X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

খুলনায় কোচিং বাণিজ্যের অভিযোগে ৯ শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ

খুলনা প্রতিনিধি
২৬ অক্টোবর ২০১৬, ০১:১২আপডেট : ২৬ অক্টোবর ২০১৬, ০১:১৮

 

 

মাউশি কোচিং বাণিজ্যে জড়িত থাকার অভিযোগে খুলনার রূপসা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিএম মুজিবর রহমানসহ ৯ শিক্ষককে কারণ দর্শানো নোটিশ দেওয়া হয়েছে। মঙ্গলবার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা (মাউশি) খুলনা অঞ্চলের উপ-পরিচালক টিএম জাকির হোসেন তাদের এই কারণ দর্শানোর নোটিশ দেন।

কারণ দর্শানোর নোটিশ পাওয়া অন্য শিক্ষকরা হলেন রূপসা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের  সহকারী শিক্ষক মো. সাঈদ ইকবাল, সিরাজুল ইসলাম, রঞ্জন কুমার দাস, কুমারেশ চন্দ্র, অজয় কুমার, ইকরামুল ইসলাম, অর্ঘ্য রায় ও অনিমেশ রায়।

এ বিষয়ে মাউশি খুলনা অঞ্চলের উপ-পরিচালক টিএম জাকির হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘দোষী শিক্ষকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’ তিনি বলেন, ‘গত ১৭ অক্টোবর কোচিংবিরোধী অভিযানে ৫ সদস্যের পরিদর্শক দল রূপসা বহুমুখী উচ্চ বিদ্যালয়ে যায়। সেখানে প্রধান শিক্ষক জিএম মুজিবর রহমানের ছেলে সাজেদুর রহমান কাজলকে স্কুল ক্যাম্পাসেই কোচিংবাণিজ্য করার প্রমাণ পায় পরিদর্শক দল।’

জাকির হোসেন আরও বলেন, ‘শিক্ষা মন্ত্রণালয় প্রণীত কোচিংবাণিজ্য বন্ধ নীতিমালার আলোকে কোচিংবিরোধী অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় ইতোমধ্যে খুলনা, বাগেরহাট, সাতক্ষীরার বিভিন্ন সরকারি-বেসরকারি স্কুল ও কোচিং সেন্টারে এ অভিযান পরিচালনা করে অনেককে সতর্ক করা হয়েছে।’

এ প্রসঙ্গে মাউশি খুলনা অঞ্চলের সহকারী স্কুল পরিদর্শক শেখ হেদায়েত হোসেন বলেন, ‘প্রধান শিক্ষকের বিরুদ্ধে কোচিং সেন্টার ব্যবস্থাপনার প্রমাণ মিলেছে। সব দায় তিনি নিজে স্বীকার করেছেন। এর ফলে তার বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
কান উৎসব ২০২৪জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
ড্যান্ডি সেবন থেকে পথশিশুদের বাঁচাবে কারা?
ড্যান্ডি সেবন থেকে পথশিশুদের বাঁচাবে কারা?
লখনউর কাছে হারলো চেন্নাই
লখনউর কাছে হারলো চেন্নাই
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া