X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

রাবি’র ভর্তি পরীক্ষায় ডিভাইসসহ আটক ১

রাবি প্রতিনিধি
২৬ অক্টোবর ২০১৬, ০৪:১২আপডেট : ২৬ অক্টোবর ২০১৬, ০৪:১৪

রাজশাহী বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০১৬-১৭ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় জালিয়াতির অভিযোগে এক শিক্ষার্থীকে পুলিশে দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। মঙ্গলবার রাত ৯টার দিকে প্রক্টর দফতরে জিজ্ঞাসাবাদ শেষে তাকে পুলিশে দেওয়া হয়। আটক আশিক আহমেদ মোবাইল ফোনে বিশেষ ডিভাইস ব্যবহার করে প্রশ্নপত্রের ছবি হলের বাইরে পাঠানোর চেষ্টা করেছিল।

আশিক বগুড়ার শাজাহানপুর থানার মাঝিরা গ্রামের বাসিন্দা। তিনি বগুড়ার আজিজুল হক কলেজের অর্থনীতি বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী বলে প্রাথমিকভাবে জানা গেছে। মঙ্গলবার বিকাল সাড়ে ৩টায় ‘এইচ’ ইউনিটের দ্বিতীয় শিফটে (প্রকৌশল অনুষদের) জোর রোল নম্বরধারীদের পরীক্ষা চলাকালে তাকে আটক করা হয়।

উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী সারওয়ার জাহান সাংবাদিকদের বলেন, ‘আশিক শার্টের ভেতর বিশেষ কায়দায় মুঠোফোন বুকের সঙ্গে বেঁধে রাখে। শার্টের পটের একটা অংশে ছিদ্র রয়েছে। সেই ছিদ্র শার্টেরই বাড়তি অংশ দিয়ে ঢেকে রাখা যায়। শার্টের ওই ছিদ্রের সঙ্গে ফোনের ক্যামেরা সেট করে আশিক। শার্টের পকেটের কাছের ওই অতিরিক্ত অংশ সরালেই সামনে থাকা প্রশ্নপত্র দেখা যায়। আশিকের ফোনের সঙ্গে হেডফোন আকৃতির তার লাগানো ছিলো। ওই তারের একটা অংশে বাটন আছে। আর সে বাটন তার পকেটে থাকতো। বাটনে একটা চাপ দিলে ক্যামেরা চালু হয়। দ্বিতীয় চাপে ছবি ওঠে। আর তৃতীয় চাপে ওই ছবি নির্দিষ্ট ঠিকানায় চলে যায়। এভাবে আশিক তিন চাপে ভর্তি পরীক্ষার প্রশ্নপত্রের ছবি বাইরে জালিয়াতি চক্রের কাছে পাঠানোর চেষ্টা করছিলো।’

তিনি আরও বলেন, ‘তার কাজই হচ্ছে জালিয়াতি চক্রের কাছে ছবি পাঠানো। আর ওই জালিয়াতি চক্র হয়তো প্রশ্নপত্রের সমাধান করে অন্য পরীক্ষার্থীদের কাছে উত্তর পাঠানোর চেষ্টা করতো। কিন্তু আমরা তাকে ধরে ফেলি। ওই চক্রটি ধরার জন্য আমরা চেষ্টা চালাচ্ছি। এছাড়া আশিকের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।’

উপ-উপাচার্য জানান, আশিক বিভিন্ন নাম ব্যবহার করে চারটি ইউনিটের ফরম তোলে। কিন্তু সে প্রত্যেক ফরমে একই ছবি ব্যবহার করেছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন বিশেষ কায়দায় একাধিক ফরম পূরণকারী কয়েকজন শিক্ষার্থীকে আগে থেকেই শণাক্ত করেছিল। ওইসব শিক্ষার্থীকে ধরার জন্য পরীক্ষার হলে নজরদারি রাখা হয়েছিল। তাদের কাউকেই পরীক্ষায় অংশগ্রহণ করতে দেখা যায়নি। কিন্তু আশিক পরীক্ষায় অংশগ্রহণ করলে তাকে ডিভাইসসহ আটক করা হয়।

/এআরএল/

আরও পড়ুন: 

সরকারি আজিজুল হক কলেজ শাখা ছাত্রলীগ বিলুপ্ত

সম্পর্কিত
সর্বশেষ খবর
একযুগ পর দলছুট, সঙ্গে সঞ্জীব চৌধুরী
একযুগ পর দলছুট, সঙ্গে সঞ্জীব চৌধুরী
সুন্দরবনে মধু সংগ্রহ করা ব্যক্তির ওপর ঝাঁপিয়ে পড়লো বাঘ, নিয়ে গেলো গহীন বনে
সুন্দরবনে মধু সংগ্রহ করা ব্যক্তির ওপর ঝাঁপিয়ে পড়লো বাঘ, নিয়ে গেলো গহীন বনে
ট্রাম্পের বিচার চলাকালে আদালতের বাইরে গায়ে আগুন দিলেন এক ব্যক্তি
ট্রাম্পের বিচার চলাকালে আদালতের বাইরে গায়ে আগুন দিলেন এক ব্যক্তি
দুই জনপ্রতিনিধির নাম বলে সাভারে সাংবাদিকের ওপর কেমিক্যাল নিক্ষেপ
দুই জনপ্রতিনিধির নাম বলে সাভারে সাংবাদিকের ওপর কেমিক্যাল নিক্ষেপ
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি