X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

বরিশালে শ্বাসরোধে ব্যবসায়ীকে হত্যার অভিযোগ

বরিশাল প্রতিনিধি
২৬ অক্টোবর ২০১৬, ১২:৫২আপডেট : ২৬ অক্টোবর ২০১৬, ১২:৫২

বরিশাল বরিশালে শ্বাসরোধ করে খালিদ মোহাম্মদ টিপু (৪০) নামে এক মৎস্য ব্যবসায়ীকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার রাতে মহানগরীর কোতোয়ালী থানা সংলগ্ন ৯নং ওয়ার্ডে কাটপট্রি এলাকার তুহিনের মালিকানাধীন বহুতল ভবনের চতুর্থ তলা থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত টিপু চট্রগ্রাম মেট্রোপলিটন এলাকার কর্নফুলি থানাধীন চরফরিদ এলাকার মো. সোলায়মানের ছেলে।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার (দক্ষিণ) মো. গোলাম রউফ খান জানান, এটি একটি হত্যাকাণ্ড বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
নিহতের ভাই মুনসুর জানান, বড় ভাই টিপুসহ সে বরিশালে মৎস্য ব্যবসা করে। মঙ্গলবার কাজ করার পর দুপুরের দিকে তার ভাই টিপু বাসায় যায়। কিছুক্ষণ পর সে তাকে ফোন করে টেবিলের ড্রয়ারের চাবি কোথায় জিজ্ঞাসা করে। এরপর হঠাৎ করেই ফোনটি কেটে যায়। পরে তাকে ফোন করলে সে ফোন ধরেনি। কাজ শেষে রাতে বাসায় গিয়ে সে দেখে তার বড় ভাই একটি চেয়ারের সঙ্গে বাঁধা। এ সময় তার হাত, পা, মুখ এবং গলায় দড়ি দিয়ে ফাঁস দেওয়া ছিল। পরে স্থানীয়রা টিপুকে শেবাচিম হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে ওই ভবনের তৃতীয় তলার ভাড়াটিয়ার এক শিশু ছেলে জানায়, টিপুকে বেঁধে ছাদে নিয়ে মারধর করে কিছু লোক। মারধরের পরেই তাকে ঘরের ভেতর নিয়ে যাওয়া হয়।

কোতোয়ালী থানার উপ-পরিদর্শক (এসআই) সত্যরঞ্জন জানান, মৃত টিপুর ঘর থেকে তার ৮ হাজার টাকা এবং ব্যবহৃত দুইটি মোবাইল ফোন পাওয়া যাচ্ছে না। এ ব্যাপারে তদন্ত শুরু হয়েছে।

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ব্রাদার্সের জালে মোহামেডানের ৮ গোল, দিয়াবাতের ৫
ব্রাদার্সের জালে মোহামেডানের ৮ গোল, দিয়াবাতের ৫
ইউক্রেনের খারকিভে হামলার প্রস্তুতি নিচ্ছে রুশ সেনারা
ইউক্রেনের খারকিভে হামলার প্রস্তুতি নিচ্ছে রুশ সেনারা
প্রবাসীদের ফেসবুক আইডি হ্যাক করে কোটিপতি, দুই ভাই গ্রেফতার
প্রবাসীদের ফেসবুক আইডি হ্যাক করে কোটিপতি, দুই ভাই গ্রেফতার
আমার পাপ আর বাড়াবেন না: ইমন চক্রবর্তী
আমার পাপ আর বাড়াবেন না: ইমন চক্রবর্তী
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া