X
শনিবার, ১৮ মে ২০২৪
৪ জ্যৈষ্ঠ ১৪৩১

মাদকের আখড়ায় র‌্যাবের অভিযান, ইউপি চেয়ারম্যানসহ আটক ৫

ঝিনাইদহ প্রতিনিধি
২৭ অক্টোবর ২০১৬, ১৮:৫৯আপডেট : ২৭ অক্টোবর ২০১৬, ১৮:৫৯

মাদকের আখড়ায় র‌্যাবের অভিযান, ইউপি চেয়ারম্যানসহ আটক ৫ ঝিনাইদহের কালীগঞ্জের মাদকের আখড়া নামে খ্যাত বারবাজার মাছের আড়তে অভিযান চালিয়ে ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদসহ পাঁচজনকে গ্রেফতার করেছে র‌্যাব। বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে এ অভিযান চালানো হয়। সেখান থেকে দুই বস্তা মাদক ও বেশ কয়েকটি হাতবোমা উদ্ধার করা হয়েছে।

জানা গেছে, র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান র‌্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্পের সদস্যরা গোপন সূত্রে খবর পেয়ে কালীগঞ্জ উপজেলার বারবাজারের মাছের আড়তে অভিযান চালিয়ে দুই বস্তা মাদক ও বেশকিছু বোমা উদ্ধার করে। এ সময় ৯নং বারবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ নেতা আবুল কালাম আজাদ, তার ভাই আব্দুস সালাম, ফরহাদ, উজ্জ্বল ও সুজনকে আটক করে র‌্যাব।

ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ কালাম চেয়ারম্যানকে আটক  করলে তার অনুসারীরা বারবাজারে হাইওয়ে সড়কের ওপর ব্যারেল ফেলে রাস্তা ব্যারিকেট দিয়ে যানবাহন চলাচল বন্ধ করে দেয়। এ সময় র‌্যাব কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। অভিযানে র‌্যাবকে বারবাজার হাইওয়ে পুলিশ, কালীগঞ্জ থানা পুলিশ ও বারবাজার ক্যাম্প পুলিশ সহযোগিতা করে।

কালীগঞ্জ থানার সেকেন্ড অফিসার এসআই  ইমরান আলম বলেন, র‌্যাব সেখানে অভিযান চালিয়েছে। খবর পেয়ে আমরাও সেখানে যাই। সেখান থেকে দুই বস্তা মাদক ও কিছু বোমা উদ্ধার করা হয়েছে। তবে সঠিক সংখ্যা তিনি জানাতে পারেননি।

মাদকের আখড়ায় র‌্যাবের অভিযান, ইউপি চেয়ারম্যানসহ আটক ৫ র‌্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মনির আহম্মেদ জানান, অভিযান চালিয়ে ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদসহ পাঁচজনকে আটক করা হয়েছে। তবে কি পরিমাণ মাদক ও বোমা উদ্ধার করা হয়েছে তা তিনি তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি।

উল্লেখ্য, দীর্ঘদিন ধরে বারবাজার মাছের আড়তে ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদের সহযোগিতায় মাদকের ব্যবসা চলে আসছিল বলে অভিযোগ করেন এলাকাবাসী। সেখান কয়েকবার স্থানীয় থানা পুলিশ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও এপিবিএন সদস্যরা অভিযান চালায়। সেসময় কালাম চেয়ারম্যানের অনুসারীরা তাদের ওপর হামলা করে।

আরও পড়ুন:

কার তথ্য সঠিক, র‌্যাব না ডিবির?

/বিটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
স্বাস্থ্য সহকারী পদে লিখিত পাস করে মৌখিকে প্রক্সি দিতে এসে ধরা
স্বাস্থ্য সহকারী পদে লিখিত পাস করে মৌখিকে প্রক্সি দিতে এসে ধরা
একক নয়, বাকশাল ছিল একটি জাতীয় দল: ওবায়দুল কাদের
একক নয়, বাকশাল ছিল একটি জাতীয় দল: ওবায়দুল কাদের
চীন সফর: শি’র মন জয়ের চেষ্টায় ব্যস্ত ছিলেন পুতিন
চীন সফর: শি’র মন জয়ের চেষ্টায় ব্যস্ত ছিলেন পুতিন
খেটে খাওয়া মানুষের ভাগ্যোন্নয়নের বাজেট দাবি
খেটে খাওয়া মানুষের ভাগ্যোন্নয়নের বাজেট দাবি
সর্বাধিক পঠিত
অতিরিক্ত ডিআইজি মনিরুজ্জামানের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ ইসির
অতিরিক্ত ডিআইজি মনিরুজ্জামানের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ ইসির
যাত্রীর জামাকাপড় পুড়িয়ে পাওয়া গেলো সাড়ে চার কোটি টাকার স্বর্ণ
যাত্রীর জামাকাপড় পুড়িয়ে পাওয়া গেলো সাড়ে চার কোটি টাকার স্বর্ণ
দাম কমেছে সবজি-মাংসের, তবু পরিস্থিতি অস্বাভাবিক
দাম কমেছে সবজি-মাংসের, তবু পরিস্থিতি অস্বাভাবিক
সুপ্রিম কোর্ট রিসার্চ ইনস্টিটিউটের স্থান পরিদর্শন প্রধান বিচারপতির
সুপ্রিম কোর্ট রিসার্চ ইনস্টিটিউটের স্থান পরিদর্শন প্রধান বিচারপতির
কোথায় কীভাবে কেএনএফ সদস্যদের প্রশিক্ষণ দেয়, জানালেন নারী শাখার প্রধান
কোথায় কীভাবে কেএনএফ সদস্যদের প্রশিক্ষণ দেয়, জানালেন নারী শাখার প্রধান