X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০
নাসিক নির্বাচন

নারায়ণগঞ্জে নৌকার সঙ্গেই থাকবেন আনোয়ার হোসেন

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১৭ নভেম্বর ২০১৬, ০৫:৩৫আপডেট : ১৭ নভেম্বর ২০১৬, ০৫:৩৭

নির্বাচনি প্রচারণায় নেমেছেন নগর আওয়ামী লীগ সভাপতি আনোয়ার হোসেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে তৃণমুলের নেতাকর্মীরা মেয়র পদে মহানগরের সভাপতি আনোয়ার হোসেনের নাম প্রস্তাব করলেও তিনি জানিয়েছেন, নৌকা প্রতীক যার হাতে যাবে তার সঙ্গেই থাকবেন। বুধবার সন্ধ্যায় তিনি মহানগর আওয়ামী লীগ কার্যালয়ের সামনে বক্তব্যে এ কথা বলেন।

শহরের দেওভোগে হযরত মিন্নত আলী মাজার জিয়ারত শেষে নগরবাসীর দোয়া চেয়ে নেতাকর্মীদের নিয়ে ডিআইটি থেকে মণ্ডলপাড়া পর্যন্ত ঘুরেন আনোয়ার হোসেন। এরপর ২ নং রেলগেটে দলের কার্যালয়ের সামনে দেওয়া বক্তব্যে  আনোয়ার হোসেন বলেন, ‘তৃণমূল আমাকে সমর্থন দিয়েছে আর তৃণমূলের মতামতকে আমাদের নেত্রী গুরুত্ব দেন। কারণ তৃণমূলের নেতাকর্মীরাই হচ্ছেন দলের প্রাণ। তারপরও আমার নেত্রী নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে যাকে সমর্থন দিয়ে নৌকা প্রতীক দিবেন আমরা সবাই সেই নৌকার সঙ্গেই থাকব।’

আনোয়ার হোসেন বলেন, ‘আমার সারা জীবনের রাজনীতির ফল আমি পেয়ে গেছি। দলের তৃণমূলের সব পর্যায় থেকে আমাকে সমর্থন দেওয়া হয়েছে।  আমার আর কিছু পাওয়ার নেই। সামনে যদি দল আমাকে নির্বাচিত করে আমি নগরবাসী ও নারায়ণগঞ্জবাসীর জন্য কিছু করতে চাই।’

মহানগর সভাপতি বলেন, ‘আমি জানি আমার নেত্রী সবসময় তৃণমূলের মতামতের গুরুত্ব দেন। নেত্রী অবশ্যই তৃণমূলের মতামতের মুল্যায়ন করবেন বলে আমি দৃঢ়ভাবে আশাবাদী। আপনাদের আমি জীবনে অনেক কষ্ট দিয়েছি। অনেক মিছিল মিটিং করিয়েছি, অনেক রাজনৈতিক কাজ করিয়েছি। তবুও আপনারা আমার সঙ্গেই আছেন অথচ আমি আপনাদের কিছু দিতে পারিনি।’

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোকন সাহা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল হাসনাত শহিদ মো. বাদল, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জিএম আরাফাত, যুগ্ম সম্পাদক শাহাদাৎ হোসেন সাজনু, জেলা ছাত্রলীগের সভাপতি সাফায়াত আলম সানিসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

এর আগে মঙ্গলবার সার্কিট হাউজে অনুষ্ঠিত মহানগর আওয়ামী লীগের এক বর্ধিত সভায় নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান মহানগর আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে এক আলোচনায় আনোয়ারকে বুধবার আসর নামাজের পর মাজার জিয়ারত করে নগরবাসীকে নির্বাচনি সালাম দিয়ে প্রচার কাজ শুরু করার জন্য বলেন। ওই সভায় উপস্থিত ছিলেন আনোয়ার হোসেন, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান ও বন্দর থানা আওয়ামী লীগের সভাপতি এম এ রশিদ।

/এএ/


সম্পর্কিত
সর্বশেষ খবর
একসঙ্গে ইফতার করলেন ছাত্রলীগ-ছাত্রদলসহ সব ছাত্রসংগঠনের নেতারা
একসঙ্গে ইফতার করলেন ছাত্রলীগ-ছাত্রদলসহ সব ছাত্রসংগঠনের নেতারা
শনিবার সকালে আবার অবস্থান কর্মসূচির ঘোষণা বুয়েট শিক্ষার্থীদের
শনিবার সকালে আবার অবস্থান কর্মসূচির ঘোষণা বুয়েট শিক্ষার্থীদের
ইসরায়েল যা যা অস্ত্র চেয়েছিল সব পায়নি: মার্কিন সেনাপ্রধান
ইসরায়েল যা যা অস্ত্র চেয়েছিল সব পায়নি: মার্কিন সেনাপ্রধান
ছুটির দিনে নিউ মার্কেটে জনসমুদ্র
ছুটির দিনে নিউ মার্কেটে জনসমুদ্র
সর্বাধিক পঠিত
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
২৪ ঘণ্টার মধ্যে মেট্রোরেল লাইনের ওপর থেকে ক্যাবল সরানোর অনুরোধ
২৪ ঘণ্টার মধ্যে মেট্রোরেল লাইনের ওপর থেকে ক্যাবল সরানোর অনুরোধ