X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

বাকেরগঞ্জে খোলা আকাশের নিচে শিক্ষার্থীদের পাঠদান

বরিশাল প্রতিনিধি
২৮ অক্টোবর ২০১৬, ১২:২৬আপডেট : ২৮ অক্টোবর ২০১৬, ১২:২৬

 

বাকেরগঞ্জে খোলা আকাশের নিচে শিক্ষার্থীদের পাঠদান ভবন ঝুঁকিপূর্ণ হওয়ায় জেলার বাকেরগঞ্জ উপজেলার দক্ষিণ নারাঙ্গল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে খোলা আকাশের নিচে পাঠদান করা হচ্ছে শিক্ষার্থীদের। প্রতিনিয়ত প্রচণ্ড রোদের মধ্যে ক্লাস করতে গিয়ে কোমলমতি শিক্ষার্থীরা প্রায়ই অসুস্থ হয়ে পড়ছে। অন্যদিকে, আকাশে মেঘ দেখলেই দেওয়া হয় ছুটি।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক ঝুমুর কুণ্ডু জানান, উপজেলার কলসকাঠী ইউনিয়নের দক্ষিণ নারাঙ্গল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১২০ জন শিক্ষার্থী রয়েছে। বিদ্যালয়টি ১৯৭৫ সালে প্রতিষ্ঠিত হয়। আর বিদ্যালয়ের ভবন নির্মিত হয় ১৯৯২ সালে। চার কক্ষ বিশিষ্ট বিদ্যালয়ের ভবনে প্রথম থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের পাঠদান করানো হয়। ভবন নির্মিত হওয়ায় কয়েক বছর যেতে না যেতেই ভবনটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। এভাবেই প্রতিদিন ওই কক্ষগুলোতে ক্লাশ নেওয়া হতো। কিন্তু  ইতিমধ্যে ভবনের পলেস্তার খসে শিক্ষার্থীসহ ২০/২৫ জন আহত হয়েছে। তাই এখন খোলা আকাশের নিচেই পাঠদান করানো হচ্ছে।

তিনি আরও জানান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে একাধিকবার ভবন সংস্কারের আবেদন করলেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি।

বাকেরগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সফিউল আলম  বলেন, ‘উপজেলা পরিষদের সমন্বয় সভায় বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ ভবন সংস্কারের দাবি জানানো হয়েছে। আশাকরি শীঘ্রই স্কুলটি পুনঃনির্মাণ করা হবে।’

এ বিষয়ে বরিশাল জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. নাসির উদ্দিন আহম্মেদ এবং সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (সাধারণ) শেখ মো. আকতারুজ্জামানকে একাধিকবার কল করা হলেও তারা ফোন রিসিভ করেননি।

কলসকাঠী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আ. রাজ্জাক তালুকদার বলেন, বিদ্যালয় ভবনটি এতোই ঝুঁকিপূর্ণ যেকোনও সময় ধসে পড়তে পারে।

তিনি জানান, দক্ষিণ নারাঙ্গল এলাকাটি ঘনবসতিপূর্ণ। গ্রামটি পায়রা নদীর তীরবর্তী হওয়ায় প্রায়ই ঘূর্ণিঝড়ের কবলে পড়ে।  কিন্তু এখানে আশ্রয় কেন্দ্র না থাকায় মানুষ আতঙ্কগ্রস্ত থাকে। তাই এলাকাবাসী ঝুঁকিপূর্ণ এ স্কুলটি সাইক্লোন শেল্টার হিসেবে পূণর্নির্মাণের দাবি জানিয়েছেন।

আরও পড়ুন:
রিমান্ডে আসামির গোপনাঙ্গে ছ্যাঁকা, ওসি ও তদন্তকারীকে শো-কজ

/বিটি/

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
জেফারকে কাস্ট করেছে ফারুকীপুত্র ইলহাম!
জেফারকে কাস্ট করেছে ফারুকীপুত্র ইলহাম!
‘জুনের মধ্যে ১০ হাজার প্রাথমিক শিক্ষক নিয়োগ সম্পন্ন হবে’
‘জুনের মধ্যে ১০ হাজার প্রাথমিক শিক্ষক নিয়োগ সম্পন্ন হবে’
জাবি ছাত্রলীগের সেই ৩ কর্মীকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারের সুপারিশ 
জাবি ছাত্রলীগের সেই ৩ কর্মীকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারের সুপারিশ 
সিরিয়ায় ইসরায়েলি হামলায় নিহত ৩৮
সিরিয়ায় ইসরায়েলি হামলায় নিহত ৩৮
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়