X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

শিক্ষক শ্যামল কান্তির বিরুদ্ধে ঘুষের মামলা আবারও পেছালো

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২৭ অক্টোবর ২০১৬, ১৪:২০আপডেট : ২৭ অক্টোবর ২০১৬, ১৪:২০

তদন্ত কমিটির কাছে বক্তব্য দিতে আসেন আলোচিত শিক্ষক শ্যামল কান্তি ভক্ত নারায়ণগঞ্জ বন্দরে পিয়ার সাত্তার লতিফ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্তের বিরুদ্ধে ঘুষ গ্রহণের একটি মামলার প্রতিবেদন দ্রুত দাখিল করতে নির্দেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার সকালে নারায়ণগঞ্জের একটি আদালতে ওই মামলার নির্ধারিত শুনানিতে প্রতিবেদন জমা না হওয়ায় আদালত আগামী ১১ ডিসেম্বর পরবর্তী নির্ধারিত তারিখের মধ্যেই প্রতিবেদন জমা দিতে বন্দর থানা পুলিশকে নির্দেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার সকালে নারায়ণগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান এ আদেশ দেন। এর আগে সকালেই পুলিশের পহারায় শ্যামল কান্তি ভক্ত আদালতে উপস্থিত হন।  

জানা গেছে, গত ১৪ জুলাই ধর্মীয় অনুভূতিতে আঘাত, শিক্ষার্থী রিফাতকে মারধর ও শিক্ষককে এমপিওভুক্ত করে দেওয়ার প্রলোভন দেখিয়ে ঘুষ নেওয়ার অভিযোগে পৃথক তিনজন বাদী হয়ে নারায়ণগঞ্জ আদালতে তিনটি মামলার আবেদন করেন। আদালত ওই দিন বিকালে শুনানি শেষে প্রথম দুটি মামলা খারিজ করে দেন। তবে পিয়ার সাত্তার লতিফ উচ্চবিদ্যালয়ের ইংরেজি শিক্ষক মোর্শেদা বেগমকে প্রলোভন দেখিয়ে ঘুষ নেওয়ার অভিযোগের বিষয়ে তদন্ত প্রতিবেদন দিতে বন্দর থানা পুলিশকে নির্দেশ দেন। আদেশের জন্য আদালত বৃহস্পতিবার দিন ধার্য করেছিলেন।

মামলার বাদীপক্ষের আইনজীবী হারুনুর রশিদ পাটোয়ারী বলেন, ‘মোর্শেদা বেগমকে এমপিওভুক্ত করে দেওয়ার প্রলোভন দেখিয়ে প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্ত দুই দফায় তার কাছ থেকে ১ লাখ ৩৫ হাজার টাকা ঘুষ নিয়েছিলেন। কিন্তু তাকে এমপিওভুক্ত করতে তিনি কোনোরূপ সহায়তা করেননি। ওই মামলায় বৃহস্পতিবার শুনানির সময়েও তদন্ত প্রতিবেদন আদালতে জমা না হওয়ায় আগামী ১১ ডিসেম্বর পরবর্তী শুনানির দিন প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।’

তবে এর আগে শ্যামল কান্তি ভক্ত সাংবাদিকদের জানান, তিনি কোনও দুর্নীতিতে জড়িত নন।

শ্যামল কান্তি ভক্ত ইসলামের বিরুদ্ধে কটূক্তি করেছেন এমন অভিযোগ তুলে গত ১৩ মে সকাল সাড়ে ১০টার দিকে এলাকাবাসীকে স্কুলের মাঠে জড়ো হওয়ার আহ্বান জানানো হয়। পরে একপর্যায়ে স্থানীয় সাংসদ সেলিম ওসমানের উপস্থিতিতে তাকে কান ধরে ওঠ-বস করানো হয়। পরে তাকে সাময়িক বরখাস্ত করে বিদ্যালয় পরিচালনা কমিটি। ওই ঘটনায় গত ২৪ ও ২৫ অক্টোবর বিচার বিভাগীয় তদন্ত দল নারায়ণগঞ্জে এসে শ্যামল কান্তিসহ ৩১ জনের বক্তব্য নেন। ধর্মীয় অবমাননার অভিযোগকে ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ বলেও দাবি করেছেন শ্যামল কান্তি ভক্ত।

আরও পড়ুন- 



কোমল পানীয়: মানবদেহের প্রতিটি অঙ্গের জন্য ক্ষতিকর

/এফএস/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
ব্যাংককে চীনের দাবাড়ুকে হারালেন মনন
ব্যাংককে চীনের দাবাড়ুকে হারালেন মনন
ব্যয়বহুল প্রযুক্তি আর ক্ষতিকর জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধের এখনই সময়
এনার্জি মাস্টার প্ল্যান সংশোধনের দাবিব্যয়বহুল প্রযুক্তি আর ক্ষতিকর জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধের এখনই সময়
গাজায় ইসরায়েলি আগ্রাসনে নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়িয়েছে
গাজায় ইসরায়েলি আগ্রাসনে নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়িয়েছে
তিন লাল কার্ডের ম্যাচ নিয়ে কে কী বললেন!
তিন লাল কার্ডের ম্যাচ নিয়ে কে কী বললেন!
সর্বাধিক পঠিত
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান