X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

ফাঁসাতে গিয়ে নিজেই ফাঁসলো পুলিশ

যশোর প্রতিনিধি
২৬ অক্টোবর ২০১৬, ১৫:৫৪আপডেট : ২৬ অক্টোবর ২০১৬, ২১:৫৮

ফাঁসাতে গিয়ে নিজেই ফাঁসলো পুলিশ যশোরের চৌগাছায় একটি প্রতিষ্ঠানে সোর্স দিয়ে ইয়াবা রেখে ব্যবসায়ীকে ফাঁসাতে গিয়ে হাতেনাতে ধরা পড়েন সিরাজুল ইসলাম নামে পুলিশের এক এএসআই। পরে স্থানীয়দের মারধর খেয়ে দৌঁড়ে পালিয়ে যায় ওই কর্মকর্তা।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বুধবার দুপুরে চৌগাছা থানার এএসআই সিরাজুল ইসলাম চৌগাছা বাজারের প্রধান সড়কে অবস্থিত সুপার ইলেক্ট্রিক অ্যান্ড ভ্যারাইটিজ নামে একটি প্রতিষ্ঠানে অজ্ঞাত সোর্সের মাধ্যমে সেখানে ১০ পিস ইয়াবা রাখেন। ওই সময় তিনি প্রতিষ্ঠান থেকে সামান্য দূরে অবস্থান করছিলেন। ওই প্রতিষ্ঠানের মালিকের নাম রাবণ কুমার। সোর্স বেরিয়ে যাওয়ার পরপরই এএসআই সিরাজ প্রতিষ্ঠানটিতে প্রবেশ করে ইয়াবা রাখার অপরাধে তাকে আটক করে নিয়ে যেতে উদ্যত হন। সেসময় তার চিৎকারে স্থানীয় ব্যবসায়ীরা এগিয়ে আসেন। বিষয়টি শুনে ব্যবসায়ীরা তাকে প্রতিষ্ঠানে থাকা সিসি ক্যামেরার ফুটেজ চেক করার পরামর্শ দেন। ফুটেজ দেখার কথা বলার সঙ্গে সঙ্গে এএসআই সিরাজ ও তার সোর্স সেখান থেকে পালিয়ে যেতে চাইলে উপস্থিত ব্যবসায়ীরা তাদের মারধর করতে শুরু করে। একপর্যায়ে তারা দৌঁড়ে পালিয়ে যায়। কয়েক ব্যবসায়ী এএসআই সিরাজকে শহরের ভাস্কর্যে মোড় পর্যন্ত ধাওয়া করে নিয়ে যায়।

খবর পেয়ে ব্যবসায়ী রাবনের দোকানের সামনে জড়ো হয়ে এএসআই সিরাজের শাস্তির দাবিতে বিক্ষোভ করতে থাকেন স্থানীয় ব্যবসায়ীরা।

এরপর চৌগাছা থানার ওসি (তদন্ত) মারুফ আক্তারের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছান।
সংবাদ পেয়ে চৌগাছা পৌরসভার মেয়র নূরউদ্দীন আল মামুন হিমেল, ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ইবাদৎ হোসেন উপস্থিত ব্যবসায়ীদের আশ্বাস দেন, এ ঘটনার বিচার হবে।

চৌগাছা থানার ওসি এম মসিউর রহমান বলেন, ঘটনা শুনেছি। বিষয়টি জানতে ঘটনাস্তলে ফোর্স পাঠানো হয়েছে।

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
দুই মাসে ব্র্যাক ব্যাংকে আড়াই হাজার কোটি টাকা নিট ডিপোজিট প্রবৃদ্ধি অর্জন 
দুই মাসে ব্র্যাক ব্যাংকে আড়াই হাজার কোটি টাকা নিট ডিপোজিট প্রবৃদ্ধি অর্জন 
গ্যাটকো দুর্নীতি মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি হয়নি
গ্যাটকো দুর্নীতি মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি হয়নি
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
হংকং ও সিঙ্গাপুরে নিষিদ্ধ হলো ভারতের কয়েকটি মসলা
হংকং ও সিঙ্গাপুরে নিষিদ্ধ হলো ভারতের কয়েকটি মসলা