X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

ঘষিয়াখালী উন্মুক্ত, শ্যালা রুটও চালু রাখার দাবি

খুলনা প্রতিনিধি
২৭ অক্টোবর ২০১৬, ১৩:২২আপডেট : ২৭ অক্টোবর ২০১৬, ১৩:২৩





ঘষিয়াখালী উন্মুক্ত, শ্যালা রুটও চালু রাখার দাবি বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) ড্রেজিং বিভাগের খনন করা মংলা-ঘষিয়াখালী নৌ চ্যানেলটি উন্মুক্ত করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে চ্যানেলটি উম্মুক্ত করেন। আনুষ্ঠানিকভাবে চ্যানেলটি উন্মুক্ত করার মধ্য দিয়ে শ্যালা রুট বন্ধেও কঠোর হতে যাচ্ছে প্রশাসন। তবে নৌযান মালিক ও ব্যবসায়ীরা ঘষিয়াখালীর পাশাপাশি শ্যালা রুটও চালু রাখার দাবি জানিয়েছে। এই দাবিতে আন্দোলনের প্রস্তুতি নিচ্ছেন তারা।





ব্যবসায়ীরা বলছেন, মংলা-ঘষিয়াখালী চ্যানেল চালুতে পথ কমলেও ড্রাফট (গভীরতা) বাড়েনি। আবার কিছু এলাকায় নৌ পরিবহনে ব্যয়ও বাড়বে।
বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কমোডোর এম মোজাম্মেল হক বলেন, ‘এখন মংলা-ঘাষিয়াখালী চ্যানেলে নাব্যতা সংকট নেই। সব ধরনের জাহাজ চলাচল করতে পারছে। গত এক বছরে ৩৫ হাজারের বেশি জাহাজ এ চ্যানেল পার হয়েছে। এ কারণে সুন্দরবনের ভেতরের শ্যালা রুট দিয়ে নৌযান চলাচল বন্ধের নির্দেশ কঠোরভাবে বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে।’
বিআইডব্লিউটিএ’র জনসংযোগ কর্মকর্তা মোবারক হোসেন মজুমদার বলেন, ‘মংলা-ঘষিয়াখালী চ্যানেলটি চালু হওয়ার ফলে অনেক পথ কমেছে। এখন এই চ্যানেলটি ব্যবহারে নৌযান মালিকরা সহজেই ব্যবহার করতে পারবেন। আবার পণ্য পরিবহনের মধ্য দিয়ে লাভবানও হবেন।’
তিনি আরও বলেন, ‘সুন্দরবনের শ্যালা নদী দিয়ে গত বছরের জুন মাস থেকে নৌ চলাচল বন্ধ রয়েছে। এখন যদি শ্যালা রুটে কোনও ধরনের নৌযান চলাচল করে তবে তা অবৈধ হবে। এ ক্ষেত্রে কোস্টগার্ডসহ সংশ্লিষ্ট প্রশাসন আইনগত পদক্ষেপ নেবে। শাস্তিমূলক যেকোনও পদক্ষেপ তারা গ্রহণ করতে পারবে।’
কোস্টগার্ড পশ্চিম জোনের স্টাফ অফিসার (অপারেশন্স) লে. কমান্ডার এ এম রাহাতুজ্জামান বলেন, ‘সুন্দরবনের শ্যালা নদীর মাথায় হারবাড়িয়ায় কোস্টগার্ডেও একটি ক্যাম্প রয়েছে। এছাড়া কোস্টগার্ডের নিয়মিত টহল দল শ্যালা নদীসহ সুন্দরবন এলাকায় সক্রিয় রয়েছে। বর্তমানে শ্যালা রুট দিয়ে নৌযান চলাচল করতে পারছে না। এই রুটে নৌযান প্রবেশ করলেই কোস্টগার্ডের আওতায় চলে আসবে। সে ক্ষেত্রে বিধান অনুযায়ী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’
খুলনা বিভাগীয় নৌ পরিবহন মালিক গ্রুপের মহাসচিব অ্যাডভোকেট সাইফুল ইসলাম বলেন, ‘১৯৭৩ সালে মংলা-ঘষিয়াখালী চ্যানেলটি বঙ্গবন্ধু খনন করে বিকল্প রুট হিসেবে চালু করেছিলেন। তখন বঙ্গবন্ধুর লক্ষ্য ছিল নৌ যোগাযোগ ব্যবস্থাকে সহজ করা হয়। এরও ২৩ বছর আগে থেকে সুন্দরবনের শ্যালা নদীর রুট দিয়ে নৌ ব্যবসায়ীরা পণ্য পরিবহন করে আসছেন। সে হিসেবে শ্যালা নৌ রুটটি নৌ পরিবহনের আদী রুট।’
তিনি আরও বলেন, নতুনভাবে মংলা-ঘষিয়াখালী চ্যানেলটি খনন করে উন্মুক্ত করায় ঢাকা-চট্টগ্রামসহ ওই অঞ্চলে পণ্য পরিবহনের ক্ষেত্রে পথ কমবে। কিন্তু বরিশাল-চাঁদপুরসহ এ অঞ্চলে পণ্য পরিবহনে পথ বাড়বে। যা নৌ ব্যবসায়ীদের জন্য চাপ সৃষ্টি করবে। নতুনভাবে চালু হওয়া মংলা-ঘষিয়খিালী চ্যানেলের ড্রাফট (গভীরতা) বেশি হয়নি। বর্তমানে ১২ ফুট গভীরতার জাহাজ চলাচল করলেও বিঘ্ন ঘটছে। ফলে এর চেয়েও বড় জাহাজ চলাচল হচ্ছে না। বড় বড় জাহাজের জন্য শ্যালা রুটটি প্রয়োজন।
তিনি মংলা-ঘষিয়াখালী চ্যানেল উন্মুক্ত করায় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান। একই সঙ্গে নৌযান মালিকদের কথা বিবেচনা করে শ্যালা রুটটিও সচল রাখার দাবি জানান। অন্যথায় শ্যালা রুট চালু করার দাবিতে নৌ ব্যবসায়ীরা আন্দোলনে নামবে বলে জানান তিনি।

/এআর/এফএস/

সম্পর্কিত
সর্বশেষ খবর
আইসিসি এলিট প্যানেলে প্রথম বাংলাদেশি আম্পায়ার সৈকত
আইসিসি এলিট প্যানেলে প্রথম বাংলাদেশি আম্পায়ার সৈকত
অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে ভুটানের রাজার সন্তোষ প্রকাশ
অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে ভুটানের রাজার সন্তোষ প্রকাশ
ট্যুর অপারেশনে ব্যাংকে থাকতে হবে ১০ লাখ টাকা
ট্যুর অপারেশনে ব্যাংকে থাকতে হবে ১০ লাখ টাকা
এনভয় টেক্সটাইলসের ২৮তম বার্ষিক সাধারণ সভা
এনভয় টেক্সটাইলসের ২৮তম বার্ষিক সাধারণ সভা
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
এবার চীনে আগ্রহ বিএনপির
এবার চীনে আগ্রহ বিএনপির
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
রাজধানীর ৫ জায়গায় তরমুজ বিক্রি হবে কৃষকের দামে
রাজধানীর ৫ জায়গায় তরমুজ বিক্রি হবে কৃষকের দামে