X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

সিট ৯০টি, কৃতকার্য ১৯ শিক্ষার্থী

রাবি প্রতিনিধি
২৯ অক্টোবর ২০১৬, ০০:৪৩আপডেট : ২৯ অক্টোবর ২০১৬, ০০:৪৬

 

রাজশাহী বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০১৬-১৭ শিক্ষাবর্ষের স্মাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় ‘ডি’ ইউনিটের (ব্যবসায় শিক্ষা অনুষদ ও আইবিএ) অ-বাণিজ্য গ্রুপের (বিজ্ঞান ও মানবিক) ৯০টি সিটের বিপরীতে কৃতকার্য হয়েছে মাত্র ১৯ জন শিক্ষার্থী। শতকরা হিসেবে যা দশমিক ৫ শতাংশ। বৃহস্পতিবার রাতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত ‘ডি’ ইউনিটভুক্ত অ-বাণিজ্য বিভাগের ফলাফলে এ চিত্র দেখা গেছে।

অনুষদ সূত্রে জানা যায়, ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় মোট ১০০ নম্বরের এমসিকিউ প্রশ্নের পরীক্ষা অনুষ্ঠিত হয়। পাসের নূন্যতম নম্বর ৪০। বাণিজ্য গ্রুপের শিক্ষার্থীদের ইংরেজি, হিসাববিজ্ঞান এবং ব্যবসায় নীতি ও প্রয়োগ বিষয়ে পরীক্ষা দিতে হয়। আর অ-বাণিজ্য গ্রুপকে বাংলা, ইংরেজি এবং সাধারণ জ্ঞান বিষয়ে পরীক্ষা দিতে হয়। অনুষদের মোট ৫২০টি আসনের মধ্যে বাণিজ্য গ্রুপের শিক্ষার্থীদের জন্য রয়েছে ৪৩০টি আসন এবং অ-বাণিজ্য গ্রুপের শিক্ষার্থীদের জন্য রয়েছে ৯০টি আসন ।

ব্যবসায় শিক্ষা অনুষদের প্রথম বর্ষ ভর্তি উপ-কমিটির সদস্য অধ্যাপক আমজাদ হোসেন জানান, এ বছর বাণিজ্য অনুষদের মোট ১৭ হাজার ৫২৮ জন শিক্ষার্থী আবেদন করে। এর মধ্যে প্রায় ৩ হাজার ৮০০ জন ছিলো অ-বাণিজ্য গ্রুপের। তবে অ-বাণিজ্য গ্রুপে মাত্র ১৯ জন ন্যূনতম নম্বর ৪০ পেয়েছে। তাই মৌখিক পরীক্ষার জন্য সেই ১৯ জনকেই ডাকা হয়েছে।

বাকি সিট কীভাবে পূরণ করা হবে এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এ বিষয়ে ভর্তি পরীক্ষা উপ-কমিটি এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন সিদ্ধান্ত নিবে।’ তবে কবে সে সিদ্ধান্ত নেওয়া হবে সে বিষয়ে তিনি কিছু বলতে পারেননি।

এদিকে, বৃহস্পতিবার রাতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ‘ডি’ ইউনিটের ফলাফল প্রকাশিত হয় এবং সাক্ষাৎকারের জন্য ৫২০টি আসনের বিপরীতে ৮৯১ জন শিক্ষার্থীর নাম প্রকাশ করা হয়।

বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে বিজনেস স্টাডিজ অনুষদের অধিকর্তা এবং ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষার প্রধান সমন্বয়ক অধ্যাপক শিবলী সাদিক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ফলাফল অনুযায়ী নির্বাচিত সাক্ষাৎকারদাতাদের আগামী ১২ নভেম্বরের মধ্যে বিষয় পছন্দক্রম ফরম পূরণ করতে হবে। আগামী ১৫ নভেম্বর সকাল সাড়ে ১০টা থেকে তাদের সাক্ষাৎকার গ্রহণ শুরু হবে। সাক্ষাৎকারের সময় মাধ্যমিক ও উচ্চ-মাধ্যমিক পরীক্ষার মূল মার্কশিট, মূল রেজিস্ট্রেশন কার্ড সঙ্গে রাখতে হবে। এছাড়া পরীক্ষার হলে পরিদর্শক কর্তৃক স্বাক্ষরিত প্রবেশপত্রটিও আনতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সাক্ষাৎকার গ্রহণের পর ভর্তিচ্ছুদের চূড়ান্ত তালিকা ও অপেক্ষামান তালিকা ১৭ নভেম্বর অনুষদের নোটিশ বোর্ড ও বিশ্ববিদ্যালয় ওয়েব সাইটে (www.admission.ru.ac.bd) প্রকাশ করা হবে। আগামী পহেলা ডিসেম্বর ভর্তি শুরু এবং ১ জানুয়ারি ২০১৭ ক্লাস শুরু হবে।

/এমডিপি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!