X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

দক্ষিণাঞ্চলে বড় ধরনের নাশকতার পরিকল্পনা ছিল জঙ্গিদের: ডিআইজি

বাগেরহাট প্রতিনিধি
২৬ অক্টোবর ২০১৬, ১৯:১৫আপডেট : ২৬ অক্টোবর ২০১৬, ১৯:১৫

বাগেরহাটে খুলনা রেঞ্জের ডিআইজির প্রেস ব্রিফিং নব্য জেএমবি’র জঙ্গিরা বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা, যশোর ও পিরোজপুর জেলায় বড় ধরনের নাশকতার পরিকল্পনা করেছিল বলে জানিয়েছেন পুলিশের খুলনা রেঞ্জের ডিআইজি মো. মনিরুজ্জামান। তারা আওয়ামী লীগের নেতা ও পুলিশের ওপর হামলারও পরিকল্পনা করছিল। আটক হওয়া চার জঙ্গির স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে পুলিশ এসব তথ্য পেয়েছে বলে জানিয়েছেন তিনি। বুধবার দুপুরে বাগেরহাট পুলিশ সুপারের কার্যালয়ে মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

ডিআইজি মনিরুজ্জামান বলেন, ‘নব্য জেএমবির এই গ্রুপটি বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা, পিরোজপুর ও যশোর জেলার একাংশে আওয়ামী লীগ নেতা ও পুলিশকে টার্গেট করে বড় ধরনের নাশকতার পরিকল্পনা করেছে। আওয়ামী লীগের দলীয় কোন্দলের সুযোগে ওই দলটির নেতাদের টার্গেট করেছে। পুলিশের মনোবল ভাঙতে খুলনা রেঞ্জের শীর্ষ পুলিশ কর্মকর্তা থেকে শুরু করে কনেস্টবল পর্যন্ত কোনও পুলিশ সদস্য নব্য জেএমবির টার্গেটের বাইরে নয়।’

ডিআইজি বলেন,  ‘বাংলা ভাইয়ের সঙ্গে কাজ করতো এমন এক জেএমবি নেতা এখন দক্ষিণাঞ্চলে তৎপরতা চালাচ্ছে। বাগেরহাটের কচুয়ায় মঙ্গলবার রাতে আটক এই চার জঙ্গিসহ একটি গ্রুপের নেতৃত্ব দিচ্ছে ওই জেএমবি নেতা। পুলিশ নব্য জেএমবির এই টিম লিডারের সম্পর্কে অনেক গৃরুত্বপূর্ণ তথ্য পেলেও দ্রুত গ্রেফতারের স্বার্থে তার নাম-পরিচয় প্রকাশ করা যাচ্ছে না।’   

ডিআইজি আরও বলেন, ‘নব্য জেএমবির এই গ্রুপটিতে  আইটি বিশেষজ্ঞ রয়েছে। তারা নিজেদের মধ্যে যোগাযোগ করতে নিজস্ব সফ্টওয়্যার তৈরি করেছে। কচুয়ায় অভিযানের সময় পালিয়ে যাওয়া ৭ থেকে ৮ জন জঙ্গিসহ এই গ্রুপটিকে ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।’

সংবাদ সম্মেলনে খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি হাবিবুর রহমান, বাগেরহাট পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়, অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস, সহকারী পুলিশ সুপার জিয়াউল ইসলামসহ পুলিশের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, মঙ্গলবার (২৫ অক্টোবর) রাতে বাগেরহাটের কচুয়া উপজেলার খলিশাখালী গ্রাম থেকে পুলিশ অভিযান চালিয়ে নব্য জেএমবির ৪ সদস্যকে আটক করে। তাদের নামে পৃথক ৪টি মামলা দিয়ে পুলিশ আদালতে পাঠালে তারা নব্য জেএমবির সঙ্গে জড়িত থাকার কথা উল্লেখ করে বিস্তারিত বর্ণনাসহ স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।

আরও পড়ুন- 

আ. লীগের কেন্দ্রীয় ৩৮ পদের জন্য দৌড়ঝাঁপ

সব বিভাগে একটি করে মেডিক্যাল বিশ্ববিদ্যালয় করা হবে: প্রধানমন্ত্রী

/এআর/এফএস/

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
প্রতিবন্ধী শিল্পীদের আয়োজনে মঞ্চস্থ হলো ‘সার্কাস সার্কাস’ নাটক
প্রতিবন্ধী শিল্পীদের আয়োজনে মঞ্চস্থ হলো ‘সার্কাস সার্কাস’ নাটক
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!