনগণের সেবা করার জন্য। আর সেই সেবার চিন্তা নিয়েই প্রার্থী হবার চিন্তা ভাবনা করছি।’

দেবদুলাল বসু পল্টু বলেন, ‘দীর্ঘদিন এলাকার শিক্ষা ও সামাজিক উন্নয়নে কাজ করে আসছি। এই সেবার ধারা অব্যাহত রাখতে আমি জেলা পরিষদ নির্বাচনে ১৫ নম্বর ওয়ার্ড থেকে সদস্য প্রার্থী হওয়ার চিন্তা করছি। সে লক্ষ্যে কাজ করে যাচ্ছি।

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
এবার ‘হুব্বা’ নামে হলো গানচিত্র
এবার ‘হুব্বা’ নামে হলো গানচিত্র
আঙুরের গোড়া কালো হয়ে যাচ্ছে? জেনে নিন টিপস
আঙুরের গোড়া কালো হয়ে যাচ্ছে? জেনে নিন টিপস
টেকনাফে ১০ জন কৃষক অপহরণের ঘটনায় ২ জন আটক
টেকনাফে ১০ জন কৃষক অপহরণের ঘটনায় ২ জন আটক
এরদোয়ানের যুক্তরাষ্ট্র সফর, যা জানা গেলো
এরদোয়ানের যুক্তরাষ্ট্র সফর, যা জানা গেলো
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা