X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

ময়মনসিংহে ইউপি নির্বাচন: ১১ টি কেন্দ্রই ঝুঁকিপূর্ণ

ময়মনসিংহ প্রতিনিধি
৩০ অক্টোবর ২০১৬, ২২:৫৩আপডেট : ৩০ অক্টোবর ২০১৬, ২৩:০৪

ইউপি নির্বাচন ২০১৬ ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার রাঙ্গামাটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচন ও স্থগিত ২টি কেন্দ্রসহ ১১টি ভোটকেন্দ্রে সোমবার নির্বাচন অনুষ্ঠিত হবে। উপজেলা নির্বাচন অফিসার শানিয়াজ্জামান তালুকদার বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেন। এদিকে সবক’টি কেন্দ্রই ঝুঁকিপূর্ণ এমন অভিযোগ এনে সাধারণ ভোটাররা তাদের ভোটাধিকার নিয়ে ব্যাপক শঙ্কিত বলে বাংলা ট্রিবিউনকে জানান জনপ্রতিনিধিদের কেউ কেউ।
চতুর্থ ধাপ ইউপি নির্বাচনে কুশমাইল ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের ভোটের ফলের শিট ছিনতাইয় ও ভবানীপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের ভোটে কেন্দ্র দখল ব্যালট বাকশো ছিনতাইয়ের ঘটনায় কেন্দ্র দুটি বাতিল ঘোষণা করেছিলেন সংশ্লিষ্ট রিটার্নিং অফিসার।
স্থানীয় আ. লীগের দলীয় সংসদ সদস্য আলহাজ্ব মোসলেম উদ্দিনের নিজ ইউনিয়ন কুশমাইল আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী শামছুল হকের চেয়ে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী এম এ জব্বার (চশমা) ১২শ’ ভোটের বেশি ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। এ ওয়ার্ডে মোট ভোটার ৩৪৬০ জন।

স্থানীয় এমপির নিজ গ্রাম নিওগী কুশমাইল ৫ নং ওয়ার্ডে ভোট কেন্দ্র হওয়ায় সাধারণ ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগের ক্ষেত্রে অনেকটা শঙ্কিত বলে দাবি করেছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী এম এ জব্বার।

চতুর্থ ধাপে রাঙ্গামাটিয়া ইউনিয়নে নৌকা প্রতীক নিয়ে হরম শহিদুজ্জামান আকন্দ চেয়ারম্যান নির্বাচিত হন। শপথ গ্রহণের আগেই তার মৃত্যু হলে এ ইউনিয়নটি শূন্য ঘোষণা করেন নির্বাচন কমিশন। ১৬ হাজার ৮৩১ ভোট নিয়ে রাঙ্গামাটিয়া ইউনিয়নে চেয়ারম্যন পদে আওয়ামী লীগের সালিনা চৌধুরী সুষমা (নৌকা), বারিকুল ইসলাম স্বপন তালকুদার (লাঙ্গল), ইসলামী আন্দোলনের মো. শামিম (হাতপাখা) ও স্বতন্ত্র প্রার্থী মো. শাহজাহান সিরাজ সাজু (আনারস) প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

শানিয়াজ্জামান তালুকদার জানান, উপনির্বাচন ও স্থগিত ২ টি ভোট কেন্দ্রসহ ১১ টি ভোটকেন্দ্র ঝুঁকি পূর্ণ হওয়ায় ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা থাকবে।  রাঙ্গামাটিয়া ইউনিয়নে ৩ জন ও স্থগিত দুটি ভোট কেন্দ্রে ১ জন করে নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ র‌্যাব বিজিবি থাকবে। গত নির্বাচনের চেয়ে প্রতিটি কেন্দ্রে ৩ থেকে ৪ জন করে বেশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য নিরাপত্তার দায়িত্বে থাকবেন।

/এইচকে/

সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রতিবন্ধী শিল্পীদের আয়োজনে মঞ্চস্থ হলো ‘সার্কাস সার্কাস’ নাটক
প্রতিবন্ধী শিল্পীদের আয়োজনে মঞ্চস্থ হলো ‘সার্কাস সার্কাস’ নাটক
‘শো মাস্ট গো অন’
চিকিৎসা সুরক্ষা আইন জরুরি‘শো মাস্ট গো অন’
ছাদে আম পাড়তে গিয়ে নিচে পড়ে শিশুর মৃত্যু
ছাদে আম পাড়তে গিয়ে নিচে পড়ে শিশুর মৃত্যু
বেয়ারস্টো-শশাঙ্কে হেসেখেলে ২৬২ রান করে জিতলো পাঞ্জাব
বেয়ারস্টো-শশাঙ্কে হেসেখেলে ২৬২ রান করে জিতলো পাঞ্জাব
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!